সাধারণ জ্ঞান (বিশ্বের আলোচিত চুক্তিসমূহ) পর্ব-৩

হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভাল আছেন। আলোচনা চলছে সাধারণ জ্ঞান প্রশ্নউত্তর সিরিজ আর্টিকেল পর্ব বিশ্বের আলোচিত চুক্তিসমূহ নিয়ে এবং আজ হচ্ছে তার তৃতীয় পর্ব। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ১৫টি চুক্তি সম্পর্কে এবং আজ আলোচনা করবো আরোও ১৩ টি চুক্তি সম্পর্কে। আজকের আলোচনার চুক্তিসমূহ হচ্ছে- NPT চুক্তিস্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তিযুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া ঐতিহাসিক চুক্তিভারত সোভিয়েত মৈত্রী চুক্তিইউক্রেন পারমানবিক অস্ত্র ধ্বংস চুক্তিস্টার্ট-২ চুক্তিসল্ট-১ চুক্তিসল্ট-২ চুক্তিহট লাইন এগ্রিমেন্ট চুক্তিজর্ডান পিএলও অর্থনৈতিক চুক্তিচীন জাপান পারমানবিক নিরাপত্তা চুক্তিকপিরাইট চুক্তিমহাশূন্য চুক্তি, ইত্যাদি। প্রিয় পাঠক আশা করি আপনারা গত পর্বের মতো এই পর্বেও আমার সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক।

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
সাধারণ জ্ঞান কুইজ বাংলাদেশ ২০২৪। 
ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি। 

NPT চুক্তি 

১. NPT চুক্তি কি?
উত্তরঃ এনপিটি চুক্তির অর্থ হচ্ছে পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তি (Neuclear Non-proliberation Treaty)। 
২. NPT চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 
উত্তরঃ ১৯৬৮ সালে। 
৩. NPT চুক্তি কার্যকর হয় কবে? 
উত্তরঃ ১৯৭০ সালে। 
৪. NPT চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে? 
উত্তরঃ ১৭০ টি। 
৫.   NPT চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল?   
উত্তরঃ পারমাণবিক অস্ত্রের সীমিতকরণ। 

CTBT চুক্তি

৬. CTBT এর পূর্ণরূপ কি? 
উত্তরঃ Comprehensive Nuclear Test Ban Treaty বা পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি। 
৭. CTBT চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তরঃ ২৪ সেপ্টেম্বর ১৯৯৬ সালে।
৮. CTBT চুক্তির উদ্দেশ্য কী?
উত্তরঃ নতুন করে আর কেউ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং আগেরগুলো ধ্বংস করে সীমিত করা। 
৯. CTBT চুক্তি জাতিসংঘের সাধারণ পরিষদে ৫১তম অধিবেশন উথাপন করে কোন দেশ?
উত্তরঃ অস্ট্রেলিয়া। 
১০. অস্ট্রেলিয়া কবে CTBT চুক্তি উদযাপন করে? 
উত্তরঃ ১০ সেপ্টেম্বর ১৯৯৬ সালে। 
১১. এ পর্যন্ত কতটি দেশ CTBT চুক্তিতে স্বাক্ষর করে? 
উত্তরঃ ১৮৩ দেশ।
১২. CTBT চুক্তির স্বাক্ষরকারী সর্বশেষ দেশ কোনটি? 
উত্তরঃ ইতালি ৩০ মার্চ ২০০৬। 
১৩. CTBT চুক্তির বিপক্ষে ভোট দেয় কোন কোন দেশ? 
উত্তরঃ ভারত, লিবিয়া ও ভুটান। 
১৪. CTBT চুক্তিতে স্বাক্ষর করেনি কোন কোন দেশ? 
উত্তরঃ চীন, মিশর, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, ইসরাইল, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। 
১৫. বাংলাদেশ CTBT চুক্তিতে স্বাক্ষর করে কবে? 
উত্তরঃ ২৪ অক্টোবর ১৯৯৬ সালে। 
১৬. বাংলাদেশ CTBT চুক্তিতে স্বাক্ষরকারী কততম দেশ? 
উত্তরঃ ১২৯ তম দেশ। 
১৭. বাংলাদেশ CTBT চুক্তিতে অনুমোদন করে কবে? 
উত্তরঃ ৭ মার্চ ২০০০ সালে। 
১৮. বাংলাদেশ CTBT চুক্তিতে অনুমোদনকারী কততম দেশ? 
উত্তরঃ ২৮তম দেশ। 
১৯. এ পর্যন্ত কতটি দেশ CTBT চুক্তি অনুমোদন করেছে? 
উত্তরঃ ৩২ টি। 
২০. CTBT চুক্তি অনুমোদনকারী সর্বশেষ দেশ কোনটি? 
উত্তরঃ ভিয়েতনাম। 
২১. CTBT চুক্তি কার্যকর করতে হলে কতটি দেশের অনুমোদন প্রয়োজন? 
উত্তরঃ ১৫৭ টি দেশের। 

স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি 

২২. স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 
উত্তরঃ ১৯৯৭ সালে। 
২৩. স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তির উদ্দেশ্য কি? 
উত্তরঃ বিশ্বের বিভিন্ন দেশে পুতিয়ে রাখা মাইনগুলো ধ্বংস করে ফেলা। 
২৪. স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয় কোন দেশে? 
উত্তরঃ কানাডার অটোয়া। 
২৫. স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর করে কোন কোন দেশ? 
উত্তরঃ বিশ্বের বিভিন্ন দেশ স্থলমাইন চুক্তিতে স্বাক্ষর করে। 
২৬. এ পর্যন্ত কতটি দেশ স্থলমাইন চুক্তিতে স্বাক্ষর করেছে?
উত্তরঃ ১৭০ টি দেশ। 
২৭. স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করেনি কোন দেশ? 
উত্তরঃ যুক্তরাষ্ট্র। 
২৮. স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তির অপর নাম কি? 
উত্তরঃ অটোয়া চুক্তি। 

যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া ঐতিহাসিক চুক্তি 

২৯. যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 
উত্তরঃ ১৯৯৪ সালে। 
৩০. এই চুক্তির উদ্দেশ্য কি? 
উত্তরঃ কোরিয়া উপদ্বীপে উত্তেজনা হ্রাস করা। 
৩১. কোন দুটি দেশ যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করে? 
উত্তরঃ যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। 

ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি 

৩২. ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 
উত্তরঃ ৯ আগস্ট ১৯৭১ সালে। 
৩৩. ভারত ও সোভিয়েত মৈত্রী চুক্তির উদ্দেশ্য ও লক্ষ্য কি? 
উত্তরঃ ভারত ও সোভিয়েত ইউনিয়ন এই দু'দেশের মধ্যে মৈত্রী, শান্তি ও সহযোগিতা বৃদ্ধি। 
৩৪. কোন দুটি দেশের মধ্যে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়? 
উত্তরঃ ভারত ও সাবেক সোভিয়েত ইউনিয়ন। 
৩৫. ভারত সোভিয়েত চুক্তির ফলাফল কি? 
উত্তরঃ ১৯৭১ সালে পাক ভারত যুদ্ধের সময় ভারতকে সহযোগিতা দান।
৩৬. ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? 
উত্তরঃ রাশিয়ার মস্কোতে। 

ইউক্রেন পারমাণবিক অস্ত্র ধ্বংস চুক্তি 

৩৭. ইউক্রেন অস্ত্র ধ্বংস চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 
উত্তরঃ ১৪ জানুয়ারি ১৯৯৪ সালে। 
৩৮. ইউক্রেন পারমানবিক অস্ত্র ধ্বংস চুক্তির উদ্দেশ্য কি? 
উত্তরঃ ইউক্রেনের মাটিতে মোতায়েন সকল পারমাণবিক অস্ত্র রাশিয়ার কাছে হস্তান্তর।
৩৯. কোন কোন দেশের মধ্য এই চুক্তি স্বাক্ষরিত হয়? 
উত্তরঃ ইউক্রেন যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

স্টার্ট-২ চুক্তি 

৪০. স্টার্ট-২ চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 
উত্তরঃ ৩ জানুয়ারি ১৯৯৩ সালে। 
৪১. স্টার্ট-২ চুক্তি লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল? 
উত্তরঃ পারমাণবিক ক্ষেপণাস্ত্র হ্রাস করণ।
৪২. স্টার্ট-২ চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে? 
উত্তরঃ রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 
৪৩. স্টার্ট-২ কোথায় স্বাক্ষরিত হয়? 
উত্তরঃ রাশিয়ায় মস্কতে। 
৪৪. স্টার্ট-২ চুক্তির ফলাফল কি? 
উত্তরঃ রাশিয়া এবং যুক্তরাষ্ট্র স্ব স্ব পারমাণবিক ক্ষেপণাস্ত দুই-তৃতীয়াংশ ধ্বংস করতে একমত হয়। 

সল্ট-১ চুক্তি 

৪৫. সল্ট-১ চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 
উত্তরঃ ২৭ মে ১৯৭২ সাল। 
৪৬. সল্ট-১ চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কি? 
উত্তরঃ এন্টি ব্যালাস্টিক সিস্টেম সীমিতকরণ। 
৪৭. সল্ট-১ চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে? 
উত্তরঃ সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। 

সল্ট-২ চুক্তি 

৪৮. সল্ট-২ চুক্তি কার্যকর হয় কবে? 
উত্তরঃ ১৮ জুন ১৯৭৯ সালে। 
৪৯. সল্ট-২ চুক্তির উদ্দেশ্য ও লক্ষ্য কি? 
উত্তরঃ আক্রমণাত্মক অস্র ২৪০০ এর মধ্য সীমিত রাখা। 
৫০. সল্ট-২ চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে? 
উত্তরঃ সাবেক সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র। 

হটলাইন চুক্তি 

৫১. হটলাইন এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় কবে? 
উত্তরঃ ২০ জন ১৯৬৩ সালে। 
৫২. হটলাইন এগ্রিমেন্ট চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কি? 
উত্তরঃ সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র এই দুই দেশের সরকারের মাঝে সরাসরি রেডিও এবং টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করা। 
৫৩. হটলাইন এগ্রিমেন্টে কোন কোন দেশ স্বাক্ষর করে? 
উত্তরঃ সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। 

জর্ডান পিএলও অর্থনৈতিক চুক্তি 

৫৪. জর্ডান পিএলও অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 
উত্তরঃ ৮ জানুয়ারি ১৯৯৪ সালে। 
৫৫. জর্ডান এবং পিএলও চুক্তির উদ্দেশ্য কি? 
উত্তরঃ অধিকৃত তীরে পুনরায় ব্যাংক চালু করা। 
৫৬. জর্ডান পিএলও অর্থনৈতিক চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে? 
উত্তরঃ জর্ডান ও পিএলও।

চীন জাপান পারমাণবিক নিরাপত্তা চুক্তি 

৫৭. চীন জাপান পারমানবিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 
উত্তরঃ ৬ মে ১৯৯৪ সালে। 
৫৮. চীন জাপান পারমাণবিক নিরাপত্তা চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল? 
উত্তরঃ চীন ও জাপান এর মধ্য পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা প্রদানে সহায়তা করে। 
৫৯. কোন কোন দেশ পারমাণবিক নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করে? 
উত্তরঃ চীন ও জাপান। 

কপিরাইট চুক্তি 

৬০. কপিরাইট চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 
উত্তরঃ ১১ মার্চ ১৯৯৫ সালে। 
৬১. কোন দুটি দেশের মধ্য কপিরাইট চুক্তি স্বাক্ষরিত হয়? 
উত্তরঃ চীন ও যুক্তরাষ্ট্র। 

মহাশূন্য চুক্তি 

৬২. মহাশূন্য চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 
উত্তরঃ ১০ অক্টোবর ১৯৬৭ সালে। 
৬৩. মহাশূন্য চুক্তিতে কয়টি দেশ স্বাক্ষর করে? 
উত্তরঃ ১০০ টি দেশ। 
৬৪. মহাশূন্য চুক্তির উদ্দেশ্য ও লক্ষ্য কি? 
উত্তরঃ মহাশূন্য পারমাণবিক অস্ত্র বহন ও পরীক্ষা নিষিদ্ধকরণ। 

পরিশেষেঃ প্রিয় পাঠক, বিশ্বের আলোচিত চুক্তিসমূহ নিয়ে পোস্ট করা সিরিজ আর্টিকেলটি যাদের জন্য বিশেষভাবে উপকারে আসবে তা হচ্ছে- বিসিএস পরীক্ষাবিসিএস ভাইবাjob exam বা চাকরি পরীক্ষাশিক্ষক নিবন্ধন পরীক্ষাকুইজ পরীক্ষাকুইজ প্রতিযোগিতাসাধারণ জ্ঞান প্রশ্নোত্তরসাধারণ জ্ঞান ২০২৪সাধারণ জ্ঞান MCQ, ইত্যাদি প্রতিযোগিতা সমূহে আজকের এই চুক্তি সংক্রান্ত আর্টিকেলটি আশাকরি আপনাদের বিশেষভাবে উপকারে আসবে।
Galib Hasan
Galib Hasan I am a skilled blogger. I have been involved in blogging on various topics for 5 years. "Education BD Blog" is one of my educational websites. One day, people of Bangladesh and all over the world will gain knowledge from my "Education BD Blog" website. And I am moving towards that goal. I hope you all will support me.

Post a Comment for "সাধারণ জ্ঞান (বিশ্বের আলোচিত চুক্তিসমূহ) পর্ব-৩"