সাধারণ জ্ঞান MCQ (বিশ্বের আলোচিত চুক্তিসমূহ) পর্ব-২

হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভাল আছেন। আলোচনা চলছে সাধারণ জ্ঞান প্রশ্নউত্তর সিরিজ আর্টিকেল পর্ব বিশ্বের আলোচিত চুক্তিসমূহ নিয়ে এবং আজ হচ্ছে তার দ্বিতীয় পর্ব। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ৯টি চুক্তি সম্পর্কে এবং আজ আলোচনা করব আরো ১৫ টি চুক্তি সম্পর্কে। আজকের আলোচনার চুক্তিসমূহ হচ্ছে- জেনেভা চুক্তি, জেনেভা কনভেনশন, আফগান শান্তি চুক্তি, মানবাধিকার চুক্তি, সিমলা চুক্তি, তাসখন্দ চুক্তি, নামিবিয়া চুক্তি, হাভানা সনদ, অস্ত্র হ্রাস চুক্তি, যৌথ মহাশূন্য ষ্টেশন স্থাপন চুক্তিম্যাসস্ট্রিচট চুক্তি, পরমাণু অস্ত্র বিলোপ চুক্তি, জীবাণু ঘটিত অস্ত্র চুক্তি, ডেটন চুক্তি, রুশ জার্মান চুক্তি ইত্যাদি। প্রিয় পাঠক আশা করি আপনারা গত পর্বের মতো এই পর্বেও আমার সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। 

The world's most discussed agreements
বিশ্বের আলোচিত ১৩ চুক্তিসমুহ।

  • জেনেভা চুক্তি 

১. জেনেভা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 

উত্তরঃ ২০ জুলাই ১৯৫৪ সালে। 

২. জেনেভা চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে? 

উত্তরঃ ফ্রান্স ও ভিয়েতনাম। 

৩. জেনেভা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ সুইজারল্যান্ডের জেনেভায়।

৪. জেনেভা চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কি? 

উত্তরঃ ভিয়েতনামকে দুটি অংশে বিভক্ত করা। 

৫. জেনেভা চুক্তির ফলাফল কি? 

উত্তরঃ উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম নামে দুটি রাষ্ট্রের জন্ম। 

  • জেনেভা কনভেনশন 

৬. জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় কবে? 

উত্তরঃ ১২ আগস্ট ১৯৪৯ সালে। 

৭. জেনেভা কনভেনশনের লক্ষ্য কি? 

উত্তরঃ যুদ্ধাহত ও যুদ্ধবন্দীদের ন্যায় বিচারের জন্য আচরণবিধি তৈরি করা। 

৮. জেনেভা কনভেনশনে অংশগ্রহণকারী দেশ কয়টি? 

উত্তরঃ ৫৮ টি। 

৯. জেনেভা কনভেনশনে কতটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ ৪টি। 

১০. জেনেভা কনভেনশন কোথায় স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ সুইজারল্যান্ডের জানেভায়।

  • আফগান শান্তি চুক্তি 

১১. আফগান শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 

উত্তরঃ সাত মার্চ ১৯৯৩ সালে। 

১২. আফগান শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন কারা? 

উত্তরঃ আফগানিস্তানের ছয়টি মুজাহিদ গ্রুপ। 

১৩. আফগান শান্তি চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল? 

উত্তরঃ আফগানিস্তানের দীর্ঘ ১২ বছরের আত্মঘাতী সংঘর্ষের অবসান ঘটানো। 

১৪. আফগান শান্তি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ ইসলামাবাদ, পাকিস্তান। 

১৫. আফগান শান্তি চুক্তির মধ্যস্থতাকারী কে? 

উত্তরঃ পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ। 

১৬. আফগান শান্তি চুক্তির ফলাফল কি? 

উত্তরঃ বোরহানউদ্দিন রাব্বানী ক্ষমতাসীন হন। 

  • মানবাধিকার চুক্তি 

১৭. মানবাধিকার চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 

উত্তরঃ ১০ ডিসেম্বর 1১৯৪৮ সালে। 

১৮. মানবাধিকার চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ জাতিসংঘের সদর দপ্তরে। 

১৯. মানবাধিকার চুক্তিতে কোন সংস্থা স্বাক্ষর করেন? 

উত্তরঃ জাতিসংঘ। 

২০. মানবাধিকার চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল? 

উত্তরঃ মানবজাতির প্রত্যেক মানুষের সহজাত মর্যাদা এবং সমতা ও সমান অধিকার রক্ষা করার জন্য। 

২১. মানবাধিকার চুক্তি জাতিসংঘের কোন পরিষদে গৃহীত হয়? 

উত্তরঃ সাধারণ পরিষদে। 

২২. মানবাধিকার চুক্তিটি প্রস্তুত করে কে? 

উত্তরঃ নোবেল বিজয়ী ওরেন ক্যাসিন।

  • ডেটন চুক্তি 

২৩. ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 

উত্তরঃ ২১ নভেম্বর ১৯৯৫ সালে। 

২৪. ডেটন চুক্তির পক্ষ সমূহ কোন কোন দেশ? 

উত্তরঃ বসনিয়া, সার্বিয়া ও ক্রোয়েশিয়া। 

২৫. ডেটন চুক্তির ফলে কি ঘটে? 

উত্তরঃ ডেটন চুক্তির ফলে বসনিয়া ও হার্জেগোভিনার যুদ্ধ নিরসন হয়। 

২৬. ডেটন চুক্তি উদ্যোক্ততা কে ছিলেন? 

উত্তরঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। 

২৭. ডেটন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যের ডেটন বিমান ঘাঁটিতে। 

  • সিমলা চুক্তি 

২৮. সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 

উত্তরঃ ৩ জুলাই ১৯৭২ সালে। 

২৯. সিমলা চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ ভারত ও পাকিস্তান। 

৩০. সিমলা চুক্তিতে পাকিস্তানের পক্ষে কে স্বাক্ষর করেন? 

উত্তরঃ জুলফিকার আলী ভুট্টো। 

৩১. শিমলা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ ভারতের হিমাচল প্রদেশের রাজধানী সিমলাতে। 

৩২. শিমলা চুক্তিতে ভারতের পক্ষে কে স্বাক্ষর করেন? 

উত্তরঃ শ্রীমতি ইন্দিরা গান্ধী। 

৩৩. সিমলা চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল? 

উত্তরঃ ভারত ও পাকিস্তানের মধ্য শান্তি স্থাপন। 

  • তাসখন্দ চুক্তি 

৩৪. তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 

উত্তরঃ ১০ জানুয়ারি ১৯৬৬ সালে। 

৩৫. তাসখন্দ চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ ভারত ও পাকিস্তান। 

৩৬. তাসখন্দ চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ তাসখন্দ, উজবেকিস্তান। 

৩৭. তাসখন্দ চুক্তির ফলাফল কি? 

উত্তরঃ রাশিয়ার মধ্যস্থতায় দু'দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়। 

৩৮. তাসখন্দ চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল? 

উত্তরঃ অবসারণ ও শান্তি স্থাপন। 

৩৯. তাসখন্দ চুক্তির মধ্যস্থতাকারী দেশ কোনটি? 

উত্তরঃ সাবেক সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। 

  • নামিবিয়া চুক্তি 

৪০. নামিবিয়া চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 

উত্তরঃ ১৯৮৮ সালে। 

৪১. নামিবিয়া চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ ব্রাজাভিল, কঙ্গো। 

৪২. নামিবিয়া চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল? 

উত্তরঃ নামিবিয়ার স্বাধীনতা আন্দোলন ত্বরান্বিত করা। 

৪৩. নামিবিয়া চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে? 

উত্তরঃ এঙ্গোলা, কিউবা এবং দক্ষিণ আফ্রিকা। 

৪৪. নামিবিয়া চুক্তির ফলাফল কি? 

উত্তরঃ নামিবিয়ার স্বাধীনতা আন্দোলন ত্বরান্বিত হয়। 

  • হাভানা সনদ 

৪৫. সাভানা সনদ স্বাক্ষরিত হয় কবে? 

উত্তরঃ ১৯৫৭ সালে। 

৪৬. হাভানা সনদের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল? 

উত্তরঃ বিশ্ব উন্নয়ন ত্বরান্বিত করা। 

৪৭. হাভানা সনদে কয়টি দেশ স্বাক্ষর করে? 

উত্তরঃ ৫৪ টি দেশ। 

৪৮. হাভানা সনদ কোথায় স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ কিউবার রাজধানী হাভানায়। 

  • অস্ত্র হ্রাস চুক্তি

৪৯. অস্ত্র হ্রাস চুক্তি স্বাক্ষরিত হয় কবে?

উত্তরঃ ১৯৮০ সালে।

৫০. অস্ত্র হ্রাস চুক্তির উদ্দেশ্য কি?

উত্তরঃ পারমাণবিক অস্ত্রের ব্যবহার রোধ করা। 

৫১. অস্ত্র হ্রাস চুক্তি কবে থেকে স্বাক্ষরিত হয়?

উত্তরঃ ৫ মার্চ, ১৯৭০ সালে।

৫২. কতটি পক্ষের মধ্যে অস্ত্র হ্রাস চুক্তি স্বাক্ষরিত হয়?

উত্তরঃ ১৩৮ জাতি।

  • ম্যাসস্ট্রিচট চুক্তি 

৫৩. ম্যাসস্ট্রিচট চুক্তি স্বাক্ষরিত হয় কবে?

উত্তরঃ ১৯৯২ সালে। 

৫৪. ম্যাসস্ট্রিচট চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল? 

উত্তরঃ ইউরোপীয় অর্থবাজারকে সর্ববৃহৎ বাজারে পরিণত করা এবং একক মুদ্রা ইউরো চালু করা। 

৫৫. ম্যাসস্ট্রিচট চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে? 

উত্তরঃ ১২ টি ইউরোপীয় দেশ। 

৫৬. ম্যাসস্ট্রিচট চুক্তি কবে অনুমোদিত হয়? 

উত্তরঃ ২১ মে ১৯৯৩ সালে। 

৫৭. ম্যাসস্ট্রিচট চুক্তির ফলাফল কি? 

উত্তরঃ অভিন্ন মুদ্রা ইউরো চালু করা। 

৫৮. অভিন্ন মুদ্রা ইউরো চালু কবে হয়? 

উত্তরঃ ১ জানুয়ারি ১৯৯৯ সালে। 

৫৯. ম্যাসস্ট্রিচট চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়?

উত্তরঃ নেদারল্যান্ডের ম্যাসট্রিক্ট শহরে।

  • রুশ জার্মান চুক্তি 

৬০. রুশ জার্মান চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 

উত্তরঃ ৭ আগস্ট ১৯৭০ সালে। 

৬১. কোন কোন দেশ রুশ জার্মান চুক্তিতে স্বাক্ষর করে? 

উত্তরঃ রাশিয়া ও জার্মানি। 

৬২. রুশ জার্মান চুক্তির উদ্দেশ্য ও লক্ষ্য কি ছিল? 

উত্তরঃ রাশিয়া ও জার্মানি পরস্পরের উপর বল প্রয়োগ থেকে বিরত থাকা। 

  • যৌথ মহাশূন্য স্টেশন স্থাপন সংক্রান্ত চুক্তি 

৬৩. যৌথ মহাশূন্য স্টেশন স্থাপন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 

উত্তরঃ ২৪ জুন ১৯৯৪ সালে। 

৬৪. যৌথ মহাশূন্য স্টেশন স্থাপন চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে? 

উত্তরঃ যুক্তরাষ্ট্র ও রাশিয়া। 

৬৫. যৌথ মহাশূন্য স্টেশন স্থাপন চুক্তির উদ্দেশ্য কি? 

উত্তরঃ যৌথ মহাশূন্য স্টেশন স্থাপন করা। 

  • জীবাণু ঘটিত অস্ত্র চুক্তি 

৬৬. জীবাণু ঘটিত অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 

উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭২ সালে। 

৬৭. জীবাণু ঘটিত অস্ত্র চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে? 

উত্তরঃ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও অন্যান্য দেশ। 

৬৮. জীবাণু ঘটিত অস্ত্র চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কি? 

উত্তরঃ ব্যাকটেরিয়া এবং টক্সিনঘটিত অস্ত্রের ব্যবহার নিষিদ্ধকরণ। 

  • পরমাণু অস্ত্র বিলোপ চুক্তি 

৬৯.পরমাণু অস্ত্র বিলোপ চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 

উত্তরঃ ১৫ মার্চ ১৯৯৬ সালে। 

৭০. পরমাণু অস্ত্র বিলোপ চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কি? 

উত্তরঃ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে পরমাণু অস্ত্র মুক্ত রাখা। 

৭১. কোন কোন দেশ পরমাণু অস্ত্র বিলোপ চুক্তিতে স্বাক্ষর করে? 

উত্তরঃ ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। 

পরিশেষেঃ প্রিয় পাঠক, বিশ্বের আলোচিত চুক্তিসমূহ নিয়ে পোস্ট করা সিরিজ আর্টিকেলটি যাদের জন্য বিশেষভাবে উপকারে আসবে তা হচ্ছে- বিসিএস পরীক্ষা, বিসিএস ভাইবা, job exam বা চাকরি পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা, কুইজ পরীক্ষা, কুইজ প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, সাধারণ জ্ঞান ২০২৪, সাধারণ জ্ঞান MCQ, ইত্যাদি প্রতিযোগিতা সমূহে আজকের এই চুক্তি সংক্রান্ত আর্টিকেলটি আশাকরি আপনাদের বিশেষভাবে উপকারে আসবে। 

Galib Hasan
Galib Hasan I am a skilled blogger. I have been involved in blogging on various topics for 5 years. "Education BD Blog" is one of my educational websites. One day, people of Bangladesh and all over the world will gain knowledge from my "Education BD Blog" website. And I am moving towards that goal. I hope you all will support me.

Post a Comment for "সাধারণ জ্ঞান MCQ (বিশ্বের আলোচিত চুক্তিসমূহ) পর্ব-২"