সাধারণ জ্ঞান MCQ (Cyber Security এবং সাইবার সচেতনতা)

বর্তমান যুগ অনলাইন এবং ইন্টারনেটের যুগ। তাই এযুগের সবকিছুই ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে  অনলাইন ইন্টারনেটের মাধ্যমে চলে প্রতিযোগিতার পথে। এ যুগে এসে আমাদের অনলাইনে ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার কিংবা অন্যান্য যে সকল ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে থাকি সেগুলো- ম্যালওয়্যার, স্প্যাম, ফিশিং, হ্যাকার, ইনসাইডারসহ আরও অন্যান্য অযাচিত ভাইরাস দ্বারা আক্রমণ হতে পারে তাই এই ডিভাইসগুলোর সুরক্ষা এবং আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ সকল তথ্যাদির নিরাপত্তার জন্য যেসকল পদ্ধতি বা সিকিউরিটি অবলম্বন করা হয় তাকে Cyber Security বলে। 

প্রিয় পাঠক, আজ আমরা আলোচনা করবো সাইবার সিকিউরিটি বা সাইবার নিরাপত্তা সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক- 

সাইবার আক্রমণ এবং সাইবার সচেতনতা
সাইবার আক্রমণ এবং সাইবার সচেতনতা 

১. ট্রোজন হর্স কি?

উত্তরঃ একটি লুকায়িত ভাইরাস। 

২. ফ্রি সফটওয়্যার এর মাধ্যমে বিস্তার হয় কোনটি?

উত্তরঃ ট্রোজান হর্স। 

৩. কোন ভাইরাসটি লুকায়িত থাকে? 

উত্তরঃ ট্রোজান হর্স।

৪. কোন ম্যালওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে  কাজ  করে থাকে?

উত্তরঃ ট্রোজান।

৫. ট্রোজান হর্স ভাইরাসের জন্য কোন তথ্যটি সঠিক? 

উত্তরঃ এটি একটি নির্দিষ্ট কাজের জন্য তৈরি হয়। 

৬. কোন সাইবার আক্রমণ ইমেইলের মাধ্যমে হয়? 

উত্তরঃ ফিশিং। 

৭. কোন ভাইরাসটিতে লোভনীয় অফার করা হয়? 

উত্তরঃ ফিশিং। 

৮. ম্যালওয়্যার কি? 

উত্তরঃ এক ধরনের ভাইরাস। 

৯. কোনগুলো কম্পিউটার ভাইরাস? 

উত্তরঃ ট্রোজান হর্স এবং র‍্যান্সমওয়্যার। 

১০. কোনটি অপ্রত্যাশিত মেইল? 

উত্তরঃ স্প্যাম।

১১. স্প্যামিং মিল বলতে কি বুঝায়? 

উত্তরঃ অর্যাচিত মেইল বা অনাকাঙ্ক্ষিত মেইল।

১২. কোনটি স্প্যাম থেকে রক্ষা পাবার সঠিক উপায় নয়? 

উত্তরঃ ইমেইল একাউন্ট ডিলিট করা। 

১৩. অনলাইনে নিজেকে সুরক্ষিত রাখতে করণীয় নয় কোনটি? 

উত্তরঃ পাবলিক প্লেসের ওয়াইফাই মোবাইলে কানেক্ট করা। 

১৪. নিরাপদ ইন্টারনেট ব্যবহারে করণীয় নয় কোনটি? 

উত্তরঃ পাসওয়ার্ড Save করা। 

১৫. নিজের ইমেইলকে কিভাবে সুরক্ষিত রাখা যায়? 

উত্তরঃ শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করা। 

১৬. অনলাইন আর্থিক লেনদেনে করনীয় কি কি? 

উত্তরঃ ডেবিট কার্ডের গোপন পিন নাম্বারটি তৃতীয় পক্ষকে না জানানো। 

১৭. পাসওয়ার্ডে ব্যবহৃত বিশেষ চিহ্ন কোনগুলো কি কি? 

উত্তরঃ ! @#

১৮. কোনটি শক্তিশালী পাসওয়ার্ড? 

উত্তরঃ *&aD!2%_0-0.

১৯. কোন মাস কে সাইবার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়? 

উত্তরঃ অক্টোবর মাস কে। 

২০. একটি মেশিনে থেকে অন্য একটি মেশিনে পরিচয় বহন করে সাধারণত যে কার্য পরিচালনা করা হয় তা কি নামে পরিচিত? 

উত্তরঃ Spoofing. 


আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান Mcq (বাংলাদেশ এবং বিশ্ব)


২১. মোবাইল ফোনকে প্রভাবিত করার জন্য নেটওয়ার্ক এবং এসএমএস, ব্লুটুথ, ওয়ারলেস মিডিয়াম, ইউএসবি এবং ইনফারেট এর মত প্রযুক্তির মাধ্যমে প্রচারিত হয় কি? 

উত্তরঃ ম্যালওয়্যার। 

২২. কম্পিউটার সিস্টেমে অবৈধ প্রবেশকারী ব্যক্তি  হিসেবে পরিচিত কে? 

উত্তরঃ হ্যাকার। 

২৩. ইন্টারনেট ব্যবহারে সচেতন না হলে আপনি কোন ধরনের অপরাধে ভেসে যাবার সম্ভাবনা রয়েছে? 

উত্তরঃ সাইবার অপরাধ। 

২৪. স্পাইওয়্যার গোপনে কম্পিউটারের তথ্যগুলো সংগ্রহ করে অন্য কম্পিউটারে ট্রান্সফার করে সত্য নাকি মিথ্যা? 

উত্তরঃ সত্য। 

২৫. বেশিরভাগ সিস্টেম যাদের জন্য হ্যাক হয়?

উত্তরঃ ইনসাইডার। 

২৬. কোনটিকে অযাচিত বাণিজ্যিক ইমেইল হিসেবে বিবেচনা করা হয়? 

উত্তরঃ স্প্যাম।

২৭. টার্গেট কম্পিউটারের প্রতিটি কার্যকলাপ পর্যবেক্ষণ করে, পটভূমিতে সমস্ত তথ্য সংগ্রহ করে এবং অন্য কাউকে পাঠায়? 

উত্তরঃ স্প্যাইওয়্যার।

২৮. ব্যবহারকারীর কম্পিউটারকে ভাইরাস সনাক্ত করতে এবং সেগুলি এড়াতে সাহায্য করার জন্য ডিজাইন করা এক ধরনের সফটওয়্যার কি? 

উত্তরঃ এন্টিভাইরাস। 

২৯. কোনটি এক ধরনের এন্টিভাইরাস প্রোগ্রাম? 

উত্তরঃ Kaspersky. 

৩০. র‍্যান্সমওয়্যার কি করে?

উত্তরঃ ডাটা এনক্রিপ্ট করে। 

৩১. কোনটি ছাড়া কম্পিউটার ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ? 

উত্তরঃ হালনাগাদ এন্টিভাইরাস। 

৩২. পাসওয়ার্ডে টু স্টেপ ভেরিফিকেশন কেন ব্যবহার করা হয়? 

উত্তরঃ পাসওয়ার্ড এর নিরাপত্তার জন্য। 

৩৩. সামাজিক যোগাযোগ সাইটে নিরাপদ থাকার জন্য কি করা উচিত? 

উত্তরঃ ব্যক্তিগত ছবি প্রকাশ না করা। 

৩৪. কোনটি সাইবার নিরাপত্তার অংশ? 

উত্তরঃ অনলাইন অ্যাকাউন্ট ব্যবহারের পর সাইন আউট করা। 

৩৫. ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে কোনটি করা উচিত নয়? 

উত্তরঃ যে কারো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করা। 

৩৬. ফোনের ডাটা হারানো থেকে রেহাই পেতে মোবাইলের কোন অপশনটি চালু রাখা উচিত? 

উত্তরঃ সিনক্রোনাইজিং। 

৩৭. অজানা সোর্স থেকে অ্যাপ্লিকেশন ইন্সটল করলে কি সমস্যা হতে পারে? 

উত্তরঃ হ্যাকিং হতে পারে। 

৩৮. কোনটি অ্যান্টিভাইরাস প্রোগ্রাম? 

উত্তরঃ নরটন।

৩৯. ইউজারের সকল কার্যক্রম ইন্টারনেট থেকে মনিটর করে এবং অজান্তে প্রয়োজনীয় ডাটা অন্যজনকে সরবরাহ করে কে? 

উত্তরঃ স্প্যাইওয়্যার।

৪০. একটি প্রোগ্রাম অথবা ডিভাইস যার মাধ্যমে লোকাল ট্রাফিক ফিল্টারিং করা হয় তাকে কি বলে? 

উত্তরঃ ফায়ারওয়াল। 


আরও পড়ুনঃ প্রবন্ধ রচনা: দেশ গঠনে ছাত্রসমাজের ভূমিকা। 


৪১. কিসের মাধ্যমে ইউজার যে সমস্ত ওয়েবসাইট ব্যবহার করেছে তার তথ্য নিজস্ব কম্পিউটার সংরক্ষিত থাকে? 

উত্তরঃ কুকিস। 

৪২. ইমেইল ঠিকানার সম্পর্কে কোনটি সঠিক উক্তি? 

উত্তরঃ Must always contain an @ symbol.

৪৩. নির্দিষ্ট ইউজারকে পাসওয়ার্ড এর মাধ্যমে সুরক্ষিত করা সাইবার সিকিউরিটির কোন মূলনীতির অন্তর্গত? 

উত্তরঃ গোপনীয়তা। 

৪৪. ইলেকট্রনিক ডাটা সুরক্ষাকে কি বলা হয়? 

উত্তরঃ সাইবার সিকিউরিটি। 

৪৫. কোনটি কম্পিউটারের সাধারণ নিরাপত্তাকে এড়িয়ে অপারেটিং সিস্টেমে প্রবেশ করে? 

উত্তরঃ ব্যাকডোর।

৪৬. একটি কম্পিউটার সিস্টেমের দুর্বলতা তৈরীর কারণ কোনটি? 

উত্তরঃ সিস্টেম আপডেট না থাকা। 

৪৭. কোন পদ্ধতির মাধ্যমে ইলেকট্রনিক ডাটা পরিবর্তন করা হয় যেন অনুমোদিত ব্যক্তি ব্যতীত ব্যবহার সম্ভব না হয়? 

উত্তরঃ ক্রিপোগ্রাফি। 

৪৮. অ্যাক্সেস কন্ট্রোল সাধারণত কোথায় ব্যবহার করা হয়? 

উত্তরঃ সার্ভার রুমের দরজায়। 

৪৯. সাধারণত ইলেকট্রনিক ডিভাইস কিভাবে সুরক্ষিত করা হয়? 

উত্তরঃ শক্ত পাসওয়ার্ড। 

৫০. কোন প্রযুক্তির মাধ্যমে নিজস্ব ইউজার ও পাসওয়ার্ড সরবরাহ করার পর মোবাইল এর মাধ্যমে লগইন করতে হয়? 

উত্তরঃ 2FA (Two Factor Authentication)।

৫১. কোনটি আপনার ব্যক্তিগত তথ্য অনলাইনে সুরক্ষিত রাখার ভালো অনুশীলন নয়? 

উত্তরঃ পাসওয়ার্ড মনে রাখার জন্য কম্পিউটারে অথবা টেবিলে লিখে রাখা। 

৫২. কোনটি সাইবার আক্রমণের গুরুত্বপূর্ণ বিষয়? 

উত্তরঃ পাসওয়ার্ড উদ্ধার। 

৫৩. সাইবার আক্রমণ থেকে নিরাপত্তার জন্য সাধারণত কোন ডিভাইস ব্যবহার করা হয়? 

উত্তরঃ ফায়ারওয়াল। 

৫৪. বর্তমানে কোনটি ওয়াইফাই এর সুরক্ষার সর্বাধিক ব্যবহার হয়? 

উত্তরঃ WPA2.

৫৫. কোনটি সাইবার আক্রমণের অন্তর্ভুক্ত নয়? 

উত্তরঃ ক্রেডিট কার্ডের তথ্য চুরি। 

৫৬. কম্পিউটার ব্যবহারের সময় পাশে থেকে ইউজার পাসওয়ার্ড পাওয়া কে সাইবার সিকিউরিটি কি বলে? 

উত্তরঃ Shoulder Surfing. 

৫৭. সর্বোচ্চ কত মাস পরপর পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত? 

উত্তরঃ তিন মাস। 

৫৮. কিভাবে ফাইল/ফোল্ডারকে র‍্যান্সমওয়্যার এর আক্রমণ থেকে রক্ষা করা যায়? 

উত্তরঃ ফাইল/ফোল্ডার গুলোকে অফলাইনে ব্যাকআপ রেখে। 

৫৯. কোন সফটওয়্যার ইনস্টল করার পূর্বে সুরক্ষার জন্য কোন দিকগুলো লক্ষ্য রাখা প্রয়োজন? 

উত্তরঃ এন্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা তা চেক করা। 

৬০. ম্যালওয়্যার (Malware) এর পূর্ণরূপ কি? 

উত্তরঃ Malicious  Software. 


আরও পড়ুনঃ প্রবন্ধ রচনা: দেশ গঠনে নারী সমাজের ভূমিকা।


৬১. স্প্যাম মেসেজগুলি অথেন্টিক সোর্স বলে মনে হলে তাদের-?

উত্তরঃ যাচাই করণ ব্যতীত সব ধরনের তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে? 

৬২. ইনকগনিটো মোড কেন ব্যবহার করা হয়? 

উত্তরঃ কনফিডেন্সিয়াল ব্রাউজিং এর গোপনীয়তা রক্ষার জন্য। 

৬৩. দুষ্টু চক্রের হাত থেকে রক্ষা পেতে কোন ধরনের অ্যাপস ব্যবহার করা উচিত? 

উত্তরঃ ভেরিফাইড ও নন পাইরেটেড। 

৬৪. ফোনের ডাটা হারানো থেকে রেহাই পেতে মোবাইলের কোন অ্যাপসটি চালু রাখা উচিত? 

উত্তরঃ সিনক্রোনাইজিং। 

৬৫. অজানা সোর্স হতে অ্যাপ্লিকেশন ইনস্টল  করলে কি সমস্যা হতে পারে? 

উত্তরঃ হ্যাকিং হতে পারে। 

৬৬. কোন ওয়েবপেজে আপনার পদেয় তথ্যের নিরাপত্তার জন্য ওয়েবসাইটটি সিকিউরিটি এনক্রিপশন ব্যবহার করছে কিনা তা কিভাবে বুঝতে পারবেন? 

উত্তরঃ URL বা ওয়েবপেজটির ঠিকানায় https লেখা থাকবে। 

৬৭. কোন ইমেইল, মেসেজ বা কল সম্পর্কে নিশ্চিত না হলে কি করনীয়? 

উত্তরঃ সেটিতে সাড়া না দেওয়া এবং অপরিচিত লিংক বা এটাচমেন্ট ক্লিক না করা। 

৬৮. সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি? 

উত্তরঃ গোপনীয় তথ্য বা সিস্টেম অ্যাক্সেস পাওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং। 

৬৯. আপনি যদি আপনার ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া একটি ইমেইল পান তাহলে কি করবেন? 

উত্তরঃ ইমেইলটিকে স্প্যাম বা ফিশিং হিসেবে রিপোর্ট করব। 

৭০. আপনার গুরুত্বপূর্ণ ডাটা ব্যাকআপ করার ভালো উপায় কি? 

উত্তরঃ ক্লাউড ভিত্তিক সংরক্ষণ করা। 

৭১. কোনটি অনলাইন লেনদেন করার নিরাপদ উপায়? 

উত্তরঃ বিশ্বস্ত পেমেন্ট গেটওয়েসহ একটি নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করা। 

৭২. অনলাইন লেনদেন করার সময় নিচের কোনটি দেখে ঝুঁকি বোঝা যাবে? 

উত্তরঃ ওয়েবসাইটের ঠিকানায় ভুল বানান বা সামান্য তারতম্য আছে। 

৭৩. সোশ্যাল মিডিয়াতে আপনার গোপনীয়তা রক্ষা করার উপায় কি? 

উত্তরঃ কে আপনার পোস্ট এবং তথ্য দেখতে পারে তার সীমাবদ্ধ করতে গোপনেতা সেটিং ঠিক করা। 

৭৪. একটি সামাজিক মিডিয়া মেসেজ বা পোস্ট বৈধ কিনা তা যাচাই করার উপায় কি? 

উত্তরঃ উৎস যাচাই করে এবং বানান ও ব্যাকরণের ত্রুটি পরীক্ষা করা। 

৭৫. সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ব্যক্তিগত তথ্য শেয়ার করা সম্ভাব্য বিপদ কি? 

উত্তরঃ পরিচয় চুরি বা সাইবার স্টোকিং এর শিকার হতে পারেন। 

৭৬. পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকি কি? 

উত্তরঃ হ্যাকাররা আপনার অনলাইন কার্যকলাপে আরিপাতা এবং আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে সক্ষম হতে পারে। 

৭৭. সফটওয়্যার ডাউনলোড করার সবচেয়ে নিরাপদ জায়গা কোনটি? 

উত্তরঃ একটি সুপরিচিত সফটওয়্যার ভেন্ডরের ওয়েবসাইট ব্যবহার করা। 

৭৮. একটি ডাউনলোড করার সফটওয়্যার ইনস্টলেশনের সময় অনেক বেশি অনুমতি চাইলে আপনার কি করা উচিত? 

উত্তরঃ সফটওয়্যার কার্যকারিতার জন্য প্রয়োজনীয় নয় এমন অনুমতি গুলি অস্বীকার করুন। 

৭৯. ফেসবুক পোস্ট এর জন্য সঠিক গোপনীয়তা সেটিং কি? 

উত্তরঃ Friends only. 

৮০. ফেসবুকে আপনি যাকে চেনেন না এমন কারো কাছ থেকে বন্ধুত্বের অনুরোধ পেলে আপনার কি করা উচিত? 

উত্তরঃ অনুরোধ প্রত্যাখ্যান করুন এবং সন্দেহজনক হলে ব্যবহারকারীকে রিপোর্ট করুন। 


আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান Mcq (বেসিক কম্পিউটার শিক্ষা)


৮১. মোবাইল ডিভাইস সুরক্ষিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? 

উত্তরঃ পাসকোড বা বায়োমেট্রিক প্রমাণিকরণ ব্যবহার করা। 

৮২. সাইবার নিরাপত্তা কি? 

উত্তরঃ ইন্টারনেটের সাথে যুক্ত ডিভাইসকে সুরক্ষিত রাখার টেকনোলজি। 

৮৩. সাইবার ঝুঁকি (Cyber Threat) কি?

উত্তরঃ হ্যাকার কর্তৃক আক্রমণের শিকার হওয়ার সম্ভাব্যতা, প্রতিষ্ঠানের সাইবার আক্রমণের ধারা ক্ষতি হওয়ার সম্ভাবনা এবং ইলেকট্রনিক ডিভাইস অ্যাটাকিং এর শিকার হওয়া। 

৮৪. ম্যালওয়্যার আক্রান্ত পিসির কি কি আচরণ লক্ষ্য করা যায়? 

উত্তরঃ কম্পিউটার স্লো হওয়া, জমাকৃত ফাইল মুছে যাওয়া, কম্পিউটার এবং সফটওয়্যার এর কন্ট্রোল অন্যর হাতে চলে যাওয়া।

৮৫. সাইবার নিরাপত্তা কেন জরুরী? 

উত্তরঃ important/sensitive ডাটা সুরক্ষা করা, ইলেকট্রনিক্স ডিভাইস এবং সিস্টেম এর সুরক্ষা করা, নেটওয়ার্ক এবং ডাটাবেজ এর সুরক্ষা করা। 

৮৬. মোবাইল হুমকির লক্ষণীয় বিষয় কোনটি? 

উত্তরঃ মোবাইল স্লো হয়ে যাওয়া, অটোমেটিক রিপোর্ট/রিস্টার্ট নেওয়া, অজান্তে নতুন অ্যাপস ইনস্টল হওয়া। 

৮৭. সাইবার হুমকি এড়ানোর উপায় কি?

উত্তরঃ ২ ফেক্টর অথেন্টিকেশন সেট করা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, ব্যক্তিগত তথ্য ব্যাকআপ রাখা। 

৮৮. তথ্যের নিরাপত্তার জন্য কি শেয়ার করা অনুচিত?

উত্তরঃ ডেবিট ক্রেডিট কার্ডের তথ্য, পিন এবং otp কোড, ভেরিফিকেশন কোড ইত্যাদি শেয়ার না করা।

৮৯. কোনগুলো সাইবার হুমকির অন্তর্ভুক্ত? 

উত্তরঃ ব্যাকডোর, ফিশিং এবং এসকিউএল ইঞ্জেকশন। 

৯০. সাইবার সিকিউরিটির মূলনীতিগুলো কি?

উত্তরঃ গোপনীয়তা, অখন্ডতা এবং সহজলভ্যতা। 

৯১. আপনার সন্তানকে অনলাইনে কিভাবে নিরাপদ রাখবেন?

উত্তরঃ সন্তানের সাথে একসাথে প্রযুক্তি শেখার ব্যবস্থা করা, ডিজিটাল বিশ্বের ঝুঁকি সম্পর্কে সন্তানের সাথে সুন্দরভাবে আলোচনা করা এবং আপনার সাথে সকল বিষয়ে শেয়ার করার জন্য সন্তানকে উৎসাহ প্রদান করা। 

৯২. ইমেইল বা মেসেজের সন্দেহজনক লিংকে ক্লিক করার বিপদ কি হতে পারে? 

উত্তরঃ ডিভাইস ম্যালওয়্যার দ্বারা সংক্রমিত হতে পারে, ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে, অনলাইন একাউন্ট হ্যাক হতে পারে। 

৯৩. গুরুত্বপূর্ণ ডেটা বেকাপ না রাখার কারণে কি বিপদ হতে পারে? 

উত্তরঃ কম্পিউটার ক্র‍্যাশ হলে বা ম্যালওয়্যার দ্বারা দ্বারা সংক্রমিত হলে এটি চিরতরে হারাতে পারে, এটা পুনরুদ্ধার করতে অর্থ প্রদান করতে হতে পারে, হারিয়ে যাওয়া ডাটা পুনরায় তৈরি করতে অনেক সময় ব্যয় করতে হতে পারে। 

৯৪. আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে সন্দেহ হলে কি করা উচিত? 

উত্তরঃ অবিলম্বে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন, অতিরিক্ত নিরাপত্তার জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করুন, আপনার সাম্প্রতিক কার্যকলাপ পরীক্ষা করুন এবং সমস্ত ডিভাইস থেকে লগ আউট করুন। 

৯৫. আপনার মোবাইল ডিভাইস ম্যালওয়্যার দ্বারা সংক্রমিত হয়েছে বলে সন্দেহ হলে কি করবেন? 

উত্তরঃ ডিভাইসটিকে ফ্যাক্টরি রিসেট করতে হবে, এন্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করে স্ক্যান করতে হবে, কোন সন্দেহজনক অ্যাপ বা ফাইল মুছে দিতে হবে। 

৯৬. ইমেইলে নিরাপত্তার জন্য করণীয় কি? 

উত্তরঃ টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা, রিকভারি ফোন নাম্বার অ্যাড করা, রিকভারি ইমেইল ব্যবহার করা। 

৯৭. ইমেইল বা মেসেজে সন্দেহজনক লিংকে ক্লিক করলে কি কি বিপদ হতে পারে? 

উত্তরঃ ডিভাইস ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হতে পারে, ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে, অনলাইন অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। 


পরিশেষেঃ আলোচনার পরিশেষে এসে একটি কথাই বলতে চাই- অনলাইনের মাধ্যমে যে সকল ডিভাইস এবং যে সকল তথ্য আদান প্রদান করা হয় সেগুলোর নিরাপত্তার জন্য যে পদ্ধতি বা সিকিউরিটি অবলম্বন করা হয় তাই হলো Cyber Security। 


Galib Hasan
Galib Hasan I am a skilled blogger. I have been involved in blogging on various topics for 5 years. "Education BD Blog" is one of my educational websites. One day, people of Bangladesh and all over the world will gain knowledge from my "Education BD Blog" website. And I am moving towards that goal. I hope you all will support me.

Post a Comment for "সাধারণ জ্ঞান MCQ (Cyber Security এবং সাইবার সচেতনতা)"