সাধারণ জ্ঞান: আন্তর্জাতিক কূটনৈতিক ও রাজনৈতিক পরিভাষা | Diplomatic and political terminology

আমাদের দেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমাদের দেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমাদের দেশে বিদ্যমান আছে নানান ধরনের রাজনৈতিক দল ও জনমত। রাজনৈতিক দল বা জনমত বিশ্বের প্রায় সকল দেশেই কমবেশি আছে। তবে সকল দেশেই রাজনীতির ভাষায় কথা বলার জন্য কিছু কূটনৈতিক ও রাজনৈতিক গোষ্ঠী থাকে এবং রাজনীতি ও কূটনীতিক সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য তাদের কিছু পরিভাষা থাকে। যেখানে ছোট্ট একটি কথায় অনেক বড় কিছুর ব্যাখ্যা বহন করে। 


প্রিয় পাঠক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো রাষ্ট্রীয় স্বার্থে প্রত্যেক দেশেই কূটনীতিক ও রাজনৈতিক দলের মধ্যে যে সকল পরিভাষাগুলো ব্যবহার করা হয় সেগুলোর ব্যাখ্যা বা বিশ্লেষণ নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক-

আন্তর্জাতিক কূটনৈতিক ও রাজনৈতিক পরিভাষা
আন্তর্জাতিক রাজনৈতিক ও কূটনৈতিক পরিভাষা

সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কূটনৈতিক ও রাজনৈতিক পরিভাষা 

১. অ্যাটর্নি জেনারেল বলতে কি বুঝ? 

উত্তরঃ একটি দেশের সরকারের প্রধান আইনজীবীকে বুঝায়। 

২. ডিপ্লোমেসি বলতে কি বুঝ? 

উত্তরঃ কূটনৈতিক, বিভিন্ন দেশের সাথে চুক্তির পূর্বে শত্রুতা না করে আলোচনা বা চুক্তি ব্যবস্থা কৌশল।

৩. ডিপ্লোম্যাটিক ইলনেস কি? 

উত্তরঃ কোন অনুষ্ঠান বা সভায় যোগদান না করার অজুহাতে অসুস্থতাকে ডিপ্লোম্যাটিক ইলনেস বলে।

৪. রাষ্ট্রদূত কি?

উত্তরঃ এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের প্রেরিত সর্বোচ্চ শ্রেণীর কূটনীতিকই হল রাষ্ট্রদূত।

৫. অ্যাটর্নি কি?

উত্তরঃ রাষ্ট্রদূতের সহকারীদের মধ্য একজন সদস্য যিনি মিক্স, সংস্কৃতি, সামরিক, শ্রম ইত্যাদি বিষয়ে যে কোন একটি বিষয় দেখাশোনা করেন তাকে রাষ্ট্রদূত বলে।    

৬. চার্জ দ্য অ্যাফেয়ার্স কি? 

উত্তরঃ একজন রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে নিযুক্ত মিশনের অস্থায়ী প্রধান। 

৭. অ্যামবাসাডর কি? 

উত্তরঃ একটি রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রের প্রেরিত সর্বোচ্চ শ্রেণীর কূটনীতিকদের অ্যামবাসাডর বলা হয়। 

৮. হাইকমিশনার কি? 

উত্তরঃ কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ শ্রেণীর কূটনৈতিকদের হাইকমিশনার বলা হয়। 

৯. হুইপ কি?

উত্তরঃ পার্লামেন্টে ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যদের মধ্যে সঙ্ঘবদ্ধ করার দায়িত্বে নিয়োজিত। 

১০. দ্বৈত্য শাসন কি? 

উত্তরঃ একই রাষ্ট্রের দুই শক্তির শাসন ব্যবস্থা। 

১১. শ্বেতপত্র কি?

উত্তরঃ কোন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সরকার কর্তৃক প্রকাশিত বিবরণী। 

১২. টাস্কফোর্স কি? 

উত্তরঃ কোন দেশের স্থল, বিমান ও নৌ বাহিনীর সম্মিলিত সৈন্যদল। 

১৩. বাফার স্টেট কি? 

উত্তরঃ বিবাদমান দুই বৃহত্তর রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত অপেক্ষাকৃত ক্ষুদ্র, কম শক্তিসম্পন্ন স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্র। 

১৪. স্বায়ত্তশাসন কি?

উত্তরঃ স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা। 

১৫. ব্যক্তিস্বাতন্ত্রবাদ  কি? 

উত্তরঃ এই মতবাদের মূলনীতি ব্যক্তি স্বাধীনতা। 

১৬. সাম্রাজ্যবাদ কি? 

উত্তরঃ অপর রাষ্ট্র দখল করে শক্তি বৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি করার নাম সাম্রাজ্যবাদ। 

১৭. ফ্যাসিবাদ কি? 

উত্তরঃ ফ্যাসিবাদের মুখ্য নীতি জনগণের জন্য রাষ্ট্র নয় রাষ্ট্রের জন্য জনগণ। রাষ্ট্রই সকল ক্ষমতার অধিকারী, ব্যক্তি নয়। 

১৮. বামপন্থী কি?

উত্তরঃ প্রগতিশীল মতবাদ ও সমাজতন্ত্র বিশ্বাসীদের বলা হয় বামপন্থী। 

১৯. জাতীয়তাবাদ কি? 

উত্তরঃ কোন জাতি বা সমাজের জাতীয় সংহতি বজায় রাখা কে জাতীয়তাবাদ বলে? 

২০. মার্কসবাদ কি? 

উত্তরঃ কাল মার্ক এর মতবাদ ধনতান্ত্রিক, রাজতন্ত্র, উচ্ছেদ করে শ্রেণী বৈষম্যহীন ব্যবস্থা কায়েম করাই এর কাজ। 

আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান বাংলাদেশ ও বিশ্ব সম্পর্কে 

২১. তৃতীয় বিশ্ব কোন দেশদের বলা হয়? 

উত্তরঃ স্বাধীনতাপ্রাপ্ত বিশ্বে উন্নয়নশীল দেশ। 

২২. স্ট্র ভোট কি? 

উত্তরঃ কোন বিষয়ে জনমত যাচাই এর উদ্দেশ্য কোন ব্যক্তি বা সংস্থা কর্তৃক বেসরকারিভাবে গৃহীত ভোট। 

২৩. স্যাটেলাইট স্টেট কি? 

উত্তরঃ প্রতিবেশী বৃহৎ এবং শক্তিশালী রাষ্ট্রের রাজনৈতিক বা অর্থনৈতিক প্রভাবাদীন অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্র। 

২৪. প্রোটোকল কি?

উত্তরঃ কূটনৈতিক পরিভাষায় একে সাধারণ আন্তর্জাতিক দলিল বুঝায়। আন্তর্জাতিক সভা সমিতির কার্য বিবরণী। 

২৫. পুলম কি? 

উত্তরঃ পুলম একটি সাধারণ চুক্তি ফার্মের উৎপাদন পরিমাণ নির্দিষ্ট করে দেয় কিন্তু প্রত্যেক ফার্মেই তার নিজ নিজ সত্তা বজায় রাখে এবং পরিচালনায় উৎপাদন কার্য চালায়। 

২৬. গনভোট কাকে বলে? 

উত্তরঃ কোন বিতর্কিত প্রশ্নে রাষ্ট্রের ভোটদাতা কর্তৃক প্রত্যক্ষ ভোট।

২৭. জানটা কি? 

উত্তরঃ একটি স্ব-গঠিত সমিতি যা গোপনে রাজনৈতিক উদ্দেশ্য লিখিত হয়। 

২৮. ইমপিচমেন্ট কি? 

উত্তরঃ রাষ্ট্রের বিরুদ্ধে কোন অপরাধের জন্য রাষ্ট্রের প্রধান বা কোন মন্ত্রী পার্লামেন্টে বা এজন্য গঠিত উচ্চ ট্রাইবুনালে বিশেষ বিচার। 

২৯. ঘেরাও কি?

উত্তরঃ ধর্মঘট জনতা কর্তৃক দাবি আদায়ের উদ্দেশ্য জোরপূর্বক ভয় দেখিয়ে এক বা একাধিক লোককে ঘরে আবদ্ধ রাখার কৌশল। 

৩০. Veto কী?

উত্তরঃ যুক্তরাষ্ট্র, বৃটেন, রাশিয়া, ফ্রান্স ও চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই পাঁচটি দেশের Veto Power রয়েছে। এর অর্থ আমি ইহা মানি না।

৩১. পঞ্চম বাহিনী (5th Column) কাকে বলা হয়?

উত্তরঃ যে জনতা গোপনে নিজ সরকারের বিরুদ্ধে কাজ করে এবং শত্রুকে সাহায্য করে। 

৩২. একনায়কতন্ত্র কী?

উত্তরঃ একনায়কতন্ত্র এমন একটি শাসনব্যবস্থা যেখানে সরকারের সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে ন্যস্ত।

৩৩. দাঁতাত কি? 

উত্তরঃ দুই দেশের মধ্যে বিরাজমান কঠোর মনোভাব হ্রাসের প্রচেষ্টা।   

৩৪. গণতন্ত্র কি? 

উত্তরঃ জনগণ দ্বারা নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থা, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা শাসনকার্য পরিচালনা করে।

৩৫. ডী জুরী কী?

উত্তরঃ আইনগত নতুন সরকার বা রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি। 

৩৬. ডী ফ্যাকটো বলতে কি বুঝায়? 

উত্তরঃ বাস্তবিকপক্ষে নতুন সরকার বা রাষ্ট্রের রীতিশুদ্ধ স্বীকৃতির পূর্বেই যেকোনো ধরনের আন্তর্জাতিক সম্পর্ক সৃষ্টি করার জন্য বিধিবদ্ধ আইন। 

৩৭. ক্রশ ভোটিং কী?

উত্তরঃ শাসকদল অথবা বিরোধী দলের সদস্যগণ যখন দলগত বাধা এবং সমর্থন ভঙ্গ করে বিপক্ষ দলকে ভোট দেয়। 

৩৮. আমলাতন্ত্র বলতে কি বুঝায়? 

উত্তরঃ আমাদের দ্বারা নিয়ন্ত্রিত সরকার। 

৩৯. বুর্জোয়া বলতে কি বুঝায়? 

উত্তরঃ মধ্যবর্তী সম্প্রদায়, মার্কসিস্টদের মতে যারা মালিক শ্রেণীকে পছন্দ করেনা এবং তাদেরকে শোষণ করে তারাই বুর্জোয়া। 

৪০. বহিঃসমপন চুক্তি বা (Extradition Treaty) কি? 

উত্তরঃ বহিঃসমপন চুক্তি বা (Extradition Treaty) হল এক দেশের অপরাধীকে অন্যদেশ চুক্তির মাধ্যমে তার নিজ দেশে ফেরত পাঠানো। 

আরও পড়ুনঃ বিশ্বের আলোচিত চুক্তিসমূহ। 

৪২. ব্লু বুকস কি? 

উত্তরঃ নীল মলাটে বাধানো ইংল্যান্ডের ব্যবস্থাপক সভার বা খাস রাজসভার বিবরণী পুস্তক। 

৪৩. ব্লাক স্মার্ট কাদের বলা হয়? 

উত্তরঃ ইতালির মুসোলিনের ফ্যাসিস্ট দল। 

৪৪. রাজনৈতিক আশ্রয় কি? (Asylum)

উত্তরঃ যখন কোন রাজনৈতিক শরণার্থী অন্য কোন দেশে আশ্রয় নেন তখন তাকে রাজনৈতিক আশ্রয় বলা হয়। 

৪৫. অ্যাডাল্ট ফ্রাঙ্কাইজ বলতে কি বুঝায়? 

উত্তরঃ জাতি ধর্ম, বর্ণ, নির্বিশেষে প্রাপ্তবয়স্ক ভোটার পুরুষ ও মহিলা ভোটারদের ভোট অধিকার। 

৪৬. অ্যাপার্ট হ্যাড কি? 

উত্তরঃ জাতিগত বা বর্ণগত বৈষম্যকে অ্যাপার্ট হ্যাড বলে। 

৪৭. বাইক ক্যামের‍্যাল লেজিসলেটার শব্দটি দ্বারা কি বুঝায়? 

উত্তরঃ যেকোনো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। 

৪৮. শোভিনিজম কি?

উত্তরঃ অন্ধ দেশপ্রেম বা উগ্র স্বদেশীকতা।

৪৯. অধ্যাদেশ কাকে বলে? 

উত্তরঃ জরুরি অবস্থা মোকাবেলার জন্য রাষ্ট্র প্রদান কর্তৃক জারিকিত আইন। 

৫০. স্যাভাটোজ কি?

উত্তরঃ অন্তর্ঘাতমূলক কার্যকলাপ দ্বারা কোন কিছু ধ্বংস করা বা ধ্বংস করতে বাধ্য করা। 

৫১. কুয়োমিনটাং কাদের বলা হয়? 

উত্তরঃ চীনা জাতীয় বিপ্লবী দল। 

৫২. বলশেভিক কি? 

উত্তরঃ রাশিয়ায় যারা কাল মার্কস মতবাদে বিশ্বাসী তাদেরকে বলশেভিক বলে। 

৫৩. ফেডারেশন কি? 

উত্তরঃ ফেডারেশন বা যুক্তরাষ্ট্র হচ্ছে কয়েকটি অঙ্গরাজ্য বা প্রদেশ নিয়ে গঠিত, যার ক্ষমতা কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্য সাংবিধানিকভাবে বন্টন হয়। যেমন: আমেরিকা, কানাডা ও ভারত। 

৫৪. কনফেডারেশন কি? 

উত্তরঃ কয়েকটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র মিলিত হয়ে যে সংস্থা গঠন করে তাকে কনফেডারেশন বলে। 

৫৫. PL-480 কী?

উত্তরঃ PL-480 হচ্ছে পাবলিক ল-৪৮০। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য সাহায্য প্রদান সংক্রান্ত একটি আইন।


পরিশেষেঃ  

আলোচনার পরিশেষে এসে বলা যায় যে, সাধারণ জ্ঞান কূটনৈতিক ও রাজনৈতিক পরিভাষা সম্পর্কে আজকের আলোচনায় যে বিষয়াদি উপস্থাপন করা হয়েছে সেগুলো যদি আপনারা মনোযোগ সহকারে পড়াশোনা করে থাকেন, তাহলে আপনাদের বিসিএস পরীক্ষা, বিসিএস ভাইভা পরীক্ষা,  বিসিএস লিখিত পরীক্ষা, বিসিএস প্রিলিমিনারি, শিক্ষক নিবন্ধন পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, ব্যাংক জব, যেকোনো চাকরির ইন্টারভিউ, এছাড়া অন্যান্য সকল প্রকার প্রতিযোগিতার জন্য অত্যন্ত চমৎকারভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

প্রিয় পাঠক, লেখালেখির জগতে ভুলের ঊর্ধ্বে কেউ নেই, কারণ আমরা সবাই মানুষ। আমরা ভুল থেকেই শিক্ষা গ্রহণ করি। কাজেই আমার লেখাতেও অনেক ভুলভ্রান্তি থাকতে পারে। আমার লেখায় যদি কোন ভুলভ্রান্তি হয়ে থাকে। তাহলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে লিখে যাবেন আমি কারেকশন করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।। 


আরও পড়ুনঃ বাংলাদেশের ৫০ জন বিশিষ্ট ব্যক্তিদের পরিচয় 


#বিসিএস, #সাধারণজ্ঞান, #BCS#sadharonggan,  #সাধারণজ্ঞানপ্রতিযোগিতা 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post