সাধারণ জ্ঞান: প্রথম শ্রেণী (বাংলা বই)

সাধারণ জ্ঞান প্রথম শ্রেণীর বাংলা বই এ আপনাকে স্বাগতম। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই সংকল্পে আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু বর্তমান যুগে এসে আমরা অনেকেই কমন একটা সমস্যার মুখোমুখি হয়ে পড়ি সেটা হচ্ছে, শিশুর জীবনের শুরুতেই যখন একটি শিশুকে আমরা স্কুলে নিয়ে যাই তখন ভালো ভালো স্কুলগুলোতে দেখা যায় শিক্ষকরা শিশুদের স্বাভাবিক জ্ঞান যাচাইয়ের জন্য শিশুদের কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন জিজ্ঞেস করে থাকেন। যেসকল অবিভাবকগণ তাদের শিশুদের পূর্ব থেকেই তাদের শিশুদের বেসিক জ্ঞান সম্পর্কে সঠিক ধারনা দিয়ে/শিখিয়ে থাকেন কেবল তাদের শিশুরাই সেসময় শিক্ষকদের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারে অন্যদিকে যেসকল পরিবার তথা অবিভাবকগণ শিশুদের বেসিক সাধারণ জ্ঞান সম্পর্কে পূর্ব থেকেই ধারণা না দিয়ে/না শিখিয়ে স্কুলে নিয়ে থাকেন তাদের পড়তে লজ্জায়।

যার ফলে একদিকে যেমন আজকের শিশুরা জীবনের প্রথমদিকেই স্কুলে গিয়ে নার্ভাস হয়ে যায় অন্যদিকে শিশুর অবিভাবকদেরও পড়তে হয় উভয় সংকটে।  

তাই আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠানোর পুর্বে এবং স্কুলে পাঠানোর পরে প্রথম শ্রেণীতে পড়া চলাকালীন সময়ে শিশুদের বাংলা সাধারণ জ্ঞান সম্পর্কে কি ধরনের জ্ঞান দান করবো সেটা নিয়ে পড়ি খুবই বিপাকে। 

সেজন্য, আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো শিশুদের স্কুলে পাঠানোর আগে বেসিক সাধারণ জ্ঞান এবং স্কুলে যাওয়ার পরে অর্থাৎ প্রথম শ্রেণীতে পড়া অবস্থায় শিশুদের সাধারণ জ্ঞান (বাংলা) সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক- 

general knowledge class One
বাংলা বিষয়ে শিশুদের সাধারণ জ্ঞান (প্রথম শ্রেণী) 

শিশুদের পারিবারিক সাধারণ জ্ঞান 

শিশুদের পারিবারিক সাধারণ জ্ঞান অর্থাৎ শিশুদের স্কুলে পাঠানোর আগে যেসকল জ্ঞান দান করতে হবে তা হচ্ছে নিম্নরূপঃ

১. তোমার নাম কি?

২. তোমার বাবার নাম কি?

৩. তোমার মায়ের নাম কি?

৪. তোমরা কয় ভাই বোন?

৫. তোমার ভাই-বোনদের নাম বলো? 

৬. তোমার ভাই বোনেরা কে কি করে?

৭. তোমার ভাই বোনদের মধ্যে বড় কে, ভাই নাকি বোন?

৮. তোমার ভাই বোনদের মধ্যে তুমি কততম?

৯. তোমার বাবা কি করেন?

১০. তোমার বাবা কোথায় চাকরি করেন?

১১. তোমার মা কি করেন?

১২. তোমাদের বাসায় আর কে কে থাকেন?

১৩. তোমার দাদার নাম কি?

১৪. তোমার দাদির নাম কি?

১৫. তোমার নানার নাম কি?

১৬. তোমার নানির নাম কি?

১৭. তোমাদের বাসা কোথায়?

১৮. তুমি কি একা একা বাসা থেকে স্কুলে আসতে পারো বা স্কুল থেকে একা একা বাসায় যেতে পারবে?

১৯. তুমি কি বাংলা স্বরবর্ণ গুলো বলতে পারো, তাহলে বলো?

২০. তুমি কি বাংলা ব্যঞ্জনবর্ণ গুলো বলতে পারো, তাহলে বলো?


আরও পড়ুনঃ প্রবন্ধ রচনা: একুশ শতকের পৃথিবী। 


২১. তুমি ইংরেজি আলফাবেট গুলো বলতে পারো, তাহলে বলো?

২২. তুমি কি সাধার গণিত সংখ্যা ১-১০ পর্যন্ত বলতে পারো, তাহলে বলো?


সাধারণ জ্ঞান প্রথম শ্রেণী (বাংলা বই)

আপনার শিশুদেরকে স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি করানোর সাথে সাথে যেসকল প্রাথমিক সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা দিবেন তা নিম্নরূপঃ

১. আমাদের দেশের নাম কি?

উত্তরঃ বাংলাদেশ।

২. বাংলাদেশের আয়তন কত?

উত্তরঃ ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। 

৩. আমাদের দেশ স্বাধীন হয় কত সালে? 

উত্তরঃ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। 

৪. পাঁচটি পাখির নাম লিখ?

উত্তরঃ দোয়েল, টিয়া, ময়না, শালিক, চড়ুই। 

৫. পাঁচটি ফুলের নাম লিখ?

উত্তরঃ গোলাপ, গাদা, বেলি, গন্ধরাজ, জবা।

৬. পাঁচটি ফলের নাম লিখ?

উত্তরঃ আম, জাম, কাঁঠাল, লিচু পেয়ারা। 

৭. পাঁচটি পশুর নাম লিখ?

উত্তরঃ গরু, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া। 

৮. পাঁচটি গৃহপালিত পশুর নাম লিখ?

উত্তরঃ গরু, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া। 


বিশেষ দ্রষ্টব্যঃ প্রথম শ্রেণীর বাংলা পিডিএফ বই ফ্রীতে ডাউনলোড করতে এখানে দেখুন। 


৯. পাঁচটি গৃহপালিত পাখির নাম লিখ?

উত্তরঃ হাঁস, মুরগী, কবুতর, কোয়েল পাখি, তিতির পাখি।

১০. পাঁচটি প্রাণীর নাম লিখ?

উত্তরঃ কুকুর, বিড়াল, সজারু, সাপ, কেচো।

১১. পাঁচটি ঔষধি গাছের নাম লিখ?

উত্তরঃ আমলকী, হরিতকী, বহেরা, নীম, তুলশী পাতা।

১২. আমাদের জাতীয় ফুলের নাম কি?

উত্তরঃ শাপলা।

১৩. বাংলাদেশের জাতীয় ফলের নাম কি?

উত্তরঃ কাঁঠাল।

১৪. বাংলাদেশের জাতীয় পাখির নাম কি?

উত্তরঃ দোয়েল। 

১৫. বাংলাদেশের জাতীয় পশুর নাম কি?

উত্তরঃ রয়েল বেঙ্গল টাইগার (বাঘ)।

১৬. বাংলাদেশের জাতীয় মাছের নাম কি?

উত্তরঃ ইলিশ। 

১৭. বাংলাদেশের জাতীয় গাছের নাম কি?

উত্তরঃ আম গাছ।

১৮. বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে?

উত্তরঃ ২৬ মার্চ। 

১৯. বাংলাদেশের বিজয় দিবস কবে? 

উত্তরঃ ১৬ ডিসেম্বর। 

২০. বাংলাদেশের ভাষা দিবস কবে?

উত্তরঃ ২১ শে ফেব্রুয়ারি। 


আরও পড়ুনঃ প্রবন্ধ রচনা: দেশ গঠনে ছাত্রসমাজের ভূমিকা। 


২১. বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস কবে?

উত্তরঃ ২১ শে নভেম্বর। 

২২. রঙ ধনুতে কতটি রঙ থাকে?

উত্তরঃ ০৭ টি। যথা- বেগুনী রঙ, নীল রঙ, আকাশী রঙ, সবুজ রঙ, হলুদ রঙ, কমলা রঙ এবং লাল রঙ।

২৩. কতদিনে এক সপ্তাহ হয়? 

উত্তরঃ ০৭ দিনে।

২৪. বাংলা ০৭ দিনের নাম লিখ?

উত্তরঃ শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। 

২৪. বাংলা ১২ মাসের নাম লিখ?

উত্তরঃ বৈশাখ মাস, জৈষ্ঠ্য মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস, অগ্রহায়ণ মাস, পৌষ মাস, মাঘ মাস, ফাল্গুন মাস এবং চৈত্র মাস।

২৬. বাংলাদেশে কয়টি ঋতু আছে এবং কি কি?

উত্তরঃ গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল এবং বসন্তকাল। 

২৭. বাংলাদেশের ঋতুরাজ বলা হয় কোন ঋতু কে?

উত্তরঃ বসন্ত ঋতুকে ঋতুরাজ বলা হয়।

২৮. বাংলা স্বরবর্ণে কতটি অক্ষর আছে?

উত্তরঃ ১১ টি।

২৯. বাংলা ব্যঞ্জনবর্ণে কতটি অক্ষর আছে? 

উত্তরঃ ৩৯ টি।

৩০. সূর্য প্রতিদিন কোন দিকে উঠে? 

উত্তরঃ পূর্ব দিকে।

৩১. সূর্য কোন দিকে অস্ত যায়?

উত্তরঃ পশ্চিম দিকে। 

৩২. বাংলাদেশের প্রধান পাঁচটি নদীর নাম বলো?

উত্তরঃ পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী, কর্ণফুলী নদী এবং ব্রহ্মপুত্র নদী। 

৩৩. পাঁচটি মহাসাগরের নাম বলো?

উত্তরঃ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আর্টিক মহাসাগর বা উত্তর মহাসাগর এবং অ্যান্টার্কটিক মহাসাগর বা দক্ষিণ মহাসাগর। 

৩৪. ৩ টি প্রাথমিক রঙ কি কি?

উত্তরঃ লাল, নীল, হলুদ। 

৩৫. পাঁচটি মহাদেশের নাম বলো?

উত্তরঃ এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিন আমেরিকা মহাদেশ এবং ইউরোপ মহাদেশ। 

৩৬. আমরা কোন মহাদেশে বাস করি? 

উত্তরঃ এশিয়া মহাদেশ। 

৩৭. পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি?

উত্তরঃ এশিয়া মহাদেশ। 

৩৮. কত সেকেন্ডে এক মিনিট হয়?

উত্তরঃ ৬০ সেকেন্ডে। 

৩৯. কত ঘন্টায় ১ দিন হয়?

উত্তরঃ ২৪ ঘন্টা। 

৪০. কত দিনে ১ মাস হয়?

উত্তরঃ ৩০ দিনে।


আরও পড়ুনঃ বিশ্বের আলোচিত চুক্তিসমূহ।


৪১. কত মাসে ১ বছর হয়?

উত্তরঃ ১২ মাসে। 

৪২. কত দিনে এক বছর?

উত্তরঃ ৩৬৫ দিনে।

৪৩. কত সপ্তাহে এক বছর হয়?

উত্তরঃ ৫২ সপ্তাহে। 

৪৪. আমরা যে গ্রহে বাস করি তার নাম কি?

উত্তরঃ পৃথিবী। 

৪৫. বাংলাদেশে মোট কতটি জেলা আছে? 

উত্তরঃ ৬৪ টি।

৪৬. বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম কি? 

উত্তরঃ রাঙ্গামাটি। 

৪৭. ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? 

উত্তরঃ বুড়িগঙ্গা নদীর তীরে। 

৪৮. রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? 

উত্তরঃ ভিটামিন এ। 

৪৯. বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে? 

উত্তরঃ বিশ্বকবী রবীন্দ্রনাথ ঠাকুর। 

৫০. বাংলাদেশের জাতীয় খেলার নাম কি?

উত্তরঃ হা-ডু-ডু।

৫১. বাংলাদেশের রাজধানীর নাম কি?

উত্তরঃ ঢাকা।

৫২. বাংলাদেশের রাজধানী কোথায়?

উত্তরঃ ঢাকা। 

৫৩. ঢাকার পুরাতন নাম কি? 

উত্তরঃ জাহাঙ্গীরনগর। 

৫৪. সবচেয়ে ছোট পাখির নাম কি? 

উত্তরঃ হামিং বার্ড। 

৫৫. আমাদের মাতৃভাষা কি? 

উত্তরঃ বাংলা। 

৫৬. আমাদের রাষ্ট্রভাষা কি?

উত্তরঃ বাংলা। 

৫৭. আমরা কোন দেশে বাস করি?

উত্তরঃ বাংলাদেশে।

৫৮. বাংলাদেশের জাতীয় কবি কে?

উত্তরঃ কাজী নজরুল ইসলাম। 

৫৯. বাংলাদেশের পল্লী কবির নাম কি?

উত্তরঃ জসীমউদ্দিন। 

৬০. বাংলাদেশ স্বাধীন হয় কোন মাসে?

উত্তরঃ ডিসেম্বর মাসে। 


পরিশেষেঃ

প্রিয় পাঠক এবং অবিভাবকবৃন্দ, প্রথম শ্রেণীর সাধারণ জ্ঞান বাংলা এর পরিশেষে এসে বলতে চাই- আপনি যদি গুরুত্বের সঙ্গে আপনার সন্তানকে মনোযোগ সহকারে উপরোক্ত সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর গুলো ভালোভাবে আয়ত্ত করাতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন, আপনার সন্তান বাংলাদেশের ভালো ভালো স্কুলগুলোতে খুব সহজেই স্থান নিতে পারবে। এছাড়াও আপনার সন্তান প্রাথমিক সাধারণ জ্ঞান সমন্ধে সঠিক ধারণা লাভ করবে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post