সাধারণ জ্ঞান: বাংলাদেশ সশস্ত্র বাহিনী

সশস্ত্র বাহিনী হচ্ছে বাংলাদেশের একটি জাতীয় নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। সশস্ত্র বাহিনী বলতে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী এই তিন সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত বাহিনীকে সশস্ত্র বাহিনী বলে। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ এবং বিমান বাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনী গঠন করা হয় এবং সশস্ত্র বাহিনী গঠনের মাত্র ২৬ দিনের মধ্যেই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তখন থেকে প্রতি বছর ২১ শে নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। সশস্ত্র বাহিনীর প্রধান বা সর্বাধিনায়ক হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। জল, স্থল এবং আকাশ পথে স্বাধীনতা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সশস্ত্র বাহিনী। এছাড়াও দেশের বিভিন্ন দুর্যোগ মুহূর্তেও সশস্ত্র বাহিনীর ভূমিকা অনন্য। তাছাড়া দেশ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেও সশস্ত্র বাহিনীর ভূমিকা বিদ্যমান। 

প্রিয় পাঠক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো- সাধারণ জ্ঞান বাংলাদেশ সশস্ত্র বাহিনী অর্থাৎ সাধারণ জ্ঞান বাংলাদেশ সেনাবাহিনী, সাধারণ জ্ঞান বাংলাদেশ নৌবাহিনী এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ বিমানবাহিনী সম্পর্কে। আজকের একটি আর্টিকেলের মাধ্যমেই সেনা, নৌ এবং বিমান বাহিনী সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করার চেষ্টা করবো। আপনাদের মধ্যে যারা সেনা, নৌ এবং বিমান বাহিনীতে ভর্তি হতে ইচ্ছুক তাছাড়া যারা সেনা, নৌ এবং বিমান বাহিনী সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাদের জন্য আজকের আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক-

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর। বাংলাদেশ সশস্ত্র বাহিনী।
সাধারণ জ্ঞান বাংলাদেশ সশস্ত্র বাহিনী

সাধারণ জ্ঞান: বাংলাদেশ সেনাবাহিনী

১. বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠা কবে?

উত্তরঃ ১৯৭১ সালে। 

২. বাংলাদেশ সেনাবাহিনী প্রকাশনা কতটি ও কি কি? 

উত্তরঃ ৩ টি। যথা- 

ক) সেনা বার্তা (Shena Barta)

খ) সেনা প্রবাহ (Shena Probaho)

গ) আর্মি জার্নাল (Army Journal)। 

৩. বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কতজন? 

উত্তরঃ ৩ জন।  

ক) সিপাহী মোস্তফা কামাল 

খ) সিপাহী হামিদুর রহমান 

গ) ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর 

৪. ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ মেজর আব্দুল গণি। 

৫. মেজর গণি কে কোন যুদ্ধে "টাইগার উপাধি" দেওয়া হয়েছিল? 

উত্তরঃ ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে। 

৬. বাংলাদেশে সশস্ত্র বাহিনীর প্রধান কে?

উত্তরঃ মহামান্য রাষ্ট্রপতি। 

৭. বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি?

উত্তরঃ সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্রই আমরা দেশের তরে। 

৮. সেনাবাহিনীর নতুন রেজিমেন্টের নাম কি? 

উত্তরঃ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট। 

৯. সেনাবাহিনীর বর্তমান প্রধান কে?

উত্তরঃ জেনারেল ওয়াকার-উজ-জামান,এসবিপি,ওএসপি,এসজিপি,পিএসসি।

১০. বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতির নাম কি? 

উত্তরঃ জেনারেল এম এ জি ওসমানী। 

১১. বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়? 

উত্তরঃ প্রতি বছর ২১ নভেম্বর। 

১২. বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি? 

উত্তরঃ ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং উপর কৌণিক অবস্থায় জাতীয় ফুল শাপলা। 

১৩. বাংলাদেশের কোথায় কোথায় সেনানিবাস আছে? 

উত্তরঃ ঢাকা, মিরপুর, সাভার, গাজীপুর, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, রংপুর, সৈয়দপুর, বগুড়া, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ঘাটাইল ও রাজশাহী। 

১৪. সামরিক অস্ত্রশস্ত্র ও সাজসরঞ্জাম বিভাগকে কি বলা হয়? 

উত্তরঃ অর্ডিন্যান্স বিভাগ। 

১৫. বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? 

উত্তরঃ তেজগাঁও (বিজয় স্মরণীর পাশে)। 

১৬. জাহানাবাদ সেনানিবাস কোথায় অবস্থিত? 

উত্তরঃ খুলনায়। 

১৭. বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বের নাম কি? 

উত্তরঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

১৮. বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? 

উত্তরঃ চট্টগ্রামের ভাটিয়ারীতে (পূর্বে কুমিল্লায় ছিল)।

১৯. বাংলাদেশ মিলিটারি একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? 

উত্তরঃ ১১ই জানুয়ারি ১৯৭৪ সালে কুমিল্লায়। 

২০. বাংলাদেশ মিলিটারি একাডেমি কুমিল্লা থেকে চট্টগ্রামের ভাটিয়ারীতে স্থানান্তরিত করা হয় কত সালে? 

উত্তরঃ ১৯৭৬ সালে। 


আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান: প্রশ্ন ব্যাংক বিসিএস পরীক্ষা 


২১. বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগপ্রাপ্ত কমিশন অফিসার এর প্রথম পদবী কি? 

উত্তরঃ সেকেন্ড লেফটেন্যান্ট। 

২২. গোপন স্থান থেকে আকস্মিক আক্রমণ চালানোর স্থান কে কি বলে? 

উত্তরঃ ব্ল্যাক আউট। 

২৩. সেনাবাহিনীর জেনারেল পদের সমপর্যায়ের নৌবাহিনীর পদকে কি বলে? 

উত্তরঃ এডমিরাল। 

২৪. বাংলাদেশের প্রথম সামরিক আইন জারি হয় কবে? 

উত্তরঃ ১৯৭৫ সালে। 

২৫. সর্বশেষ কবে বাংলাদেশে সামরিক শাসন জারি হয়? 

উত্তরঃ ২৮ মার্চ ১৯৮২ সালে। 

২৬. 'সোর্ড অফ অনার' সম্মান প্রদান করা হয় কাকে? 

উত্তরঃ সেনাবাহিনীর ক্যাডেটদেরকে। 

২৭. বাংলাদেশ সামরিক বাহিনীতে ডিগ্রী দেওয়া কোথা থেকে? 

উত্তরঃ আর্মি স্টাফ কলেজ। 

২৮. বাংলাদেশ সশস্ত্র বাহিনী স্টাফ কলেজ কোথায় অবস্থিত? 

উত্তরঃ ঢাকার মিরপুর সেনানিবাসে।

২৯. Inter Service Selection Board (ISSB) কী?

উত্তরঃ সামরিক বাহিনীতে নিয়োগ ও বাছাই বোর্ড। 

৩০. বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত? 

উত্তরঃ ঢাকায়। 

৩১. বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কি? 

উত্তরঃ ফিল্ড মার্শাল। 

৩২. বাংলাদেশের সামরিক সদর দপ্তর কোথায়? 

উত্তরঃ ঢাকার কুর্মিটোলায়। 

৩৩. বাংলাদেশে পূর্ণাঙ্গ ক্যান্টনমেন্ট (ডিভিশন) রয়েছে কতটি? এবং কি কি? 

উত্তরঃ ৮ টি।  যথা- সাভার, বগুড়া, ঘাটাইল, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রংপুর। 

৩৪. বাংলাদেশের মিনি ক্যান্টনমেন্ট রয়েছে কতটি? 

উত্তরঃ ২৮ টি। 

৩৫. টাস্কফোর্স কি? 

উত্তরঃ সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত দল। 

৩৬. বাংলাদেশের প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে? 

উত্তরঃ সুরাইয়া বেগম। 

৩৬. প্রথমবারের মতো "সোর্ড অফ অনার" এ ভূষিত মহিলা কে? 

উত্তরঃ মারজিয়া ইসলাম।

৩৭. সেনাবাহিনীতে প্রথম মহিলা কমিশন প্রাপ্ত অফিসার নিয়োগ করা হয় কত সালে? 

উত্তরঃ ২০০০ সালে। 

৩৮. বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মতো কতজন মহিলা সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন? 

উত্তরঃ ২০ জন। 

৩৯. স্থল বাহিনীর একটি প্লাটুনে কতজন সৈন্য থাকে? 

উত্তরঃ ৪৬ জন। 

৪০. সি-ব্যাট কী?

উত্তরঃ বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া। 

৪১. বাংলাদেশ 'মিগ-২৯' যুদ্ধ বিমানটি কিনেছিল কোন দেশ হতে? 

উত্তরঃ রাশিয়া হতে। 

৪২. 'মিগ-২৯' বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় কবে? 

উত্তরঃ ২৩ মার্চ ২০০২ সালে। 

৪৩. সেনাবাহিনী দ্বারা পরিচালিত সন্ত্রাস দমন অভিযান কি নামে পরিচিত? 

উত্তরঃ অপারেশন ক্লিনহার্ট। 

৪৪. 'কো-সাউথ-৯৮' কী?

উত্তরঃ সম্প্রতি সমাপ্ত বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া। 

৪৫. বিশ্বের কতটি দেশের সাথে বাংলাদেশের সামরিক মহড়া অনুষ্ঠিত হয়? 

উত্তরঃ ১ টি (যুক্তরাষ্ট্র)।

৪৬. বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো জাতিসংঘ শান্তি মিশনে যোগ দেয় কত সালে? 

উত্তরঃ ১৯৮৮ সালে।

৪৭. বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম নারী প্যারাসুটার (ছত্রীসেনা) কে?

উত্তরঃ ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। 

৪৮. বাংলাদেশ সেনাবাহিনীতে দ্বিতীয় নারী ছত্রীসেনা (প্যারাসুটার) কে?

উত্তরঃ মেজর নুসরাত নুর আল চৌধুরী। 

৪৯. বর্তমান সেনাপ্রধান বাংলাদেশের কততম সেনাপ্রধান? 

উত্তরঃ ১৮ তম সেনাপ্রধান। 

৫০. বর্তমান সেনাপ্রধান কত তারিখে দায়িত্ব গ্রহণ করেন?

উত্তরঃ ২৩ জুন ২০২৪ সালে।


সাধারণ জ্ঞান বাংলাদেশ নৌবাহিনী

৫১. বাংলাদেশ নৌবাহিনী কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১০ ডিসেম্বর ১৯৭২ সালে। 

৫২. বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কোথায়? 

উত্তরঃ ঢাকায়। 

৫৩. নৌবাহিনীর বর্তমান প্রধান কে?

উত্তরঃ অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি।

৫৪. বাংলাদেশ নৌবাহিনীর একমাত্র মিসাইল ফ্রিগেট  কোনটি? 

উত্তরঃ বিএনএস ওসমান। 

৫৫. বাংলাদেশ নৌবাহিনী কবে সি-৮০২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়? 

উত্তরঃ ১২ মে ২০১৮ সালে। 

৫৬. বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরী কি? 

উত্তরঃ বিএনএস পদ্মা। 

৫৭. দেশের বৃহত্তম যুদ্ধজাহাজের নাম কি? 

উত্তরঃ বিএনএস বঙ্গবন্ধু। 

৫৮. বিএনএস বঙ্গবন্ধুর পূর্ব নাম কি?

উত্তরঃ খালিদ বিন ওয়ালিদ।

৫৯. বিএনএস বঙ্গবন্ধু কবে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযুক্ত হয়? 

উত্তরঃ ২০ জুন ২০০১ সালে। 

৬০. বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত? 

উত্তরঃ চট্টগ্রামের পতেঙ্গায়। 

৬১. বাংলাদেশ মেরিন একাডেমি কোথায় অবস্থিত? 

উত্তরঃ চট্টগ্রামের জলদিয়ায়। 

৬২. বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট কতটি? 

উত্তরঃ ৫ টি। যথা- বিএনএস ওসমান, বিএনএস ওমর ফারুক, বিএনএস আবু বকর, বিএনএস আলী হায়দার ও বিএনএস বঙ্গবন্ধু। 

৬৩. বাংলাদেশ নৌবাহিনীতে প্রথম নারী ক্যাডেট নিয়োগ দেওয়া হয় কবে? 

উত্তরঃ ১২ জানুয়ারি ২০০০ সালে। 

৬৪. "অপারেশন চ্যানেল রেহডার্স" এবং "অপারেশন বে-স্ট্রিপ" কী?

উত্তরঃ নৌবাহিনীর চোরাচালান বিরোধী অভিযান। 

৬৫. বর্তমান নৌবাহিনী প্রধান কততম নৌবাহিনী প্রধান?

উত্তরঃ ১৭ তম নৌবাহিনী প্রধান। 

৬৬. বাংলাদেশ নৌ-স্কাউটস কবে গঠিত হয়?

উত্তরঃ ২১ এপ্রিল ২৯৭৬ সালে। 

৬৭. বাংলাদেশ নৌবাহিনী কোন দুটি জাহাজ নিয়ে যাত্রা শুরু করে? 

উত্তরঃ বিএনএস পদ্মা ও পলাশ। 

৬৮. নৌবাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠ কে? 

উত্তরঃ মোহাম্মদ রুহুল আমিন। 

৬৯. বাংলাদেশ নৌবাহিনীর প্রথম ভাইস এডমিরাল কে? 

উত্তরঃ সারওয়ার জাহান নিজাম। 

৭০. বাংলাদেশ নৌবাহিনী শাখা কতটি ও কি কি? 

উত্তরঃ বাংলাদেশ নৌবাহিনী শাখা ৬টি। যথা- নির্বাহী, ইঞ্জিনিয়ারি সাপ্লাই, ইলেকট্রিক্যাল, শিক্ষা ও মেডিক্যাল শাখা। 

৭১. বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কতটি এবং কোথায়? 

উত্তরঃ ৩টি (ঢাকা-চট্টগ্রাম ও খুলনা)। 

৭২. বাংলাদেশ নৌবাহিনীর ইংলিশ মিডিয়াম স্কুল কতটি? 

উত্তরঃ ২টি (ঢাকা ও চট্টগ্রাম)। 

৭৩. বাংলাদেশ নৌ বাহিনীর কেজি স্কুল কতটি? 

উত্তরঃ ২টি (চট্টগ্রাম ও খুলনা)।

৭৪. বাংলাদেশ নৌবাহিনী স্লোগান কি? 

উত্তরঃ শান্তিতে সংগ্রামের সমুদ্রে দুর্জয়। 

৭৫. বাংলাদেশ নৌবাহিনীর প্রতীক কি? 

উত্তরঃ কাছিবেষ্টিত নোঙর ও এর উপর শাপলা। 

৭৬. বাংলাদেশের বৃহত্তম যুদ্ধজাহাজের নাম কি? 

উত্তরঃ বি ডব্লিউ ২০০০ এইচ (বিএনএস বঙ্গবন্ধু)।

৭৭. বিএনএস বঙ্গবন্ধু ফ্রিগেটটির দৈর্ঘ্য ও প্রস্থ কত? 

উত্তরঃ দৈর্ঘ্য ১০৩.৫ মিটার এবং প্রস্থ ১২.২ মিটার। 

৭৮. এটি বাংলাদেশ নৌবাহিনীর কততম ফ্রিগেট? 

উত্তরঃ পঞ্চম। 

৭৯. বাংলাদেশ নৌবাহিনীতে সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত বিএনএস বঙ্গবন্ধু ফ্রিগেট সংযোজিত হয় কবে? 

উত্তরঃ ১৬ জুন ২০০১ সালে। 

৮০. বিএনএস বঙ্গবন্ধু ফ্রিগেট কোন দেশ থেকে কিনে আনে বাংলাদেশ? 

উত্তরঃ দক্ষিণ কোরিয়া (ডায়উ কোম্পানি)।

৮১. বিএনএস বঙ্গবন্ধু এর মূল্য মান কত? 

উত্তরঃ ৯৯.৯৭ মিলিয়ন মার্কিন ডলার। 

৮২. বিএনএস বঙ্গবন্ধু এর ধারণ ক্ষমতা কত? 

উত্তরঃ ২৩২০ টন।

৮৩. নৌবাহিনীতে সংযুক্ত সবচেয়ে বড় যুদ্ধ জাহাজের নাম কি? 

উত্তরঃ সমুদ্র জয় (১৩ ডিসেম্বর ২০১৩ সালে যুক্তরাষ্ট্র থেকে এই যুদ্ধজাহাজ আনা হয়)।

৮৪. বাংলাদেশে প্রথমবারের মতো নৌবাহিনীতে এয়ার মিসাইল চালু হয় কবে? 

উত্তরঃ ৪ ডিসেম্বর ২০১১ সালে। 

৮৫. বাংলাদেশ নৌবাহিনী প্রথমবারের মতো জাতিসংঘ শান্তি মিশনে যোগ দেয় কত সালে? 

উত্তরঃ ১৯৯৩ সালে। 


সাধারণ জ্ঞান বাংলাদেশ বিমান বাহিনী 

৮৬. বাংলাদেশ বিমান বাহিনী কখন গঠিত হয়?

উত্তরঃ ২৮ সেপ্টেম্বর ১৯৭১ সালে। 

৮৭. বিমান বাহিনীর কার্যক্রম শুরু হয় কবে থেকে?

উত্তরঃ ২৮ সেপ্টেম্বর ১৯৭৩ সাল থেকে। 

৮৮. বাংলাদেশ বিমান বাহিনীর প্রতীক কিরূপ?

উত্তরঃ উড়ন্ত ঈগলের উপরে শাপলা এবং দুপাশে দুটি করে মোট চারটি তারকা। 

৮৯. প্যারাসুটের সাহায্যে ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে অবতরণ কে কি বলে?

উত্তরঃ বেল আউট। 

৯০. বাংলাদেশ এয়ারফোর্স ট্রেনিং একাডেমি কোথায় অবস্থিত? 

উত্তরঃ যশোরে (পূর্বে ছিল ঢাকায়)।

৯১. বাংলাদেশ এয়ারফোর্স একাডেমীর প্রতিষ্ঠা কবে?

উত্তরঃ ১৯৭৪ সালে। 

৯২. বাংলাদেশ বিমান বাহিনীর ত্রৈমাসিক সংবাদপত্রের নাম কি? 

উত্তরঃ ঈগল (EAGLE)। 

৯৩. ঈগল পত্রিকা কবে থেকে প্রকাশিত হয়? 

উত্তরঃ ১৯৮৮ সাল থেকে। 

৯৪. বিমান সেনা কি? 

উত্তরঃ বাংলাদেশ বিমান বাহিনীর ষাণ্মাসিক পত্রিকা।

৯৫. বাংলাদেশ এয়ারফোর্স জাদুঘরের প্রতিষ্ঠা কবে? 

উত্তরঃ ১৭ জুন ১৯৮৭ সালে। 

৯৬. বাংলাদেশ এয়ারফোর্স জাদুঘর কোথায় অবস্থিত? 

উত্তরঃ ঢাকা সেনানিবাস। 

৯৭. বাংলাদেশ বিমান বাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠ কে? 

উত্তরঃ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। 

৯৮. বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত? 

উত্তরঃ ঢাকা সেনানিবাস। 

৯৯. বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান কি? 

উত্তরঃ "বাংলার আকাশ রাখিবো মুক্ত"। 

১০০. প্রথম বাঙালি মুসলিম বিমান সেনা কে ছিলেন? 

উত্তরঃ স্কোয়াড্রন লিডার আফাজুর রহমান। 

১০১. বাংলাদেশ বিমান বাহিনীর প্রতীক কি? 

উত্তরঃ উড়ন্ত ঈগল ও এর উপরের শাপলা। 

১০২. বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম এয়ার মার্শাল কে? 

উত্তরঃ শাহ মুহাম্মদ জিয়াউর রহমান। 

১০৩. বিমান বাহিনীর বর্তমান প্রধান কে?

উত্তরঃ এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি এনএসডব্লিউসি, পিএসসি।

১০৪. বর্তমান বিমান বাহিনীর প্রধান কত তারিখ থেকে দায়িত্ব পালন করছেন? 

উত্তরঃ ১১ জুন ২০২৪ সাল হতে অদ্যবধি। 

১০৫. বাংলাদেশ এয়ারফোর্স ট্রেনিং একাডেমি কোথায় অবস্থিত? 

উত্তরঃ যশোর। 

১০৬. বাংলাদেশ আনসার একাডেমি কোথায় অবস্থিত? 

উত্তরঃ গাজীপুরের সফিপুরে। 

১০৭. বাংলাদেশ বিমান বাহিনী প্রথমবারের মতো শান্তি মিশনে যোগ দেয় কত সালে? 

উত্তরঃ ১৯৯৩ সালে। 


সবশেষেঃ 

প্রিয় পাঠক, সাধারণ জ্ঞান সশস্ত্র বাহিনী আলোচনার শেষে এসে বলতে চাই আজকের আর্টিকেলটি যাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে- বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি পরীক্ষা, বাংলাদেশ নৌবাহিনীতে ভর্তি পরীক্ষা, বাংলাদেশ বিমানবাহিনীতে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। এছাড়াও আরও কাজে আসবে, যেকোনো কুইজ প্রতিযোগিতা, নিবন্ধন পরীক্ষা, বিসিএস পরীক্ষা, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা সহ অন্যান্য আরও অনেক ক্ষেত্রে উপকারী ভুমিকা রাখবে ইনশাআল্লাহ। 


প্রিয় পাঠক, সময়ের সাথে সাথে এই আর্টিকেলটি আরও আপডেট করা হবে। কাজেই ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য এই ওয়েবসাইটটির সাথে এক্টিভ থাকতে পারেন। ধন্যবাদ।।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post