সাধারণ জ্ঞান: বাংলাদেশের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থানসমূহ

১. প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? 

উত্তরঃ মহাস্থানগড় (পুণ্ড্রবর্ধন)।

২. সোমপুর বিহার কোথায় অবস্থিত? 

উত্তরঃ নওগাঁ জেলার পাহাড়পুরে। 

৩. সোনারগাঁও কার আমলে বাংলাদেশের রাজধানী ছিল? 

উত্তরঃ মুঘল আমলে। 

৪. মাগুরা জেলার মহম্মদপুর কার আমলের রাজধানী ছিল?

উত্তরঃ রাজা সীতারাম রায়ের আমলে। 

৫. বাংলার রাজধানী সোনারগাঁও স্থাপন করেন কে? 

উত্তরঃ ইসা খা।

৬. কার নামানুসারে সোনারগাঁর নামকরণ করা হয়? 

উত্তরঃ ইশা খার স্ত্রী সোনা বিবির নামে। 

৭. সোনার গায়ের প্রাচীন নাম কি ছিল? 

উত্তরঃ সুবর্ণ গ্রাম। 

৮. শালবন বিহার কোথায় অবস্থিত? 

উত্তরঃ কুমিল্লার ময়নামতি ও লালমাই পাহাড় এর মধ্যবর্তী স্থানে। 

সাধারণ জ্ঞান: বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন
সাধারণ জ্ঞান: বাংলাদেশের ঐতিহাসিক ও
গুরুত্বপূর্ণ স্থানসমূহ

৯. শালবন বিহার কেন বিখ্যাত? 

উত্তরঃ বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া যায়। 

১০. কার নামানুসারে ময়নামতির নামকরণ করা হয়? 

উত্তরঃ রাজা মানিক চন্দ্রের স্ত্রী ময়নামতির নামে। 

১১. ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়? 

উত্তরঃ ১৬১০ সালে। 

১২. বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন কে? 

উত্তরঃ সুবেদার ইসলাম খান। 

১৩. ঢাকার নাম জাহাঙ্গীরনগর কে রাখেন? 

উত্তরঃ সুবেদার ইসলাম খান। 

১৪. প্রাক মুঘল আমলে ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ কোনটি? 

উত্তরঃ বিনীত বিবির মসজিদ। 

১৫. মুঘল আমলে ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ কোনটি? 

উত্তরঃ আওলাদ হোসেন লেনের মসজিদ। 

১৬. আওলাদ হোসেন লেনের জামে মসজিদের নির্মাতা কে? 

উত্তরঃ সুবেদার ইসলাম খান। 

১৭. বিখ্যাত ষাট গম্বুজ মসজিদটি নির্মাণ করেন কে? 

উত্তরঃ খান জাহান আলী। 

১৮. ষাট গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা কত? 

উত্তরঃ ৮১ টি। 

১৯. বজরা শাহী মসজিদটি কোথায় অবস্থিত? 

উত্তরঃ নোয়াখালীর বেগমগঞ্জে। 

২০. বজরা শাহী মসজিদটি কার সময় নির্মিত হয়েছিল? 

উত্তরঃ মুর্শিদকুলি খান। 

২১. আনন্দ বিহার কোথায় অবস্থিত? 

উত্তরঃ কুমিল্লার লালমাই পাহাড়ে। 

২২. সীতাকুট বিহার কোথায় অবস্থিত? 

উত্তরঃ দিনাজপুর। 

২৩. গৌড়ের ছোট সোনা ও বড় সোনা মসজিদ কোথায় অবস্থিত? 

উত্তরঃ নবাবগঞ্জ জেলায়। 

২৪. গৌড়ের ছোট সোনা মসজিদের নির্মাতা কে? 

উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহ। 

২৫. গৌড়ের বড় সোনা মসজিদের নির্মাতা কে? 

উত্তরঃ নুসরত শাহ। 

২৬. খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত? 

উত্তরঃ মহাস্থানগড়ে। 

২৭. বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত? 

উত্তরঃ বগুড়ার মহাস্থানগড়ে। 

২৮. বিখ্যাত সাধক সাহা সুলতান বলখীর মাজার কোথায় অবস্থিত? 

উত্তরঃ বগুড়ার মহাস্থানগড়ে। 

২৯. সত্যপীরের ভিটা কোথায় অবস্থিত? 

উত্তরঃ নওগাঁ জেলার সোমপুর বিহারে।

৩০. বৈরাগীর চাল কোথায় অবস্থিত? 

উত্তরঃ গাজীপুরের শ্রীপুরে। 

৩১. শিলা দেবীর ঘাট কোথায় অবস্থিত? 

উত্তরঃ বগুড়ার মহাস্থানগড়ে। 

৩২. বঙ্গভবন কি? 

উত্তরঃ বাংলাদেশের প্রেসিডেন্টের সরকারি বাসভবন। 

৩৩. প্রধানমন্ত্রী ভবন কি? 

উত্তরঃ বাংলাদেশ প্রধানমন্ত্রীর সন্ধ্যাকালীন কার্যালয়। 

৩৪. কৌটিল্য মুড়া কোথায় অবস্থিত? 

উত্তরঃ কুমিল্লায়। 

৩৫. গণভবন কি? 

উত্তরঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। 

৩৬. গণভবনের পূর্ব নাম কি ছিল? 

উত্তরঃ করোতোয়া (বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন)।

৩৭. কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত? 

উত্তরঃ নওগাঁ। 

৩৮. বিজয় সিংহের দিঘি কোথায় অবস্থিত? 

উত্তরঃ ফেনী জেলায়। 

৩৯. আনন্দ রাজার দিঘি কোথায় অবস্থিত? 

উত্তরঃ কুমিল্লার ময়নামতিতে। 

৪০. রামুমন্দির কোথায় অবস্থিত?  

উত্তরঃ কক্সবাজারের রামু থানায়। 

৪১. উত্তরা গণভবন কোথায় অবস্থিত? 

উত্তরঃ নাটোর জেলায়। 

৪২. উত্তরা গণভবন কেন বিখ্যাত? 

উত্তরঃ বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলীয় সদর দপ্তর।

৪৩. রানী পুকুর কোথায় অবস্থিত? 

উত্তরঃ দিনাজপুর। 

৪৪. মহামুনি বিহার কোথায় অবস্থিত? 

উত্তরঃ চট্টগ্রামের রাউজানে। 

৪৫. কান্তজীর মসজিদ কোথায় অবস্থিত? 

উত্তরঃ দিনাজপুরে। 

৪৬. আদিনা মসজিদ কোথায় অবস্থিত? 

উত্তরঃ ভারতের মালদহ জেলার পান্ডুয়া তে। 

৪৭. বাবা আদম শাহীর মাজার কোথায় অবস্থিত? 

উত্তরঃ বগুড়ায়। 

৪৮. মীর জুমলা আসাম যুদ্ধে ব্যবহৃত কামানটির নাম কি? 

উত্তরঃ বিবি মরিয়ম (ওসমানী উদ্যানের সামনে সংরক্ষিত রয়েছে)।

৪৯. "ঢাকা গেইট" এর নির্মাতা কে? 

উত্তরঃ মীর জুমলা। 

৫০. বাঘা মসজিদ কোথায় অবস্থিত? 

উত্তরঃ রাজশাহীতে। 

৫১. তারা মসজিদ কোথায় অবস্থিত? 

উত্তরঃ পুরাতন ঢাকা (আরমানিটোলা)।

৫২. বিখ্যাত তারা মসজিদের নির্মাতা কে? 

উত্তরঃ শায়েস্তা খান। 

৫৩. ধর্মসাগর দীঘি কোথায় অবস্থিত? 

উত্তরঃ কুমিল্লা। 

৫৪. বাংলাদেশের কোথায় কমনওয়েলথ সমাধি রয়েছে? 

উত্তরঃ চট্টগ্রাম ও কুমিল্লা। 

৫৫. প্রাচীন গৌড় নগরীর অংশ বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? 

উত্তরঃ নবাবগঞ্জ জেলায়। 

৫৬. বরেন্দ্রভূমি কোথায় অবস্থিত? 

উত্তরঃ উত্তরবঙ্গে। 

৫৭. ইবনে বতুতা কত সালে সোনারগাঁও ভ্রমণ করেন? 

উত্তরঃ ১৩৪৫ সালে। 

৫৮. ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? 

উত্তরঃ মরক্কোর। 

৫৯. ইবনে বতুতার কোন গ্রন্থে বাংলার অপরূপ বর্ণনা পাওয়া যায়? 

উত্তরঃ কিতাবুল রেহালা। 

৬০. হযরত শাহজালালের মাজার কোথায় অবস্থিত? 

উত্তরঃ সিলেটে। 

৬১. হযরত শাহজালাল কোন দেশের অধিবাসী ছিলেন? 

উত্তরঃ তুরস্কের। 

৬২. ৩৬০ আউলিয়ার শহর কোনটি? 

উত্তরঃ সিলেট। 

৬৩. বারো আউলিয়ার শহর কোনটি? 

উত্তরঃ চট্টগ্রাম। 

৬৪. ঢাকার চকের মসজিদের নির্মাতা কে? 

উত্তরঃ শায়েস্তা খান। 

৬৫. পাহাড়পুর খনন কার্যের ফলে প্রাপ্ত ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে কোন সভ্যতা নিদর্শন? 

উত্তরঃ বৌদ্ধবিহার। 

৬৬. বাংলাদেশের কোথায় মৌর্য শিলালিপি পাওয়া গেছে? 

উত্তরঃ বগুড়ার মহাস্থানগড়ে। 

৬৭. বায়োজিত বোস্তামির দরগা কোথায় অবস্থিত? 

উত্তরঃ চট্টগ্রামে। 

৬৮. জিন্দা পীরের মসজিদ/মাজার কোথায় অবস্থিত? 

উত্তরঃ বাগেরহাটে। 

৬৯. পানাম নগর কোথায় অবস্থিত? 

উত্তরঃ সোনার গায়ে। 

৭০. ইন্দ্রাকপুর দুর্গ কোথায় অবস্থিত? 

উত্তরঃ মুন্সীগঞ্জে। 

৭১. আফগান দুর্গ কোথায় অবস্থিত? 

উত্তরঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতরে। 

৭২. হাজীগঞ্জ দুর্গ কোথায় অবস্থিত? 

উত্তরঃ নারায়ণগঞ্জে। 

৭৩. সোনাকান্দি দুর্গ কোথায় অবস্থিত? 

উত্তরঃ নারায়ণগঞ্জে। 

৭৪. স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা কতবার রাজধানী ছিল? 

উত্তরঃ তিনবার। (১৬১০, ১৯০৫, ১৯৪৭)। 

৭৫. আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? 

উত্তরঃ নবাব আব্দুল গনি। 

৭৬. আহসান মঞ্জিল কবে নির্মাণ করা হয়? 

উত্তরঃ ১৮৭২ সালে। 

৭৭. আতিয়া জামে মসজিদ কোথায় অবস্থিত? 

উত্তরঃ টাঙ্গাইল। 

৭৮. সাগর দিঘী কোথায় অবস্থিত? 

উত্তরঃ টাঙ্গাইল। 

৭৯. ধনবাড়ী মসজিদ কোথায় অবস্থিত? 

উত্তরঃ টাঙ্গাইল। 

৮০. জয়নুল আবেদীন সংগ্রহশালা কোথায় অবস্থিত? 

উত্তরঃ ময়মনসিংহ। 

৮১. গারো পাহাড় কোথায় অবস্থিত? 

উত্তরঃ ময়মনসিংহ। 

৮২. পানিহাটা দীঘি কোথায় অবস্থিত? 

উত্তরঃ শেরপুর। 

৮৩. পারুলিয়া ঐতিহাসিক মসজিদ কোথায় অবস্থিত? 

উত্তরঃ নরসিংদী। 

৮৪. ঘোড়াশাল সার কারখানা কোথায় অবস্থিত? 

উত্তরঃ নরসিংদী। 

৮৫. ঘোড়া দীঘি কোথায় অবস্থিত? 

উত্তরঃ বাগেরহাট। 

৮৬. জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত? 

উত্তরঃ পাবনা। 

৮৭. ঢাকা তরুণ কোথায় অবস্থিত? 

উত্তরঃ বনানী। 

৮৮. শাহবাগ কাশ্মীরি মাজার ও মসজিদ কোথায় অবস্থিত? 

উত্তরঃ টাঙ্গাইল। 

৮৯. শোলাকিয়া ঈদগাহ মাঠ কোথায় অবস্থিত? 

উত্তরঃ কিশোরগঞ্জ। 

৯০. শাহ ইরানি মাজার কোথায় অবস্থিত? 

উত্তরঃ নরসিংদী। 

৯১. বঙ্গভবন কোথায় স্থাপিত?

উত্তরঃ দিলকুশা।

৯২. গণভবন কোথায় অবস্থিত? 

উত্তরঃ শেরেবাংলা নগর। 

৯৩. যমুনা ভবন কোথায় অবস্থিত? 

উত্তরঃ হেয়ার রোড। 

৯৪. আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? 

উত্তরঃ ঢাকা, সেগুনবাগিচা। 

৯৫. বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? 

উত্তরঃ ঢাকা, শাহবাগ। 

৯৬. বাংলাদেশের জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? 

উত্তরঃ ঢাকার সেগুনবাগিচায়। 

৯৭. বাংলাদেশের সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? 

উত্তরঃ ঢাকার তেজগাঁও। 

৯৮. বায়তুল মোকাররম মসজিদ কোথায় অবস্থিত? 

উত্তরঃ ঢাকার পুরানা পল্টন। 

৯৯. বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? 

উত্তরঃ মিরপুর। 

১০০. বারডেম হাসপাতাল কোথায় অবস্থিত? 

উত্তরঃ ঢাকার শাহবাগ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post