সাধারণ জ্ঞান কুইজ বাংলাদেশ ২০২৪ | Education General Knowledge Bangladesh

বাংলাদেশের সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা সকল প্রার্থীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ আলোচনা সাধারণ জ্ঞান বাংলাদেশের শিক্ষা সম্পর্কে। সাধারণ জ্ঞান শিক্ষা বিষয়ক সকল প্রকার বহুল আলোচিত তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের আর্টিকেল। আজকের আর্টিকেল অধ্যয়নে যেসকল তথ্যগুলো জানতে পারবেন তা হলো- সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা, বাংলাদেশ কুইজ প্রশ্ন ও উত্তর, সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর আরও জানতে পারবেন বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান। তাহলে চলুন শুরু করা যাক-


General knowledge Bangladesh Education
বাংলাদেশের শিক্ষা সম্পর্কে সাধারণ জ্ঞান কুইজ 

সাধারণ জ্ঞান বাংলাদেশের শিক্ষা

১. শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত আছে?

উত্তরঃ ১৭ নং ধারায়। 

২. বাংলাদেশে প্রথম নিরক্ষর মুক্ত জেলা কোনটি? 

উত্তরঃ মাগুরা। 

৩. বাংলাদেশে বর্তমান নিরক্ষর মুক্ত জেলা কয়টি ও কি কি? 

উত্তরঃ নিরক্ষর মুক্ত জেলা ৭ টি। যথা- মাগুরা, জয়পুরহাট, রাজশাহী, লালমনিরহাট, চুয়াডাঙ্গা, গাজীপুর, সিরাজগঞ্জ। 

৪. বাংলাদেশের সর্বশেষ ঘোষিত নিরক্ষর মুক্ত জেলা কোনটি? 

উত্তরঃ সিরাজগঞ্জ (৭ম, ১০ মে ২০০৩)।

৫. বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত গ্রাম কোনটি? 

উত্তরঃ কচুবাড়ির কৃষ্টপুর (ঠাকুরগাঁও জেলায়)। 

৬. বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কত সালে? 

উত্তরঃ ১৯৯০ সালের ৬ ফেব্রুয়ারি। 

৭. বাংলাদেশে প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে? 

উত্তরঃ ১৯৯২ সালে (৬৮ টি থানায়)। 

৮. সারাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে? 

উত্তরঃ ১ জানুয়ারি ১৯৯৩ সালে। 

৯. বাংলাদেশ 'খাদ্যের বিনিময়ে শিক্ষা' চালু হয় কত সালে? 

উত্তরঃ ১৯৯৩ সালে। 

১০. 'খাদ্যের বিনিময়ে শিক্ষা' পদ্ধতিতে কত কেজি গম দেওয়া হতো? 

উত্তরঃ ১৫ কেজি। 

১১. বাংলাদেশে অবৈতনিক নারী শিক্ষা চালু রয়েছে কোন শ্রেণি পর্যন্ত? 

উত্তরঃ দ্বাদশ শ্রেণী (এইচএসসি পর্যন্ত)।

১২. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 

উত্তরঃ ১৯২১ সালে। (১ জুলাই)।  

১৩. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কি? 

উত্তরঃ নাথান কমিশন। 

১৪. নাথান কমিশন গঠিত হয় কত সালে? 

উত্তরঃ ১৯১২ সালে ১৪ সদস্য বিশিষ্ট। 

১৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভি.সি. কে? 

উত্তরঃ স্যার পি. জে. হার্টস।

১৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ও উপমহাদেশের প্রথম ভি. সি. কে? 

উত্তরঃ স্যার এ. এফ. রহমান (প্রথম বাঙালি)। 

১৭. বাংলাদেশ শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরো কি নামে পরিচিত? 

উত্তরঃ ব্যানবেইস (BANBEIS)।

১৮. BANBEIS প্রতিষ্ঠিত হয় কত সালে? 

উত্তরঃ ১৯৭৭ সালে। 

১৯. বাংলাদেশের ক্যাডেট কলেজ কতটি? 

উত্তরঃ ১২ টি। 

২০. বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ কোনটি? 

উত্তরঃ ফৌজদারহাট ক্যাডেট কলেজ (১৯৫৮ সালে)।

২১. বাংলাদেশের প্রথম মহিলা ক্যাডেট কলেজ কোথায় অবস্থিত? 

উত্তরঃ ময়মনসিংহে। 

২২. সর্বশেষ স্থাপিত ক্যাডেট কলেজ কোনটি? 

উত্তরঃ জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ও ফেনী গার্লস ক্যাডেট কলেজ। 

২৩. বাংলাদেশে মহিলাদের জন্য কতটি ক্যাডেট কলেজ রয়েছে? 

উত্তরঃ ৩ টি। যথা- ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ ও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। 

২৪. দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? 

উত্তরঃ ৩৫ টি। 

২৫. বাংলাদেশের সর্বশেষ বা ৩৫ তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে কোন বিশ্ববিদ্যালয়? 

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, জলাদিয়া, চট্টগ্রাম। 

২৬. দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি? 

উত্তরঃ ৭৩ টি। 

২৭. বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ কতটি? 

উত্তরঃ ২৪ টি এবং ১টি আমফোর্স মেডিকেল কলেজ। 

২৮. বাংলাদেশ আর্মফোর্স মেডিকেল কলেজ কতটি? 

উত্তরঃ ১টি। 

২৯. বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ (ডিগ্রী) কতটি? 

উত্তরঃ ১টি। 

৩০. বাংলাদেশে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ (ডিগ্রী) কতটি? 

উত্তরঃ ১ টি।

৩১. বাংলাদেশের সর্বশেষ সরকারি মেডিকেল কলেজ কোনটি? 

উত্তরঃ রাঙ্গামাটি মেডিকেল কলেজ, রাঙ্গামাটি। 

৩২. বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি? 

উত্তরঃ ১ টি। 

৩৩. বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়টি কি নামে পরিচিত? 

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। (BSMMU)

৩৪. বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভি.সি. কে ছিলেন? 

উত্তরঃ ডক্টর এম এ কাদেরী। 

৩৫. বাংলাদেশে বেসরকারি মেডিকেল কলেজ কতটি? 

উত্তরঃ ৫৩ টি। 

৩৬. বাংলাদেশ মহিলা মেডিকেল কলেজ রয়েছে কতটি? 

উত্তরঃ ৬টি। 

৩৭. পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভি.সি. কে?

উত্তরঃ ফারজানা ইসলাম (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।

৩৮. ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি কোথায় অবস্থিত? 

উত্তরঃ গাজীপুরে। 

৩৯. বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি?

উত্তরঃ ৪ টি। যথা- গাজীপুর, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা। 

৪০. ইসলামী বিশ্ববিদ্যালয় গাজীপুর থেকে কুষ্টিয়া স্থানান্তর করা হয় কত সালে? 

উত্তরঃ ১৯৯০ সালের জানুয়ারি মাসে। 

৪১. বাংলাদেশ এয়ারফোর্স ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত? 

উত্তরঃ যশোরে। 

৪২. বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? 

উত্তরঃ চট্টগ্রামের ভাটিয়ারীতে। 

৪৩. বাংলাদেশ মেরিন একাডেমি কোথায় অবস্থিত? 

উত্তরঃ চট্টগ্রামের জলদিয়া। 

৪৪. বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত? 

উত্তরঃ চট্টগ্রামের পতেঙ্গায়।

৪৫. পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? 

উত্তরঃ রাজশাহী জেলার সারদায়। 

৪৬. বাংলাদেশের আনসার একাডেমি কোথায় অবস্থিত? 

উত্তরঃ গাজীপুরের সফিপুরে। 

৪৭. বাংলাদেশ পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? 

উত্তরঃ রাজশাহীতে। 

৪৮. বাংলাদেশ সশস্ত্র বাহিনী স্টাফ কলেজ এবং পুলিশ স্টাফ কলেজ কোথায় অবস্থিত? 

উত্তরঃ ঢাকার মিরপুরে। 

৪৯. বাংলাদেশ মেরিন একাডেমি কত সালে স্থাপিত হয়? 

উত্তরঃ ১৯৬২ সালে। 

৫০. কত সাল থেকে মাধ্যমিক ফলাফল প্রকাশের ক্ষেত্রে গ্রেডিং পদ্ধতি প্রবর্তিত হয়? 

উত্তরঃ ২০০১ সাল থেকে। 

৫১. উচ্চ মাধ্যমিক ফলাফল প্রকাশের ক্ষেত্রে গ্রেডিং পদ্ধতি চালু হয় কত সালে? 

উত্তরঃ ২০০৩ সালে। 

৫২. শিক্ষা মন্ত্রণালয় কতটি ধাপে গ্রেডিং পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে? 

উত্তরঃ ৭ টি ধাপে।

৫৩. বাংলাদেশ একমাত্র মিউজিক কলেজ টি কোথায় অবস্থিত? 

উত্তরঃ ঢাকায়। 

৫৪. বাংলাদেশের চারু ও কারুকলা মহাবিদ্যালয়  কতটি? 

উত্তরঃ তিনটি। যথা- (ঢাকা,চট্টগ্রাম ও রাজশাহী)। 

৫৫. বাংলাদেশের টেক্সটাইল টেকনোলজি কতটি? 

উত্তরঃ ১টি (ঢাকা)।

৫৬. বাংলাদেশের সরকারি ডেন্টাল কলেজ কতটি? 

উত্তরঃ ৩ টি। যথা- (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী)।

৫৭. বাংলাদেশে কতটি সরকারি মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট চালু রয়েছে? 

উত্তরঃ ৯ টি। 

৫৮. বাংলাদেশে মোট ডেন্টাল কলেজ কতটি?

উত্তরঃ ১৫ টি। সরকারি ৩ টি ও বেসরকারী ১২ টি।

৫৯. একমাত্র গ্রাস্থ্য অর্থনীতি মহাবিদ্যালয়টি কোথায় অবস্থিত? 

উত্তরঃ ঢাকায়।  

৬০. বর্তমানে বাংলাদেশে আইন মহাবিদ্যালয় কতটি? 

উত্তরঃ ৭১ টি। 

৬১. বাংলাদেশে বর্তমান পি.টি.আই কতটি? 

উত্তরঃ ৫৪টি। 

৬২. বাংলাদেশে কতটি হোমিওপ্যাথিক মহাবিদ্যালয় রয়েছে? 

উত্তরঃ ৪৩ টি। 

৬৩. বর্তমানে বাংলাদেশে পলিটেকনিক ইনস্টিটিউট কতটি? 

উত্তরঃ ১৮২টি। (সরকারি ও বেসরকারিসহ)। 

৬৪. বাংলাদেশের প্রথম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কোনটি? 

উত্তরঃ ঢাকার শেরে বাংলা নগরে (১৯৮৬ সালে প্রতিষ্ঠিত)। 

৬৫. গ্যাস এন্ড সিরামিক ইনস্টিটিউট কতটি? 

উত্তরঃ ১ টি। (ঢাকায়)। 

৬৬. বাংলাদেশের শারীরিক শিক্ষা মহাবিদ্যালয় কতটি? 

উত্তরঃ ৩২ টি। 

৬৭. কলেজ অব লেদার টেকনোলজি কতটি? 

উত্তরঃ ১টি (ঢাকায়)।

৬৮. বাংলাদেশে স্নাতকোত্তর চিকিৎসা ইনস্টিটিউট কতটি? 

উত্তরঃ ৪ টি। 

৬৯. বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয়? 

উত্তরঃ ১৯৮০ সালে। 

৭০. প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৯২ সালে। 

৭১. বাংলাদেশের প্রাথমিক শিক্ষা কোন মন্ত্রণালয়ের অধীনে? 

উত্তরঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

৭২. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কবে গঠিত হয়?

উত্তরঃ ২ জানুয়ারি ২০০৩ সালে। 

৭৩. প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধানের পদবী কি? 

উত্তরঃ মহাপরিচালক। 

৭৪. বাংলাদেশের প্রাথমিক শিক্ষার জন্য শিশুদের নির্ধারিত বয়স কত? 

উত্তরঃ ৬-১১ বছর। 

৭৫. জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির সংক্ষেপে কি নামে পরিচিত? 

উত্তরঃ NAPE.

৭৬. NAPE কত সালে প্রতিষ্ঠিত হয়? 

উত্তরঃ ১৯৭৮ সালে ময়মনসিংহে। 

৭৭. প্রাথমিক ও গণশিক্ষার ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ 'UNESCO সাক্ষরতা পুরস্কার' করে কত সালে?

উত্তরঃ ১৯৯৮ সালে। 

৭৮. বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? 

উত্তরঃ ১৯৭৩ সালে। 

৭৯. বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান?

উত্তরঃ স্ব-শাসিত প্রতিষ্ঠান। 

৮০. রাজশাহী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 

উত্তরঃ ১৯৫৩ সালে। 

৮১. কবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? 

উত্তরঃ ১৯৬১ সালে। 

৮২. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কবে প্রতিষ্ঠিত হয়? 

উত্তরঃ ১৯৬২ সালে। 

৮৩. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৬৬ সালে। 

৮৪. উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৯২ সালে। 

৮৫. কবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৯২ সালে। 

৮৬. বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় কোনটি? 

উত্তরঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 

৮৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি দান করেন কে? 

উত্তরঃ নবাব সলিমুল্লাহ। 

৮৮. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে বঙ্গবন্ধুর চেয়ার স্থাপন করা হয়? 

উত্তরঃ ইতিহাস বিভাগে, ১৫ মার্চ ১৯৯ সালে। 

৮৯. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে আব্দুর রাজ্জাক চেয়ার স্থাপন করা হয়? 

উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। 

৯০. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে বোস চেয়ার স্থাপন করা হয়? 

উত্তরঃ বাংলা বিভাগে। 

৯১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে বেগম রোকেয়া চেয়ার স্থাপন করা হয়? 

উত্তরঃ উইমেন্স স্টাডিজ বিভাগে। 

৯২. বাংলাদেশে প্রথম জাতীয় শিক্ষা কমিশন কোনটি? 

উত্তরঃ কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন। (১৯৭২ সাল)

৯৩. শামসুল হক শিক্ষা নীতি কবে মন্ত্রিসভায় অনুমোদিত হয়? 

উত্তরঃ ০২ অক্টোবর ২০০০ সালে।

৯৪. শামসুল হক শিক্ষানীতি শিক্ষাব্যবস্থা কে কয়টি স্তরে ভাগ করেছে? 

উত্তরঃ ৩ টি স্তরে। প্রাথমিক শিক্ষা: ১ম-৮ম শ্রেণী, মাধ্যমিক শিক্ষা: নবম-দ্বাদশ শ্রেণী, উচ্চ শিক্ষা: স্নাতক ও স্নাতকউত্তর। 

৯৫. সম্প্রতি কোথায় এশিয়ান ইউনিভার্সিটি অফ উইমেন্স এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়? 

উত্তরঃ চট্টগ্রামের পাহাড়তলীতে। (১৩ জানুয়ারি ২০০৪ সালে)

৯৬. নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক স্তরের শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত কত হবে? 

উত্তরঃ ১ঃ ৪০।

৯৭. নতুন শিক্ষানীতি অনুযায়ী মাধ্যমিক স্তরের শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত কত হবে? 

উত্তরঃ ১ঃঃ৩০।

৯৮. সকল শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা হয় কত সালে? 

উত্তরঃ ২০১১ সালে। 

৯৯. ষষ্ঠ থেকে দশম শ্রেণী ছাত্রদের জন্য কৃষি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে কত সাল থেকে? 

উত্তরঃ ১৯৯৪ সাল থেকে। 

১০০. সন্দীপন কি? 

উত্তরঃ সন্দীপন হল রাজশাহী জেলার দুই বছর মেয়াদী সাক্ষরতা আন্দোলন। 

১০১. ইংরেজি সাহিত্য পিএইচডি অর্জনকারী প্রথম বাঙালি মুসলমান কে? 

উত্তরঃ ডক্টর সাজ্জাদ হোসেন। 

১০২. বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কতটি? 

উত্তরঃ ৮ টি। 

১০৩. বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কতটি? 

উত্তরঃ ১ টি।

১০৪. বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড কতটি? 

উত্তরঃ ১ টি।

১০৫. বঙ্গবন্ধু কৃষি বিদ্যালয় এর পুরাতন নাম কি ছিল? 

উত্তরঃ ইপসা। 

১০৬. ইফসা কবে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়? 

উত্তরঃ ১৯৯৮ সালে 

১০৭. শিক্ষাকে বাংলাদেশের সংবিধানে কি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? 

উত্তরঃ মৌলিক অধিকার। 

১০৮. সবার জন্য শিক্ষা সংক্রান্ত দিল্লি ঘোষণায় প্রধানমন্ত্রী খালেদা জিয়া কবে স্বাক্ষর করেন? 

উত্তরঃ ৮ জানুয়ারি ১৯৯৫ সালে। 

১০৯. বাংলাদেশের সর্বপ্রথম কবে জাতীয় অধ্যাপক নিয়োগ করা হয়? 

উত্তরঃ ১৯৭৫ সালের ১৭ মার্চ। 

১১০. জাতীয় অধ্যাপক হিসেবে সর্বপ্রথম কতজনকে নিয়োগ দেওয়া হয়? 

উত্তরঃ ৩ জন কে। ক) শিল্পাচার্য জয়নাল আবেদীন, খ) প্রফেসর আব্দুর রাজ্জাক,  গ) ডক্টর কাজী মোতাহের হোসেন। 

১১২. শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে অবদানের জন্য সর্বোচ্চ সরকারি স্বীকৃতি কোনটি? 

উত্তরঃ জাতীয় অধ্যাপক। 

১১৩. জাতীয় অধ্যাপক নিয়োগ করা হয় কত বছরের জন্য? 

উত্তরঃ ৫ বছর। 

১১৪. এই পর্যন্ত কতজন জাতীয় অধ্যাপক পদে নিযুক্ত হন? 

উত্তরঃ ২২ জন। 

১১৫. জাতীয় অধ্যাপক নির্ধারণ কমিটির সদস্য কারা? 

উত্তরঃ ক) শিক্ষা মন্ত্রী,  খ) স্থানীয় সরকার মন্ত্রী,  গ) পররাষ্ট্রমন্ত্রী,  ঘ) দুইজন সাবেক জাতীয় অধ্যাপক। 

১১৬. জাতীয় অধ্যাপক নির্ধারণ কমিটির সভাপতি কে? 

উত্তরঃ শিক্ষামন্ত্রী। 

১১৭. এ পর্যন্ত কতজন মহিলা, জাতীয় অধ্যাপক পদে নিযুক্ত পেয়েছেন? 

উত্তরঃ দুইজন। অধ্যাপিকা সুফিয়া আহমেদ ও অধ্যাপিকা সাহেলা খাতুন। 

১১৮. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স কোর্সকে চার বছর মেয়াদী করা হয় কবে? 

উত্তরঃ ২০০২ সালে। 

১১৯. চট্টগ্রামে অবস্থিত এশিয়ান মহিলা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে? 

উত্তরঃ ৫ এপ্রিল ২০০৮ সালে। 

১২০. সম্প্রতি বাংলাদেশে প্রথমবারের মতো কোন বিশ্ববিদ্যালয়ে কৃষির উপর MBA কোর্স চালু হচ্ছে? 

উত্তরঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। 

১২১. বাংলাদেশে একমাত্র নগর গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? 

উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 

১২২. 'সমুদ্রবিদ্যা ইনস্টিটিউট' কোন বিশ্ববিদ্যালয় অবস্থিত?

উত্তরঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

১২৩. বনবিদ্যা ইনস্টিটিউট রয়েছে কোন কোন বিশ্ববিদ্যালয়ে?

উত্তরঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ে।

১২৪. ব্র্যাক ইউনিভার্সিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে? 

উত্তরঃ ১৬ জুন ২০০১ সালে। 

১২৫. ব্র্যাক ইউনিভার্সিটির প্রথম উপাচার্য কে? 

উত্তরঃ প্রফেসর জামিলুর রাজা চৌধুরী। 

১২৬. বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? 

উত্তরঃ নর্থ সাউথ ইউনিভার্সিটি (১৯৯২)। 

১২৭. বাংলাদেশের কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও প্রি এইচডি ডিগ্রি প্রদান করা হয়? 

উত্তরঃ ইন্টারন্যাশনাল ইসলামী বিশ্ববিদ্যালয় অফ চট্টগ্রাম। 

১২৮. আইটি খাতে বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? 

উত্তরঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। 

১২৯. স্নাতক বা সমমান পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি চালু করা হয় কবে? 

উত্তরঃ ৩০ জুন ২০১৩ সালে। 

১৩০. বাংলাদেশের একমাত্র রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয় কোনটি? 

উত্তরঃ খুলনা বিশ্ববিদ্যালয়। 

১৩১. জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ভি.সি. কে ছিলেন? 

উত্তরঃ ডাক্তার এম এ বাড়ি। 

১৩২. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম ভি.সি. কে ছিলেন? 

উত্তরঃ ডঃ শমসের আলী। 

১৩৩. জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইংরেজিকে আবশ্যিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয় কোন শিক্ষা বর্ষে? 

উত্তরঃ ১৯৯৪ থেকে ১৯৯৫ শিক্ষাবর্ষে। 

১৩৪. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ভি.সি. কে ছিলেন? 

উত্তরঃ ডক্টর আজিজুর রহমান মল্লিক। 

১৩৫. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বিসি কে ছিলেন? 

উত্তরঃ ডক্টর আই এইচ জুবেরী।


পরিশেষেঃ প্রিয় পাঠক, আজকের আলোচনা এখানেই শেষ নয়, যদিও আজকের আলোচনার বিষয়টিকে সাজিয়েছি আরও অসংখ্য সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দিয়ে কিন্তু সময়ের ব্যবধানে আজ বিভিন্ন প্রতিযোগিতায় আসা সামান্য কিছু সাধারণ জ্ঞান কুইজ প্রশ্ন উপস্থাপন করা হয়েছে। পরবর্তীতে এই টিউটোরিয়ালটিকে আরও আপডেট করা হবে। তাই সেই পর্যন্ত আমাদের ওয়েবসাইটের সাথে থাকতে পারেন। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post