সাধারণ জ্ঞান: বাংলাদেশ পুলিশ

বাংলাদেশের একমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা হচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী। বাংলাদেশ পুলিশ বাহিনী দেশের অভ্যন্তরীণ সকল প্রকার আইনশৃংখলা পরিস্থতি সমাধানে মুখ্য ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশ পুলিশ সংস্থাটি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত হয়। লর্ড ক্যানিং এর নেতৃত্বে ১৮৬১ সাল হতে পাক-ভারত উপমহাদেশে বাংলাদেশ পুলিশ সার্ভিস চালু হয় এবং এখন পর্যন্ত সেই রেগুলেশন এর উপর ভিত্তি করেই বাংলাদেশ পুলিশ প্রশাসন পরিচালিত হচ্ছে। 

প্রিয় পাঠক, আজ আমরা আলোচনা করবো সাধারণ জ্ঞান বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে এবং আরো আলোচনা করবো বাংলাদেশের বিভিন্ন সিটির মেট্রোপলিটন পুলিশ সম্পর্কে সাধারণ জ্ঞান। আশাকরি আজকের আলোচনার শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক-

বাংলাদেশ পুলিশ সম্পর্কে সাধারণ জ্ঞান কুইজ প্রশ্ন উত্তর
বাংলাদেশ পুলিশ বাহিনীতে
ভর্তি সংক্রান্ত বিষয়ে সাধারণ জ্ঞান। 

১. বাংলাদেশ পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ ঢাকার গুলিস্তানে। 

২. POLICE  শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে? 

উত্তরঃ পর্তুগিজ। 

৩. POLICE শব্দটির পূর্ণরূপ কি? 

 উত্তরঃ P=Polite, O=Obedient, L=Loyal, I=Intelligent, C=Courageous,  E=Efficient. 

৪. বাংলাদেশ পুলিশের মূলনীতি কি? 

উত্তরঃ শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি। 

৫. বাংলাদেশ পুলিশের মনোগ্রাম কি?

উত্তরঃ একপাশে ধানের শীষ একপাশে গমের শীষবেষ্টিত শাপলা ও নিচে নৌকা। 

৬. বাংলাদেশে প্রথম নারী আর্মাড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে? 

উত্তরঃ ২১ জুন ২০১১ সালে। 

৭. হাইওয়ে পুলিশ ইউনিট উদ্বোধন করা হয় কবে? 

উত্তরঃ ১১ জুন ২০০৫ সালে। 

৮. টুরিস্ট পুলিশের যাত্রা শুরু হয় কবে? 

উত্তরঃ ১৬ আগস্ট ২০০৯ সালে। 

৯. শিল্পাঞ্চল পুলিশের যাত্রা বা কার্যক্রম কবে? 

উত্তরঃ ৩১ অক্টোবর ২০১০ সালে। 

১০. বাংলাদেশে পৌর পুলিশ গঠন করা হয় কবে? 

উত্তরঃ ১৬ অক্টোবর, ২০১১ সালে। 

১১. কবে থেকে বাংলাদেশে ভিকটিম সাপোর্ট সেন্টার চালু করা হয়? 

উত্তরঃ ১৭ ফেব্রুয়ারি, ২০০৯ সাল থেকে। 

১২. বাংলাদেশ পুলিশ বাহিনীতে কতটি ভিকটিম সাপোর্ট সেন্টার রয়েছে? 

উত্তরঃ ৩টি। (যথা- প্রথমটি ঢাকার তেজগাঁও থানায়, দ্বিতীয়টি রাঙ্গামাটির কোতোয়ালি থানায়, তৃতীয়টি সিলেটের কোতোয়ালি থানায়)। 

১৩. ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যক্রম আরো গতিশীল করতে কয়টি নতুন বিশেষ টিম গঠন করা হয়? 

উত্তরঃ ৫টি। 

১৪. সোয়াট (SWAT) কি? 

উত্তরঃ Special Weapons and Tractis মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ দল। 

১৫. সঙ্ঘবদ্ধ অপরাধী চক্র নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের নতুন গোয়েন্দা শাখার নাম কি? 

উত্তরঃ Criminal Intelligence Unit (CIU).

১৬. বাংলাদেশ স্পেশাল উইমেন পুলিশ কনটিনজেন্ট চালু হয় কবে? 

উত্তরঃ ২১ নভেম্বর ২০০৮ সালে। 

১৭. বাংলাদেশ পুলিশ প্রশাসন পরিচালিত হয় কোন রেগুলেশন দ্বারা?

উত্তরঃ ১৮৬১ সালে প্রণীত রেগুলেশন। 

১৮. পাক-ভারত উপমহাদেশে কবে পুলিশ সার্ভিস চালু হয়? 

উত্তরঃ ১৮৬১ সালে। 

১৯. কার শাসন আমলে বাংলাদেশে পুলিশ সার্ভিস চালু করা হয়? 

উত্তরঃ লর্ড ক্যানিংয়ের।

২০. উপমহাদেশে কবে প্রথম রেজুলেশন প্রণীত হয়? 

উত্তরঃ ১৮৬১ সালে। 

আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান বাংলাদেশ ও বিশ্ব 

২১. বাংলাদেশ পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে? 

উত্তরঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

২২. পুলিশ বিভাগের সর্বোচ্চ কর্মকর্তার পদবী কি? 

উত্তরঃ আইজিপি (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ)।

২৩. পুলিশের বর্তমান আইজিপি কে? 

উত্তরঃ বাহারুল আলম।

২৪. বাংলাদেশ পুলিশে প্রথম আইজিপি কে ছিলেন? 

উত্তরঃ এম এ খালেক। 

২৫. বাংলাদেশ পুলিশ কবে ইন্টারপোল এর সদস্য হয়? 

উত্তরঃ ১৯৭৬ সালে। 

২৬. বাংলাদেশ পুলিশের প্রশাসনিক অঞ্চলগুলো কি কি? 

উত্তরঃ রেঞ্জ, জেলা সার্কেল ও থানা। 

২৭. পুলিশ রেঞ্জ কি? 

উত্তরঃ কয়েকটি জেলার সমন্বয়ে একটি পুলিশ রেঞ্জ গঠিত হয়। 

২৮. রেল পুলিশকে সাধারণভাবে কি বলা হয়? 

উত্তরঃ জিআরপি। 

২৯. জিআরপি প্রধান কোন পদমর্যাদার হন? 

উত্তরঃ ডিআইজি। 

৩০. বাংলাদেশ কয়টি জিআরপি জেলায় বিভক্ত ও কি কি? 

উত্তরঃ দুইটি। যথা- চট্টগ্রাম ও সৈয়দপুর। 

৩১. চট্টগ্রাম জেলার অধীন রেল থানাগুলো কি কি? 

উত্তরঃ চট্টগ্রাম, লাকসাম, চাঁদপুর, আখাউড়া, শ্রীমঙ্গল, কুলাউড়া, ভৈরব, ঢাকা, ময়মনসিংহ ও জামালপুর। 

৩২. সৈয়দপুরের অধীন রেল থানাগুলো কি কি? 

উত্তরঃ সৈয়দপুর, দিনাজপুর, পার্বতীপুর, লালমনিরহাট, বোনারপাড়া, শান্তাহার, ঈশ্বরদী, সিরাজগঞ্জ, পোড়াদহ, রাজবাড়ী ও খুলনা। 

৩৩. বাংলাদেশে বর্তমানে কয়টি পুলিশ রেঞ্জ আছে? 

উত্তরঃ সাতটি। (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রেলওয়ে)। 

৩৪. পুলিশ রেঞ্জের প্রধান কর্মকর্তাকে কি বলে? 

উত্তরঃ ডিআইজি। (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ)। 

৩৫. পুলিশ জেলা কী? 

উত্তরঃ কয়েকটি পুলিশ সার্কেলের সমন্বয়ে একটি পুলিশ জেলা গঠিত হয়। 

৩৬. জেলার পুলিশ প্রধানের পদবী কি? 

উত্তরঃ এসপি (সুপারিনটেনডেন্ট অফ পুলিশ)।

৩৭. থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কে? 

উত্তরঃ অফিসার ইনচার্জ বা ওসি। 

৩৮. পুলিশ ফাঁড়ির পুলিশের ড্রেস (পোশাক) কি?

উত্তরঃ খাকি প্যান্ট ও নীল জামা। 

৩৯. বর্তমানে কোন কোন পর্যায়ে মহিলা পুলিশ আছে? 

উত্তরঃ কনস্টেবল থেকে পুলিশ সুপার পর্যন্ত। 

৪০. বাংলাদেশে মহিলা পুলিশ নিয়োগ কবে থেকে চালু হয়? 

উত্তরঃ ১৯৭৪ সাল থেকে। 

আরও পড়ুনঃ বাংলাদেশ সশস্ত্র বাহিনী 

৪১. বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? 

উত্তরঃ রাজশাহী জেলার চারঘাট থানার সারদায়। 

৪২. বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজ কবে কোথায় অবস্থিত? 

উত্তরঃ ২০০০ সালে, ঢাকার মিরপুরে। 

৪৩. উপমহাদেশে কার শাসনামলে সারদা পুলিশ একাডেমি চালু হয়? 

উত্তরঃ লর্ড হার্ডিঞ্জ। 

৪৪. পুলিশ বাহিনীর কি কি পুরস্কার রয়েছে? 

উত্তরঃ বীরত্ব পুরস্কার ও জিএস মার্ক (GS Mark)।

৪৫. বীরত্ব পুরস্কার কয়টি ও কি কি? 

উত্তরঃ তিনটি। যথা- বাংলাদেশ পুলিশ মেডেল, প্রেসিডেন্ট পুলিশ মেডেল ও আইজি বেস্ট মেডেল।

৪৬. সারদা পুলিশ একাডেমি কোন নদীর তীরে অবস্থিত? 

উত্তরঃ পদ্মা নদীর তীরে। 

৪৭. সারদা পুলিশ একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়? 

উত্তরঃ ১৯১২ সালে। 

৪৮. সারদা পুলিশ একাডেমির প্রথম অধ্যক্ষ কে ছিলেন? 

উত্তরঃ মেজর চেসলি। 

৪৯. আর্মড পুলিশ ব্যাটালিয়ান অ্যাক্ট পাস হয় কবে? 

উত্তরঃ ১৯৭৯ সালে। 

৫০. সারদা পুলিশ একাডেমির প্রথম দেশীয় অধ্যক্ষ কে ছিলেন? 

উত্তরঃ খান বাহাদুর এস এ খান।  

৫১. পুলিশ কনস্টেবলদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশে কয়টি আঞ্চলিক পুলিশ প্রশিক্ষণ স্কুল রয়েছে? 

উত্তরঃ চারটি। যথা- খুলনা, রংপুর, নোয়াখালী ও টাঙ্গাইল। 

৫২. বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত সাপ্তাহিক পত্রিকার নাম কি? 

উত্তরঃ ডিটেকটিভ। 

৫৩. "ডিটেকটিভ প্রত্রিকা" প্রথম কবে প্রকাশিত হয়? 

উত্তরঃ ১৯৬০ সালে। 

৫৪. খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ কবে জারি হয়? 

উত্তরঃ ১৯৮৫ সালে। 

৫৫. রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ কবে জারি হয়? 

উত্তরঃ ১৯৯২ সালের, ১ জুলাই। 

৫৬. র‍্যাপিড একশন ব্যাটালিয়ন কি? 

উত্তরঃ সন্ত্রাস ও অপরাধ দমনে নিযুক্ত পুলিশের বিশেষ বাহিনী। 

৫৬. ঢাকা মহানগরীতে কবে মেট্রোপলিটন পুলিশ চালু হয়? 

উত্তরঃ ১৯৮৫ সালে। 

৫৭. মেট্রোপলিটন পুলিশের প্রধানকে কি বলা হয়? 

উত্তরঃ পুলিশ কমিশনার। 

৫৮. চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ কবে জারি করা হয়? 

উত্তরঃ ১৯৭৮ সালে। 

৫৯. সব মেট্রোপলিটন পুলিশের একই ড্রেস কবে থেকে চালু হয়? 

উত্তরঃ ১৯৯৩ সালের, ১৫ এপ্রিল। 

৬০. বাংলাদেশ পুলিশ একাডেমির ইতিহাসে প্রথম নারী প্যারেড কমান্ডারের নাম কি? 

উত্তরঃ এলিজা শারমিন। 

আরও পড়ুনঃ বাংলাদেশের ৫০ জন বিশিষ্ট ব্যক্তিদের পরিচয় 

৬১. রাজারবাগ পুলিশ লাইনের স্মৃতিসৌধটি কি উদ্দেশ্যে নির্মিত হয়? 

উত্তরঃ ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতে পাক বাহিনীর আক্রমণে নিহত পুলিশদের স্মৃতি রক্ষার্থে। 

৬২. কোন পুলিশ কর্মকর্তা পাক আমলে প্রাদেশিক গভর্নর নিযুক্ত হয়েছিলেন? 

উত্তরঃ জাকির হোসেন। 

৬৩. পুলিশের ঘুষ ও দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য যে সেল গঠন করা হয়েছে তার নাম কি? 

উত্তরঃ কাউন্টার ইন্টেলিজেন্স। 

৬৪. আন্তর্জাতিক পুলিশ সংস্থা কোনটি? 

উত্তরঃ INTERPOL.

৬৫. পুলিশের মহাপরিদর্শক বা আইজিপির র‍্যাংককে থ্রি স্টার জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল এর সমান পদমর্যাদা দেয়া হয় কবে? 

উত্তরঃ ৯ জানুয়ারি ২০১২ সালে (২৮ বছর পর)।

৬৬. পুলিশের মহাপরিদর্শক বা আইজিপির পদ মর্যাদা কি? 

উত্তরঃ সিনিয়র সচিব পদমর্যাদা। 

৬৭. পুলিশের মহাপরিদর্শক বা আইজিপির পদমর্যাদা অবমাননার কত বছর পর র‍্যাংক ব্যাজ ফিরিয়ে দেয়া হয়?

উত্তরঃ ২৮ বছর (১৯৮৩ সালে তৎকালীন আইজিপি এম এম আর খান এর র‍্যাঙ্ক প্রথম অবনতি করা হয়)।

৬৮. একটি দেশের রাষ্ট্রীয় প্রতীক যখন কোন বাজে যুক্ত হয় তাকে কি বলা হয়? 

উত্তরঃ থ্রি স্টার জেনারেল। 

৬৯. সন্ত্রাস দমন করার জন্য র‍্যাবের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নবগঠিত বিশেষ দলটির নাম কি? 

উত্তরঃ চিতা বা এলিট ফোর্স (২৩ সেপ্টেম্বর ২০০৪ সালে কার্যক্রম শুরু করে)।


মেট্রোপলিটন পুলিশ 

৭০. মেট্রোপলিটন নগরীর জন্য গঠিত বিশেষ পুলিশ বাহিনীর নাম কি? 

উত্তরঃ মেট্রোপলিটন পুলিশ। 

৭১. ভারতে প্রথম মেট্রোপলিটন পুলিশ বাহিনী গঠন করা হয় কবে? 

উত্তরঃ ১৯৫৬ সালে। 

৭২. বিশ্বে প্রথম মেট্রোপলিটন পুলিশ সৃষ্টি করা হয় কোথায়? 

উত্তরঃ লন্ডন (ব্রিটেন) ১৮২৯ সালে। 

৭৩. মেট্রোপলিটন পুলিশ প্রধানের পদবী কি? 

উত্তরঃ পুলিশ কমিশনার। 

৭৪. বাংলাদেশে মেট্রোপলিটন নগরী কতটি ও কি কি? 

উত্তরঃ ছয়টি। যথা- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট। 

৭৫. সব মেট্রোপলিটন পুলিশের একই ড্রেস কবে থেকে চালু হয়? 

উত্তরঃ ১৯৯৩ সালের ১৫ এপ্রিল। 

৭৬. বাংলাদেশের মেট্রোপলিটন পুলিশ চালু হয় কত সালে? 

উত্তরঃ ১৯৭৬ সালে। 


ঢাকা মেট্রোপলিটন পুলিশ 

৭৭. ঢাকা মেট্রোপলিটন পুলিশ(DMP) যাত্রা শুরু করে কবে? 

উত্তরঃ ১ ফেব্রুয়ারি ১৯৭৬ সালে। 

৭৮. ডিএমপির বর্তমান থানার সংখ্যা কতটি? 

উত্তরঃ ৪৯ টি। 

৭৯. ডিএমপির প্রথম পুলিশ কমিশনার কে? 

উত্তরঃ ই এ চৌধুরী। 

৮০. ঢাকা মেট্রোপলিটন এর সবচেয়ে ছোট থানা কোনটি? 

উত্তরঃ ওয়ারী (১.৮ বর্গকিলোমিটার)।

আরও পড়ুনঃ আন্তর্জাতিক কূটনৈতিক ও রাজনৈতিক পরিভাষা 

৮১. ঢাকা মেট্রোপলিটন এর পুলিশ কমিশনার কোন পদমর্যাদার হয়ে থাকেন? 

উত্তরঃ এডিশনাল আইজি। 

৮২. অপহরণ প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশ 'এন্টি কিডন্যাপিং স্কট" গঠন করে কবে? 

উত্তরঃ ৩ মে ২০১৪ সালে। 


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ 

৮৩. চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(CMP) যাত্রা শুরু করে কবে? 

উত্তরঃ ৩০ নভেম্বর ১৯৭৮ সালে। 

৮৪. সিএমপির বর্তমান থানার সংখ্যা কত? 

উত্তরঃ ১৬ টি। 

৮৫. চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ কমিশনার কোন পদমর্যাদার হয়ে থাকেন? 

উত্তরঃ ডিআইজি। 


খুলনা মেট্রোপলিটন পুলিশ 

৮৬. খুলনা মেট্রোপলিটন পুলিশ (KMP) যাত্রা শুরু করে কবে? 

উত্তরঃ ১ জুলাই ১৯৮৬ সালে। 

৮৭. কেএমপির থানার সংখ্যা কত? 

উত্তরঃ ৫ টি। 

৮৮. কেএমপির থানা গুলো কি কি? 

উত্তরঃ কোতোয়ালী, খানজাহান আলী, দৌলতপুর, খালিশপুর, সোনাডাঙ্গা। 

৮৯. খুলনা মেট্রোপলিটন এর পুলিশ কমিশনার কোন পদমর্যাদার হয়ে থাকেন? 

উত্তরঃ ডিআইজি। 


রাজশাহী মেট্রোপলিটন পুলিশ 

৯০. রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (RMP) যাত্রা শুরু করে কবে? 

উত্তরঃ ১৯৯২ সালে। 

৯১. আরএমপির থানার সংখ্যা কত?

উত্তরঃ ৪ টি। 

৯২. আরএমপির থানাগুলো কি কি?

উত্তরঃ কোতোয়ালি, মতিহার, রাজপাড়া, শাহ মখদুম।

৯৩. রাজশাহী মেট্রোপলিটন এর পুলিশ কমিশনার কোন পদমর্যাদার হয়ে থাকেন? 

উত্তরঃ ডিআইজি। 


বরিশাল মেট্রোপলিটন পুলিশ 

৯৪. বরিশাল মেট্রোপলিটন পুলিশ(BMP) যাত্রা শুরু করে কবে? 

উত্তরঃ ২৬ শে অক্টোবর ২০০৬ সালে। 

৯৫. বিএমপির বর্তমান থানার সংখ্যা কত? 

উত্তরঃ চারটি। কোতোয়ালি, বন্দর, এয়ারপোর্ট ও কাউনিয়া। 

৯৬. বিএমপির প্রথম পুলিশ কমিশনার কে? 

উত্তরঃ আমিনুল ইসলাম। 

৯৭. বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার কোন পদমর্যাদার হয়ে থাকেন? 

উত্তরঃ ডিআইজি। 


সিলেট মেট্রোপলিটন পুলিশ 

৯৮. সিলেট মেট্রোপলিটন পুলিশ(SMP) যাত্রা শুরু করে কবে? 

উত্তরঃ ২৬ অক্টোবর ২০০৬ সালে। 

৯৯. এসএমপির বর্তমান থানার সংখ্যা কত? 

উত্তরঃ ছয়টি (জালালাবাদ, মোগলাবাজার, বিমানবন্দর, শাহপরান, কোতোয়ালি মডেল থানা ও দক্ষিণ সুরমা)। 


আর্মড পুলিশ ব্যাটালিয়ন 

১০০. আর্মড পুলিশ(APB) ব্যাটালিয়ন কবে গঠন করা হয়? 

উত্তরঃ ১৯৭৫ সালে। 


পরিশেষেঃ 

প্রিয় পাঠক, আজকের আর্টিকেলটি যদি আপনি মনোযোগ সহকারে আয়ত্ত্ব করেন তাহলে আপনার জন্য যেসকল উপকারে আসবে, তা হলো- বাংলাদেশ পুলিশ বাহিনীতে ভর্তি পরীক্ষা, পুলিশ সম্পর্কে সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা, বিসিএস লিখিত পরীক্ষা, বিসিএস পরীক্ষা, বিসিএস ভাইবা পরীক্ষা ইত্যাদি। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post