রাজনৈতিক দল কি? আধুনিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা ও কার্যাবলি আলোচনা কর

ভূমিকাঃ 

রাজনৈতিক দলের অস্তিত্ব আজ সর্বজন স্বীকৃত। এটি জনমত গঠনের একটি প্রকৃষ্ট উপায় এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে কার্যকর করার একটি অন্যতম সংস্থা। রাজনৈতিক দল দেশের নির্বাচকমণ্ডলী এবং সরকারের মধ্যে এক অপরিহার্য সেতু বন্ধনস্বরূপ অবস্থান করে। তাই আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম।

রাজনৈতিক দলের সংজ্ঞা রাজনীতির সাথে সম্পর্কিত যে দল, সংঘ বা গোষ্ঠী তাই রাজনৈতিক দল। সাধারণ ভাষায় রাজনৈতিক দল বলতে এমন একদল নাগরিক সমষ্টিকে বুঝায় যারা কতকগুলো নির্দিষ্ট নীতির ভিত্তিতে বৈধ উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। রাজনৈতিক ক্রিয়াকলাপ পরিচালনা করা রাজনৈতিক দলের অন্যতম উদ্দেশ্য।

Political Parties
ছবি: মাস্টার্স শেষ পর্ব। রাষ্ট্র বিজ্ঞান। বাংলাদেশের দলীয় রাজনীতি বই। রাজনৈতিক দল কি? রাজনৈতিক দলের সংজ্ঞা। রাজনৈতিক দলের ভূমিকা বা রাজনৈতিক দলের কার্যাবলী। 


প্রামাণ্য সংজ্ঞাঃ 

রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক দলের সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে উল্লেখযোগ্য সংজ্ঞাগুলো প্রদান করা হলো:

১. ম্যাকাইভার (MacIver) বলেন, "রাজনৈতিক দল বলতে সেই জনসমষ্টিকে বুঝায় যারা বিশিষ্ট এক কার্যনীতির ভিত্তিতে একত্রিত ও সুসংহত হয়েছে এবং যারা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠনে প্রয়াসী।"

২. লাসওয়েল (Lasswell)-এর মতে, "রাজনৈতিক দল হলো এমন একটি সংগঠন যা নির্বাচনের কর্মসূচি স্থির করে ও প্রার্থী দাঁড় করায়।"

৩. সুম্পিটার (Sumpiter)-এর মতে, "রাজনৈতিক দল এমন এক গোষ্ঠীবিশেষ যার সদস্যরা রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের জন্য প্রতিযোগিতামূলক সংগ্রামে একযোগে কাজ করে যেতে সম্মত হয়।"

৪. আর. জি. গেটেল (R. G. Gettle)-এর মতে, "রাজনৈতিক দল কমবেশি সংগঠিত এক নাগরিক গোষ্ঠী যারা রাজনৈতিক একক হিসেবে কাজ করে এবং যারা ভোট ক্ষমতা প্রয়োগ করে সরকার নিয়ন্ত্রণের মাধ্যমে তাদের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়িত করতে চায়।"

৫. এডমন্ডবার্গ (Edmund Burke) বলেন, "যখন কোনো নির্দিষ্ট স্বীকৃতি নীতির ভিত্তিতে একটি সংগঠিত জনসমষ্টি প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট হয় তখন তাকে রাজনৈতিক দল বলে।"

৬. আর্নেস্ট বার্কা (Ernest Barker)-এর মতে, "রাজনৈতিক দল হলো বিশেষ একটি মতাদর্শের দ্বারা পরিচালিত এমন একটি দল; যা জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের সাধারণ স্বার্থ সম্পর্কিত বিষয়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে নির্বাচকমণ্ডলীর সমর্থন লাভ করার চেষ্টা করে।"

৭. অধ্যাপক লাস্কি (Laski)-এর মতে, "রাজনৈতিক দল জাতীয় স্বার্থের দ্বারা উদ্বুদ্ধ হয় এবং জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যাপক কর্মসূচি গ্রহণ করে নির্বাচকমণ্ডলীর সমর্থন লাভে সচেষ্ট হয়।"

সুতরাং রাজনৈতিক দল বলতে একই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী এমন একদল নাগরিককে বুঝায় যারা সংঘবদ্ধ হয়ে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য শাসনতান্ত্রিক উপায়ে সরকারি ক্ষমতা দখল করার চেষ্টা করে


আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের গুরুত্ব/ভূমিকা/কার্যাবলি 

রাজনৈতিক দল সাধারণভাবে গণতন্ত্রে অপরিহার্য। নিম্নে গণতন্ত্রে রাজনৈতিক দলের গুরুত্ব বা কার্যাবলি আলোচনা করা হলো।

১. জনগণের প্রতিনিধিঃ 

গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনগণই রাষ্ট্রীয় নীতি প্রণয়ন ও সরকার নিয়ন্ত্রণের চূড়ান্ড ক্ষমতার অধিকারী। কিন্তু জনগণ পরোক্ষভাবে রাজনৈতিক দলের মাধ্যমে শাসনব্যবস্থায় অংশ নেয়। কাজেই গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল জনগণের প্রতিনিধিত্বকারী হিসেবে ভূমিকা পালন করে।

২. সরকারকে দায়িত্বশীল করেঃ 

গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল তথা নির্বাচকমণ্ডলী সরকারকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পায়। ফলে সরকার তার কার্যাবলির জন্য জনগণের নিকট দায়ী থাকে। কাজেই বলা যায়, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল না থাকলে সরকার দায়িত্বহীন হয়ে পড়ে।

৩. সমস্যার সমাধানঃ 

প্রতিটি রাজনৈতিক দলই আপন আপন মতাদর্শের ভিত্তিতে জাতীয় সমস্যাগুলোর জন্য নীতি ও কর্মসূচি গ্রহণ করে ও তাদের সমাধানে চেষ্টা চালায়।

৪. জনমত গঠনঃ 

প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কর্মীগণ, সভা-সমিতি, পত্র-পত্রিকা, পুস্তক প্রভৃতির মাধ্যমে ব্যাপকভাবে প্রচারকার্য চালিয়ে নিজ দলীয় নীতি ও কর্মসূচির সমর্থনে জনমত গঠনের চেষ্টা করে।

৫. প্রার্থী মনোনয়ন ও নির্বাচনী প্রচারঃ 

গণতন্ত্রে প্রত্যেক রাজনৈতিক দল নিয়মতান্ত্রিক উপায়ে রাজনৈতিক ক্ষমতা হস্তগত করে। এজন্য তারা নির্বাচনের সময় যোগ্য প্রার্থী নির্বাচন করে এবং তাদের সমর্থনে ব্যাপকভাবে নির্বাচনী প্রচার কার্য চালায়।

৬. সরকার গঠনঃ

যে দল নির্বাচনে সংখাগরিষ্ঠতা অর্জন করে সে দল সরকার গঠন করে এবং দলীয় নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনার কাজ চালিয়ে যায়।

৭. প্রতিশ্রুতি পালনঃ 

সরকার গঠনের পর তাদের কার্য হলো নির্বাচনের পূর্বে জনসাধারণের নিকট দেয় প্রতিশ্রুতি অনুযায়ী সরকার পরিচালনা করা।

৮. সরকারের চালিকাশক্তিঃ 

গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় রাজনৈতিক দল সরকারের চালিকাশক্তিতে পরিগণিত হয়। রাজনৈতিক দল দেশের সরকারি কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে শাসনকার্য পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৯. গঠনমূলক সমালোচনাঃ 

বিরোধী রাজনৈতিক দল সরকারের নীতি ও কার্যাবলির প্রতি তীক্ষ্ম দৃষ্টি রাখে এবং গঠনমূলক সমালোচনা করতে পারে। ফলে সরকার দায়িত্বশীল হয়।

১০. রাজনৈতিক শিক্ষা দানঃ 

গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল সভা-সমিতির মাধ্যমে প্রচারাভিযান চালিয়ে জনগণকে রাজনৈতিক শিক্ষা দান করে।

১১. ঐক্যবোধ সৃষ্টিঃ 

রাজনৈতিক দল গণতান্ত্রিক রাষ্ট্রের জনসাধারণের মধ্যে ঐক্যবোধ সৃষ্টি করে। রাজনৈতিক দল বৃহত্তর জাতীয় স্বার্থ বড় বলে মনে করে বিধায় তাদের মধ্যে স্বার্থপরতা ও সংকীর্ণতা স্থান পায় না। যার ফলে জনসাধারণের মধ্যে জাতীয় স্বার্থে ঐক্যবোধ সৃষ্টি করতে পারে।

১২. দেশপ্রেম সৃষ্টি করেঃ 

রাজনৈতিক দলগুলো দেশে বিশৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা আনে, জনগণের মধ্যে ঐক্যবোধ সৃষ্টি করে। দলব্যবস্থা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জাতীয় স্বার্থের পরিপ্রেক্ষিতে দেশবাসীর মধ্যে স্বদেশ ও স্বজনপ্রীতি জাগ্রত করে।

১৩. সমস্যা নির্বাচনঃ 

সুসংগঠিত রাজনৈতিক দলগুলো সমস্যা নির্বাচনের ক্ষেত্রে গুরু দায়িত্ব পালন করে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের বহুবিধ সমস্যা থাকে যেগুলো সাধারণ জনগণের পক্ষে ব্যক্তিগতভাবে চিহ্নিত করা সম্ভবপর হয় না। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো সমস্যাগুলো সম্পর্কে সরকার এবং জনগণকে অবহিত করে।

১৪. স্বৈরাচারের পথ রুদ্ধ করেঃ 

দলব্যবস্থা স্বৈরাচারের পথ রুদ্ধ করে। বিরোধী দল সরকারি দলের কার্যকলাপ ও ত্রুটি-বিচ্যুতির উপর সতর্ক দৃষ্টি রাখে। তাই বিরোধী দলের সমালোচনার ভয়ে সরকারি দল নিজেদের খেয়াল খুশিমতো কাজ করতে পারে না।

১৫. দরিদ্র ও যোগ্য প্রার্থীদের সাহায্য করাঃ 

বর্তমানে নানা কারণে নির্বাচনী ব্যয় বৃদ্ধি পাওয়ায় দরিদ্র ও যোগ্য ব্যক্তিগণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ভয় পান। রাজনৈতিক দলগুলো এসব দরিদ্র ও যোগ্য ব্যক্তিদের দলীয় মনোনয়ন দিয়ে তাদের নির্বাচিত করার আপ্রাণ চেষ্টা করে।

১৬. অন্যান্য কার্যাবলিঃ 

আধুনিক রাষ্ট্রে রাজনৈতিক দলগুলো ছোটখাটো অনেক কার্য সম্পাদন করে। যেমন-ভোটার তালিকা, ভোটদান, গণনা প্রভৃতি ক্ষেত্রে জনসাধারণের রাজনৈতিক স্বার্থরক্ষা করে। এছাড়া ঘূর্ণিঝড়, খরা, বন্যা প্রভৃতি প্রাকৃতিক সংকটে মানুষের দুঃখ-কষ্ট লাঘবের চেষ্টা করে।

উপসংহারঃ

সুতরাং গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলগুলো উপরিউক্ত ভূমিকা পালন করে গণতন্ত্রের প্রকৃত স্বরূপ বজায় রাখে বলে অনেকের ধারণা। অধ্যাপক ব্রাইস বলেন, "গণতন্ত্রে রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।" তাই আমরা বলতে পারি, আধুনিক গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে দলীয় ব্যবস্থা এবং রাজনৈতিক দল হলো তার প্রাণ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post