বেসিক কম্পিউটার শিক্ষা MCQ | Basic Computer General Knowledge
হেলো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালোই আছেন। আমাদের দৈনন্দিন জীবনে কম্পিউটারের ভুমিকা বলে শেষ করা যাবে না। তথ্য আদান-প্রদান থেকে শুরু করে অফিস-আদালত, হিসাব-নিকাশ, শিক্ষা, চিকিৎসা, কল-কারখানাসহ বড় বড় যন্ত্রাংশ এমনকি বর্তমানে আধুনিক যুদ্ধ পরিচালনা পর্যন্ত প্রায় সর্ব ক্ষেত্রেই কম্পিউটারের গুরুত্ব অত্যাধিক।
প্রিয় পাঠক আশাকরি তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্ব বহন করে। তাই আমি আজকের আর্টিকেলটি সাজিয়েছি বেসিক কম্পিউটার শিক্ষা এর মৌলিক কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে। আশাবাদী আপনারা যদি মনোযোগ দিয়ে আজকের এই আর্টিকেল সিরিজটি পড়েন ইনশাআল্লাহ বেসিক কম্পিউটার শিক্ষা সাধারণ জ্ঞান প্রশ্ন সম্পর্কে ভালো একটা ধারণা লাভ করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক-
Basic computer Knowledge |
বেসিক কম্পিউটার শিক্ষা সাধারণ জ্ঞান
১. সামরিক রণকৌশল নির্ণয় আবহাওয়ার পূর্বাভাস তেল ও গ্যাস অনুসন্ধান প্রভৃতি কাজে ব্যবহৃত হয় কোন কম্পিউটার?
উত্তরঃ সুপার কম্পিউটার।
২. IC এর অর্থ কি?
উত্তরঃ integrated circuit
৩. EDSAC কম্পিউটার কে আবিস্কার করেন?
উত্তরঃ অধ্যাপক মরিস উইলকিস।
৪. নেপিয়ার কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
উত্তরঃ স্কটল্যান্ড।
৫. কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চার্লস ব্যাবেজ।
৬. আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চার্লস ব্যাবেজ।
৭. অ্যাবাকাস কি ধরনের যন্ত্র?
উত্তরঃ কাঠের তৈরি গণনাকারী যন্ত্র।
৮. কম্পিউটার শব্দের অর্থ কি?
উত্তরঃ গণনা করা।
৯. কত সালে বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে?
উত্তরঃ ১৯৬৪ সালে।
১০. তৃতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য কি?
উত্তরঃ IC
১১. কম্পিউটারের আবিষ্কারক কে?
উত্তরঃ হাওয়ার্ড একিন।
১২. ডিফারেন্স ইঞ্জিন বা বিয়োগ করণ যন্ত্র তৈরি হয় কত সালে?
উত্তরঃ ১৭৮৬ সালে।
১৩. বাংলাদেশের প্রথম স্থাপিত কম্পিউটারের নাম কি?
উত্তরঃ IBM1620 মেইনফ্রেম।
১৪. মাইক্রোপ্রসেসর এর অংশ নয় কোনটি?
উত্তরঃ র্যাম।
১৫. মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়?
উত্তরঃ ALU
১৬. CPU এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Central Processing Unit.
১৭. কম্পিউটারের ইনপুট ডিভাইস নয় কোনটি?
উত্তরঃ মনিটর।
১৮. সিপিইউ এর প্রধান অংশ নয় কোনটি?
উত্তরঃ অপারেটিং সিস্টেম।
১৯. সিপিইউ এর কয়টি অংশ থাকে?
উত্তরঃ ৩টি।
২০. ফার্মওয়্যার সংরক্ষিত থাকে কোথায়?
উত্তরঃ Rom এ।
২১. কম্পিউটারের যাবতীয় গাণিতিক ও যুক্তিযুক্ত সমস্যার সমাধান করে কে?
উত্তরঃ ALU
২২. রাম এর বৈশিষ্ট্য কি?
উত্তরঃ বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যায়।
২৩. কোনটি স্টোরেজ ডিভাইস?
উত্তরঃ হার্ডডিস্ক।
২৪. পেনড্রাইভ একটি কি ডিভাইস?
উত্তরঃ ইনপুট ও আউটপুট ডিভাইস।
২৫. কোনটি ফার্মওয়্যার?
উত্তরঃ ROM
২৬. কোনটি প্রাইমারি মেমোরি?
উত্তরঃ র্যাম ও রোম।
২৭. কোনটি ইনপুট ডিভাইস?
উত্তরঃ মাউস।
২৮. মাইক্রোপ্রসেসর এর কাজ কি?
উত্তরঃ তথ্য প্রক্রিয়াকরণ করা।
২৯. কম্পিউটার ভাইরাস কি?
উত্তরঃ ক্ষতিকারক প্রোগ্রাম।
৩০. এন্টিভাইরাস কোনটি?
উত্তরঃ Norton.
৩১. কোনটি এন্টিভাইরাস ডিভাইস নয়?
উত্তরঃ Linux.
৩২. চলমান প্রসেস বাতিল করার জন্য ব্যবহৃত হয় কি?
উত্তরঃ Esc
৩৩. প্রথম মাইক্রোপ্রসেসর 4004 আবিষ্কৃত হয় কবে?
উত্তরঃ ১৯৭১ সালে।
৩৪. মেমোরি কয় প্রকার?
উত্তরঃ দুই প্রকার।
৩৫. র্যাম (RAM) একটি________মেমোরি।
উত্তরঃ অস্থায়ী মেমোরি।
৩৬. ALU এর পুরররূপ কি?
উত্তরঃ arithmetic logic unit.
৩৭. ইনপুট ডিভাইস নয় কোনটি?
উত্তরঃ স্পিকার।
৩৮. প্রিন্টার একটি কি?
উত্তরঃ আউটপুট ডিভাইস।
৩৯. নিচের কোনটি সহায়ক মেমোরি নয়?
উত্তরঃ Cache.
৪০. কোনটি অপটিক্যাল ডিভাইস?
উত্তরঃ সিডি।
৪১. এইচ ডি ডি (HDD) এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Hard Disk Drive.
৪২. মাউস, কিবোর্ড ইত্যাদি সেটিং করা যায় কোন জায়গা থেকে?
উত্তরঃ কন্ট্রোল প্যানেল।
৪৩. ফ্লপিডিক্স এর ধারণ ক্ষমতা কত?
উত্তরঃ ১.৪৪ এম্বি
৪৪. নিচের কোনটি সহায়ক মেমোরি?
উত্তরঃ HDD
৪৫. OMR শব্দের পূর্ণরূপ কি?
উত্তরঃ Optical Mark Reader.
৪৬. MICR একটি কি?
উত্তরঃ ইনপুট ডিভাইস।
৪৭. মাউস একপ্রকার কি?
উত্তরঃ Pointer.
৪৮. USB এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Universal Serial Bus.
৪৯. কি বোর্ডে কন্ট্রোল কি এর সংখ্যা কতটি?
উত্তরঃ ২ টি।
৫০. কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়?
উত্তরঃ ডাটা প্রসেসিং করা।
৫১. Windows XP হলো একটি____
উত্তরঃ operating system.
৫২. কোনটি নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম?
উত্তরঃ UNIX
৫২. Windows থেকে DOS এ যাওয়ার প্রক্রিয়া কি?
উত্তরঃ accessories.
৫৩. উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ ভার্সন কোনটি?
উত্তরঃ উইন্ডোজ 16
৫৪. উইন্ডোজ আসলে কি?
উত্তরঃ উইন্ডোজ হলো অপারেটিং সিস্টেম প্রোগ্রাম।
৫৫. কম্পিউটারের বোর্ড অর্ডার নির্ধারণ করা হয় কোথা থেকে?
উত্তরঃ বায়োস থেকে।
৫৬. টাস্কবার সেটিং কে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ ৪ ভাগে।
৫৭. মাউসের সাহায্যে কোন কাজ করা হয়?
উত্তরঃ নির্বাচন করা হয়।
৫৮. ফোল্ডার প্রকৃতপক্ষে একটি আইকন যার ভিতরে থাকে____
উত্তরঃ অতিরিক্ত ফোল্ডার ও ফাইল।
৫৯. অ্যাসকি (ASCII) কোড কত বিটের হয়?
উত্তরঃ ৭ বিটের।
৬০. কত বিট সমান ১ বাইট?
উত্তরঃ ৮ বিট।
৬২. কত বাইট সমান ১ কিলোবাইট?
উত্তরঃ ১০২৪ বাইট।
৬৩. কত কিলোবাইট সমান ১ মেগাবাইট?
উত্তরঃ ১০২৪ কিলোবাইট।
৬৪. কত মেগাবাইট সমান ১ গিগাবাইট?
উত্তরঃ ১০২৪ মেগাবাইট।
৬৫. কত গিগাবাইট সমান ১ টেরাবাইট?
উত্তরঃ ১০২৪ গিগাবাইট।
৬৬. বিসিডি (BCD) কোড এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Binary Coded Data.
৬৭. (২৯)১০ সংখ্যাটির বাইনারি সংখ্যা কত?
উত্তরঃ (১১১০১)২।
৬৮. (১০১১)২ সংখ্যাটিকে দশমিক সংখ্যায় প্রকাশ করলে উত্তর কত হবে?
উত্তরঃ (১১)১০।
৬৯. ১+১ যোগ করলে বাইনারিতে কত হবে?
উত্তরঃ ১০।
৭০. (১১)১০ সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় প্রকাশ করলে কত হবে?
উত্তরঃ (১০১১)২।
৭১. (২১)১০ সংখ্যাটি বাইনারিতে প্রকাশ করলে কত হয়?
উত্তরঃ (১০১০১)২।
৭২. (২৫)১০ এর বাইনারি কত?
উত্তরঃ (১১০০১)২।
৭৩. (১১১০০১)২ এর Hexa Decimal এ কত?
উত্তরঃ ৩৯।
৭৪. (A03)16 সংখ্যাটিকে দশমিক সংখ্যায় প্রকাশ করলে কত হবে?
উত্তরঃ ২৬৬৩।
৭৫. =Log (1000)r এর মান কত হবে?
উত্তরঃ ৩।
৭৬. ৩৫ দশমিক সংখ্যার বাইনারি কত?
উত্তরঃ ১০০০১১।
৭৭. Kaspersky একটি কি?
উত্তরঃ অ্যান্টিবাইরাস।
৭৮. (১৫)১০ সংখ্যাটির বাইনারি মান কত?
উত্তরঃ ১১১১।
৭৯. বিশ্বের প্রথম বানিজ্যিক কম্পিউটারের নাম কি?
উত্তরঃ UNIVAC.
৮০. আকার ও ক্ষমতার ভিত্তিতে কম্পিউটারকে কত ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ ০৪ ভাগে।
৮১. আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চার্লস ব্যাবেজ।
৮২. প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচয়িতা কে?
উত্তরঃ ব্রিটিশ কবি লর্ড বায়রনের কন্যা এডা অগাস্টা লাভলেস।
৮৩. লাগারিদম সারণী তৈরি করেন কে?
উত্তরঃ জন নেপিয়ার।
৮৪. রোম একটি কি মেমোরি?
উত্তরঃ প্রধান/স্থায়ী।
৮৫. দ্রুতগতির কম্পিউটারের নাম কি?
উত্তরঃ সুপার কম্পিউটার।
৮৬. কি বোর্ড এর ফাংশন কি এর সংখ্যা কতটি?
উত্তরঃ ১২ টি।
৮৭. মনিটরের স্কিনকে কি বলে?
উত্তরঃ ডেক্সটপ।
৮৮. BIOS এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Basic input output system
৮৯. কম্পিউটার কিবোর্ড এর কি গুলোকে সর্বমোট কয় শ্রেণীতে ভাগ করা হয়েছে?
উত্তরঃ ছয় শ্রেনীতে।
৯০. CPU এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Central Processing Unit.
৯১. ROM এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Read Only Memory.
পরিশেষে
আলোচনার পরিশেষে বলা যায় যে, যদিও কম্পিউটার তৈরির শুরুর দিকে শুধুমাত্র গণনা কাজে ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে কম্পিউটার দিয়ে গাণিতিক যুক্তি প্রশিদ্ধ মূলক কাজ ও করা হয়ে থাকে এবং যে কোন ধরনের তথ্য সংরক্ষণ প্রক্রিয়াকরণ ও প্রদর্শন করতে পারে।
আপনার যারা কোন অফিস অপারেটর হিসেবে কোন চাকরির ইন্টারভিউ, কোন ব্যাংক জব, বিসিএস পরীক্ষা অথবা যেকোনো আইটি সেক্টরে চাকরির ইন্টারভিউ এর ক্ষেত্রে উপরোক্ত এই এই কম্পিউটার সাধারণ জ্ঞান প্রশ্নগুলো আশাবাদী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের টপিকের বাহিরেও যদি কম্পিউটার সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে যাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করবো।