সাধারণ জ্ঞান কুইজ। (প্রাচীন বাংলা থেকে বর্তমান বাংলার ইতিহাস পর্ব-৫)
হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হয়তো বা অনেকেই দেশের সার্বিক পরিস্থিতির কারণে পড়াশোনা থেকে দূরে আছেন, কিংবা আবার অনেকে ওতোপ্রোতভাবে পড়াশোনার সাথে লেগেও আছেন। তবে যে যেখানেই থাকেন না কেন সকলের প্রতি "এডুকেশন বিডি ব্লগ" এর পক্ষ থেকে স্বাগতম। আপনারা যারা আমার লেখালেখি পছন্দ করেন অথবা আমার এই ওয়েবসাইটের সাথে সম্পৃক্ত আছেন তারা হয়তো অনেকেই জানেন আমি এই ওয়েবসাইটে একটি পর্ব ভিত্তিক আর্টিকেল পোস্ট করে যাচ্ছি সেটা হচ্ছে প্রাচীন বাংলা থেকে বর্তমান বাংলার ইতিহাস বেশ কিছুদিন যাবত আমি এই বিষয় নিয়ে লেখালেখি শুরু করেছি।
বিভিন্ন ধরনের ইতিহাস, টেক্সট বুক, গাইড এবং অনলাইন থেকে তথ্য সংগ্রহ করে পর্ব ভিত্তিকভাবে প্রাচীন বাংলা এবং বর্তমান বাংলার ইতিহাস সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্নউত্তর আমার এই ওয়েবসাইটে প্রকাশ করার চেষ্টা করছি। আজ হচ্ছে তার পঞ্চম পর্ব অর্থাৎ এর আগে আরো চারটি পর্ব এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সুতরাং আপনারা যদি কেউ আমার এই ওয়েবসাইটে নতুন হয়ে থাকেন তাহলে আমার আগের পর্ব গুলো পড়ে আসতে পারেন।
প্রাচীন বাংলা থেকে বর্তমান বাংলার ইতিহাস পর্ব-৫
১. ভারতীয় উপমহাদেশে খিলজী বংশের সূচনা করেন কে?
উত্তরঃ ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজী।
২. জালাল উদ্দিন খিলজী কখন সিংহাসনে আরোহন করেন?
উত্তরঃ ১২৯০ খ্রিস্টাব্দে ৭০ বছর বয়সে।
৩. ভারতের ইতিহাসে নব মুসলমান নামে পরিচিত কারা?
উত্তরঃ চেঙ্গিস খানের পুত্র উলুঘখান ও তার সমর্থকগন।
৪. আলাউদ্দিন খিলজী কখন ক্ষমতা গ্রহণ করেন?
উত্তরঃ ১২৯৬ খ্রিস্টাব্দে।
৫. জালাল উদ্দিন খিলজির রাজত্বকাল ছিল কত বছর?
উত্তরঃ ১২৯০ থেকে ১২৯৬ খ্রিস্টাব্দ পর্যন্ত।
৬. কখন দুর্ধর্ষ মঙ্গল নেতা হালাকু খানের পুত্র আব্দুল্লাহ ভারত আক্রমণ করেন?
উত্তরঃ ১২৯১ খ্রিস্টাব্দে।
৭. আলাউদ্দিন খিলজির জীবন অবসান হয় কখন?
উত্তরঃ ১৩১৬ খ্রিস্টাব্দে।
৮. আলাউদ্দিন খিলজির রাজত্বকাল ছিল কত?
উত্তরঃ ১২৯৬ থেকে ১৩১৬ খ্রিস্টাব্দ পর্যন্ত।
৯. আলাউদ্দিন খিলজির প্রিয় সেনাপতি ছিল কে?
উত্তরঃ সেনাপতি মালিক কাফুর।
১০. আলাহউদ্দিনের সময়কালে রচিত বিখ্যাত উপাখ্যান কোনটি?
উত্তরঃ পদ্মিনী উপাখ্যান।
১১. খিলজী বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ জালাল উদ্দিন খিলজী।
১২. খিলজী বংশের প্রথম শাসক কে?
উত্তরঃ জালাল উদ্দিন খিলজী।
১৩. কোন সম্রাট নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নির্ধারণ করে দেন?
উত্তরঃ আলাউদ্দিন খিলজী।
১৪. ইতিহাসে অন্ধকার যুগ কোনটি?
উত্তরঃ হাবসি কুশাসনের অন্ধকারাময় যুগ।
১৫. বাংলার কোন শাসনকর্তার সময় হযরত শাহজালাল ধর্ম প্রচারার্থে সিলেট আসেন?
উত্তরঃ শামসুদ্দিন ফিরোজ শাহ।
১৬. হযরত শাহজালাল কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তরঃ তুরস্কের।
১৭. দেওয়ানী খয়রাত বিভাগ কে চালু করেন?
উত্তরঃ ফিরোজ শাহ তুঘলক।
১৮. মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় কাকে?
উত্তরঃ সেন্ট টমাস একুইনাস।
তুঘলক বংশ
১৯. তুঘলক বংশের প্রথম শাসকের নাম কি?
উত্তরঃ গিয়াস উদ্দিন।
২০. গিয়াসউদ্দিন কখন ক্ষমতা লাভ করেন?
উত্তরঃ ১৩২০ খ্রিস্টাব্দে।
২১. দিল্লি হতে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে?
উত্তরঃ মুহম্মদ বিন তুঘলক।
২২. তাম্র মুদ্রার প্রচলন করেন কে?
উত্তরঃ মুহম্মদ বিন তুঘলক।
২৩. গিয়াস উদ্দিনের উপাধি ছিল কি?
উত্তরঃ গাজী মালিক ও সেনাবাহিনীর রক্ষক।
২৪. দেবগিরির নতুন নামকরণ হয় কি?
উত্তরঃ দৌলতাবাদ।
২৫. মুহাম্মদ বিন তুঘলক খোরাসান অভিযান করেন কবে?
উত্তরঃ ১৩২৭-১৩২৮ খ্রিস্টাব্দে।
২৬. মুহাম্মদ বিন তুঘলক তাম্র মুদ্রা প্রচলন করেন কবে?
উত্তরঃ ১৩৩৯ সালে।
২৭. মুহাম্মদ বিন তুঘলক কখন সিংহাসনে আরোহন করেন?
উত্তরঃ ১৩২৫ খ্রিস্টাব্দে।
২৮. মুহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ভারতবর্ষে কোন ঐতিহাসিক পর্যটকের আগমন ঘটে?
উত্তরঃ ইবনে বতুতা।
২৯. ইবনে বতুতা ভারতে আসেন কবে?
উত্তরঃ ১৩৩৫ খ্রিস্টাব্দে।
৩০. ফিরোজ শাহের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি?
উত্তরঃ ফতোয়া-ই ফিরোজ শাহী।
৩১. তৈমুর কখন ভারত আক্রমণ করেন?
উত্তরঃ ১৩৯৮ সালে।
৩২. ফিরোজ শাহ তুঘলক কখন দিল্লির সিংহাসনে আরোহন করেন?
উত্তরঃ ১৩৫১ খ্রিস্টাব্দে।
৩৩. ফিরোজ শাহের শাসন পরিচালনার সময়কাল কত?
উত্তরঃ ১৩৫১ থেকে ১৩৮৮ খ্রিস্টাব্দ পর্যন্ত (৩৭ বছর)।
৩৪. ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তরঃ উত্তর আফ্রিকার মরক্কোর।
৩৫. ইবনে বতুতার সফর সংক্রান্ত গ্রন্থের নাম কি?
উত্তরঃ কিতাবুল রেহলা বা সফরনামা।
সৈয়দ ও লোদী বংশ
৩৬. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ খিজির খান।
৩৭. লোদী বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ বাহুলুল লোদী।
৩৮. লোদী বংশের রাজত্বকাল কত?
উত্তরঃ ১৪৫১ থেকে ১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত (৭৫ বছর)।
৩৯. সৈয়দ বংশ কখন দিল্লির শাসন ক্ষমতায় বসে?
উত্তরঃ ১৪১৪ খ্রিস্টাব্দে।
৪০. ইব্রাহিম লোদী ক্ষমতা গ্রহণ করেন কবে?
উত্তরঃ ১৫১৭ খ্রিস্টাব্দে।
৪১. লোদী বংশের প্রথম শাসক কে?
উত্তরঃ দৌলত খান লোদী।
৪২. লোদী বংশের শেষ সুলতান কে?
উত্তরঃ ইব্রাহিম লোদী।
দিল্লি সালতানাতের পতন
৪৩. দিল্লি সালতানাতের সূচনা হয়েছিল কবে?
উত্তরঃ ১২০৬ খ্রিস্টাব্দে।
৪৪. দিল্লি সালতানাতের স্থায়িত্বকাল ছিল কত বছর?
উত্তরঃ ১২০৬ থেকে ১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত (৩২০ বছর)।
৪৫. কোন সুলতানের সময় দিল্লি সালতানাতের পতন হয়?
উত্তরঃ সম্রাট বাবরের সময়ে ১৫২৬ সালে।
৪৬. কোন যুদ্ধে দিল্লি সালতানাতের পতন হয়?
উত্তরঃ পানিপথের প্রথম যুদ্ধে।
৪৭. পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়?
উত্তরঃ ইব্রাহিম লোদী ও সম্রাট বাবর এর মধ্যে।
৪৮. পানিপথের প্রথম যুদ্ধ হয় কখন?
উত্তরঃ ১৫২৬ খ্রিস্টাব্দে।
বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা
৪৯. বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন কে?
উত্তরঃ ফখরুদ্দিন মোবারক শাহ।
৫০. কত শতকে বাংলায় মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ত্রয়োদশ শতকে।
৫১. মুসলমানদের মধ্যে প্রথম বাংলা জয় করেন কে?
উত্তরঃ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজী।
৫২. বখতিয়ার খিলজী কাকে পরাজিত করে বাংলা জয় করেন?
উত্তরঃ লক্ষণ সেন কে।
৫৩. বখতিয়ার খিলজী কত সালে বাংলা জয় করেন?
উত্তরঃ ১২০৪ সালে।
৫৪. বখতিয়ার খিলজী কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তরঃ আফগানিস্তানের।
৫৫. মুসলমানগণ কোন শাসনের অবসান ঘটিয়ে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ সেন শাসন।
৫৬. বখতিয়ার খিলজী কে ছিলেন?
উত্তরঃ আফগানিস্তানের তুর্কি সেনাপতি।
৫৭. কাকে পরাজিত করে বখতিয়ার খিলজী নদীয়া দখল করেন?
উত্তরঃ রাজা লক্ষণ সেন কে (১২০৪ সালে)।
৫৮. বখতিয়ার খিলজী কত সালে সেনদের অন্যতম রাজধানী লক্ষণাবতী দখল করেন?
উত্তরঃ ১২০৪ সালে।
৫৯. বখতিয়ার খিলজী বিহার জয় করেন কত সালে?
উত্তরঃ ১২০৩ সালে।
৬০. বখতিয়ার খিলজী কোথায় তার রাজধানী স্থাপন করেন?
উত্তরঃ দিনাজপুরের দেবকোট (লক্ষণাবতী হতে নিয়ে আসে)।
৬১. বখতিয়ার খিলজীর কোন অভিযান ব্যর্থ হয়?
উত্তরঃ তিব্বত অভিযান।
৬২. বখতিয়ার খিলজী মারা যান কবে?
উত্তরঃ ১২০৬ সালে দেবকোটে।
বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা
৬৩. কত সাল পর্যন্ত বাংলা দিল্লির অধীনে ছিল?
উত্তরঃ ১৩৩৮ সাল পর্যন্ত (১৩৩৮ সালে বাংলা দিল্লির শাসন হতে স্বাধীন হয়)।
৬৪. সোনারগাঁও এর শাসনকর্তা বাহরাম খানের মৃত্যু হয় কবে?
উত্তরঃ ১৩৩৮ সালে।
৬৫. বাহরাম খানের মৃত্যুর পর কে সোনারগাঁও এর সিংহাসনে বসেন এবং সোনারগাঁও স্বাধীনতা ঘোষণা করেন?
উত্তরঃ তার রাজ কর্মচারী ফখরুদ্দিন মোবারক শাহ।
৬৬. সোনারগাঁয়ের বাহিরে কোথায় দিল্লির গভর্নর শাসন করেছিল?
উত্তরঃ লখনৌতি ও সাতগাঁও।
৬৭. লখনৌতি ও সাতগাঁয়ের শাসনকর্তা কে ছিলেন?
উত্তরঃ যথাক্রমে কদর খান ও ইজ্জত উদ্দিন।
৬৮. ফখরুদ্দিন মোবারক শাহ কাকে পরাজিত ও নিহত করে পুনরায় সোনারগাঁও দখল করেন?
উত্তরঃ কদর খানকে ১৩৩৮ সালে।
৬৯. কদর খানের মৃত্যু হলে লখনৌতির সিংহাসনে বসেন কে?
উত্তরঃ সেনাপতি আলী মোবারক।
৭০. কারা মিলিতভাবে ফখরুদ্দিন মোবারক শাহ কে সোনারগাঁয়ে আক্রমণ করে পরাজিত করেন?
উত্তরঃ কদর খান ও ইজ্জত উদ্দিন।
৭১. ফখরুদ্দিন মোবারক শাহ সোনারগাঁয়ে রাজত্ব করেন কবে?
উত্তরঃ ১৩৩৮ থেকে ১৩৪৯ সাল পর্যন্ত।
৭২. ফখরুদ্দিন মোবারক শাহের পর কে স্বাধীন সুলতান হিসেবে সিংহাসনে বসেন?
উত্তরঃ তারপুত্র ইখতিয়ার উদ্দিন গাজী শাহ (১৩৫২ পর্যন্ত রাজত্ব করেন)।
৭৩. কোন সুলতান চাঁদপুর হতে চট্টগ্রাম পর্যন্ত রাজপথ তৈরি করেন?
উত্তরঃ ফখরুদ্দিন মোবারক শাহ।
৭৪. কত সালে ফখরুদ্দিন মোবারক শাহ সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করেন?
উত্তরঃ ১৩৩৮ সালে।
৭৫. মরক্কোর পরিব্রাজক ইবনে বতুতা কবে সোনারগাঁয়ে আসেন?
উত্তরঃ ১৩৪৫ সালে (ফখরুদ্দিন মোবারক শাহের সময়)।
৭৬. ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তরঃ মরক্কোর (উত্তর আফ্রিকা)।
৭৭. ইবনে বতুতা কত সালে সোনারগাঁয়ে আসেন?
উত্তরঃ ১৩৪৫ সালে।
৭৮. ইবনে বতুতা কার সময় বাংলায় আসেন?
উত্তরঃ ফখরুদ্দিন মোবারক শাহ।
৭৯. ইবনে বতুতা কার সময় দিল্লিতে আসেন?
উত্তরঃ মুহাম্মদ বিন তুঘলক।
৮০. বাংলাকে "দোজখপুর নিয়ামত" বা "ধন সম্পদ পূর্ণ নরক" বলে অভিহিত করেন কে?
উত্তরঃ ইবনে বতুতা।
৮১. ইবনে বতুতার কোন গ্রন্থে বাংলার অপরূপ বর্ণনা পাওয়া যায়?
উত্তরঃ কিতাবুল রেহালা গ্রন্থে।
সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ (১৩৪২-১৩৫৮)
৮২. কোন মুসলমান সুলতান সর্বপ্রথম বাংলার অধিপতি হন?
উত্তরঃ ইলিয়াস শাহ।
৮৩. সোনারগাঁয়ে কত সাল পর্যন্ত স্বাধীন শাসন চলছিল?
উত্তরঃ ১৩৫২ সাল। শাসক ছিল ইখতিয়ার উদ্দিন গাজী শাহ।
৮৪. প্রাচীন বাংলার সবগুলো জনপদ একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমলে?
উত্তরঃ শামসুদ্দিন ইলিয়াস শাহ।
৮৫. ইলিয়াস শাহ কখন মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৩৫৮ খ্রিস্টাব্দে।
৮৬. ইলিয়াস শাহ কত সালে ফিরোজাবাদ পান্ডুয়ার সিংহাসনে বসেন?
উত্তরঃ ১৩৪২ সালে।
৮৭. ইলিয়াস শাহ কত সালে দিল্লির শাসন অবসান ঘটিয়ে সাতগাঁও অধিকার করে নেয়?
উত্তরঃ ১৩৪৫ সালের শেষের দিকে।
৮৮. স্বাধীন সোনারগাঁয়ে দখলের মধ্য দিয়ে ইলিয়াস শাহ কবে সমগ্র বাংলা তার অধিকারে নিয়ে আসেন?
উত্তরঃ ১৩৫২ সালে।
৮৯. ইলিয়াস শাহ কোথায় আশ্রয় নিয়ে দিল্লির সুলতানের বিরুদ্ধে যুদ্ধ করেন?
উত্তরঃ একডালা দুর্গে।
৯০. ইলিয়াস শাহ কত বছর বাংলা শাসন করেন?
উত্তরঃ ১৬ বছর।
৯১. ইলিয়াস শাহ কি উপাধি ধারণ করেন?
উত্তরঃ শাহ বাঙ্গালাহ বা সুলতান ই বাঙালি।
৯২. দিল্লির কোন সুলতান ইলিয়াস শাহের বিরুদ্ধে যুদ্ধ করে ব্যর্থ হয়ে পরে বন্ধুত্ব স্থাপন করে ইলিয়াস শাহের শাসন মেনে নেন?
উত্তরঃ সুলতান ফিরোজ শাহ তুঘলক (১৩৫৩ থেকে ১৩৫৪ সালে)।
৯৩. শাহ ই বাঙ্গালা উপাধিতে ভূষিত করা হয় কাকে?
উত্তরঃ সুলতান ইলিয়াস শাহ কে।
৯৪. কোন মুসলমান সুলতান সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি হন?
উত্তরঃ ইলিয়াস শাহ।
সুলতান সিকান্দার শাহ (১৩৫৮ থেকে ১৩৯৩)
৯৫. শামসুদ্দিন ইলিয়াস এর মৃত্যুর পর কে বাংলা সিংহাসনে বসেন?
উত্তরঃ তার পুত্র সুলতান সিকান্দার শাহ।
৯৬. দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলক পুনরায় দ্বিতীয়বার কবে বাংলা আক্রমণ করে ব্যর্থ হয়?
উত্তরঃ সিকান্দার সাহেবের সময় ১৩৫৮ থেকে ১৩৬০ সালে।
৯৭. সিকান্দার শাহ কোথায় অবস্থান করে ফিরোজ শাহ এর বিরুদ্ধে যুদ্ধ করেন?
উত্তরঃ এক ডালা দুর্গে।
৯৮. কোন সুলতান দিনাজপুরের সুফি মোল্লা আতার দরগাহে মসজিদ নির্মাণ করেন?
উত্তরঃ সিকান্দার শাহ।
৯৯. সিকান্দার শাহ কত বছর বাংলা শাসন করেন?
উত্তরঃ ৩৫ বছর।
১০০. পান্ডুয়ার বিখ্যাত "আদিনা মসজিদ" নির্মাণ করেন কে?
উত্তরঃ সিকান্দার শাহ।
১০১. গৌড়ের "কোতোয়ালি দরজা" কে তৈরি করেন?
উত্তরঃ সিকান্দার শাহ।
গিয়াস উদ্দিন আজম শাহ (১৩৯৩-১৪১১)
১০২. সিকান্দার সাহেব মৃত্যুর পর কে বাংলার সিংহাসনে বসেন?
উত্তরঃ তার পুত্র গিয়াস উদ্দিন আজম শাহ।
১০৩. গিয়াসউদ্দিন আজম শাহ কত বছর ক্ষমতায় ছিলেন?
উত্তরঃ ১৮ বছর।
১০৪. গিয়াসউদ্দিন আজম শাহ কখন ক্ষমতা লাভ করেন?
উত্তরঃ ১৩৯৩ খ্রিস্টাব্দে।
১০৫. সুলতান বিখ্যাত সুফি নুর কুতুব আলমের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছিলেন?
উত্তরঃ গিয়াস উদ্দিন আজম শাহ।
১০৬. "ইউসুফ জুলেখা" কাব্য কার আমলে রচিত?
উত্তরঃ গিয়াস উদ্দিন আজম শাহের আমলে।
১০৭. পারস্যের কোন কবিকে গিয়াসউদ্দিন আজম শাহ বাংলায় আসার আমন্ত্রণ জানান?
উত্তরঃ বিখ্যাত কবি হাফিজ কে।
১০৮. কোন সুলতানের সময় চীনের সাথে বাংলার খুব ভালো সম্পর্ক ছিল?
উত্তরঃ গিয়াস উদ্দিন আজম শাহ।
১০৯. কোন সুলতান নিজে একজন কবি ছিলেন?
উত্তরঃ গিয়াস উদ্দিন আজম শাহ।
রাজা গণেশ
১১০. গণেশ কে ছিলেন?
উত্তরঃ দিনাজপুরের ভাতুরিয়া অঞ্চলের জমিদার।
১১১. শিহাব উদ্দিন বায়েজিদ শাহ এর পর কে বাংলার সিংহাসনে বসেন?
উত্তরঃ রাজা গণেশ।
১১২. গণেশের ছেলে যদু ইসলাম ধর্ম গ্রহণ করে কি নাম ধারণ করেন?
উত্তরঃ জালাল উদ্দিন মাহমুদ শাহ।
১১৩. যৌনপুরের কোন সুলতান রাজা গণেশের সময় বাংলা আক্রমণ করে?
উত্তরঃ ইব্রাহিম শার্কী।
১১৪. কোন রাজা তার ছেলেকে ইসলাম ধর্মের দীক্ষিত করেন?
উত্তরঃ রাজা গণেশ।
জালালউদ্দিন মাহমুদ শাহ (১৪১৮-১৪৩২)
১১৫. রাজা গণেশের মৃত্যুর পর কে বাংলার সিংহাসনে বসেন?
উত্তরঃ তারপুত্র জালাল উদ্দিন মাহমুদ শাহ।
১১৬. জালাল উদ্দিন মাহমুদ শাহ এর রাজধানী ছিল কোথায়?
উত্তরঃ গৌড়ে। (পান্ডুয়া হতে গৌরে নিয়ে আসেন)।
১১৭. শামসুদ্দিন আহমেদ শাহ কে হত্যা করেন কে?
উত্তরঃ তার ক্রীতদাস নাসির।
১১৮. কে তার মুদ্রায় নিজেকে খলিফাতুল্লাহ বা আল্লাহর খলিফা বলে উল্লেখ করেন?
উত্তরঃ জালালউদ্দিন মাহমুদ শাহ।
১১৯. জালাল উদ্দিন মোহাম্মদ শাহ এর পর কে বাংলার সিংহাসনে বসেন?
উত্তরঃ তারপুত্র শামসুদ্দিন আহমদ শাহ (১৪৩২ থেকে ১৪৪২)।
১২০. রাজা গণেশ বংশের শাসনের অবসান ঘটে কবে?
উত্তরঃ ১৪৪২ সালে। ৩০ বছর শাসনের অবসান ঘটে।
১২১. ক্রীতদাস নাসির কাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন?
উত্তরঃ শামসুদ্দিন আহমেদ শাহ (গণেশ বংশের শেষ শাসক)।
১২২. অভিজাত শ্রেণী নাসিরকে হত্যা করে কাকে সিংহাসনে বসান?
উত্তরঃ ইলিয়াস শাহী বংশের নাসির উদ্দিন মাহমুদ শাহকে।
১২৩. নাসির উদ্দিন মোহাম্মদ শাহ কত সাল পর্যন্ত বাংলা শাসন করেন?
উত্তরঃ ১৪৫৯ সাল।
১২৪. ষাট গম্বুজ মসজিদ কার অবিনশ্বর কীর্তি?
উত্তরঃ নাসির উদ্দিন মাহমুদের।
১২৫. ষাট গম্বুজ মসজিদ, গম্বুজের সংখ্যা কতটি?
উত্তরঃ ৮১ টি।
১২৬. কাকে হত্যা করে হাফশী ক্রীতদাস ক্ষমতা দখল করে?
উত্তরঃ সুলতান ফতেহ শাহ (১৪৮৭ সালে) ইলিয়াস শাহী বংশের অবসান।
১২৭. কার শাসনামলে খানজাহান আলী খুলনা অঞ্চলে ইসলাম প্রচার করেন?
উত্তরঃ নাসির উদ্দিন মাহমুদ এর সময়ে।
১২৮. বরবক শাহ কত বছর ক্ষমতায় ছিলেন?
উত্তরঃ ১৪৫৯ থেকে ১৪৭৪ সাল পর্যন্ত মোট ১৫ বছর।
১২৯. কার শাসনামলে বাংলা সাহিত্যের যথেষ্ট উন্নতি সাধিত হয়?
উত্তরঃ রোকন উদ্দিন বরবক শাহের আমলে।
১৩০. কোন কবি বরবক শাহের পৃষ্ঠপোষক ছিলেন?
উত্তরঃ কৃত্তিবাস, মনসুর সিরাজী।
১৩১. কোন শাসক কবি মালাধর বসুকে গুনরাজ খান উপাধি দেন?
উত্তরঃ রোকন উদ্দিন বরবক শাহকে।
১৩২. নাসির উদ্দিনের মৃত্যুর পর কে বাংলার সুলতান হন?
উত্তরঃ তার পুত্র রোকনউদ্দিন বরবক শাহ।
১৩৩. শামসুদ্দিন ইউসুফ সাহেব পর কে বাংলার সিংহাসনে বসেন?
উত্তরঃ তার দুই পুত্র পর্যায়ক্রমে সিকান্দার শাহ ও ফতেহ শাহ।
১৩৪. বরবক শাহের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন কে?
উত্তরঃ শামসুদ্দিন ইউসুফ শাহ (১৪৭৪ থেকে ১৪৮১)।
হাফশী শাসনামল (১৪৮৭-১৪৯৩)
১৩৫. হাফসিদের এনেছিলেন কে?
উত্তরঃ সুলতান বরবক শাহ ও ইউসুফ শাহ।
১৩৬. কোন হাফশী ক্রীতদাস সুলতান ফতেহ শাহকে হত্যা করে?
উত্তরঃ বরবক শাহযাদা।
১৩৭. মুজাফফর শাহ কে হত্যা করে কাকে বাংলার সিংহাসনে বসানো হয়?
উত্তরঃ সৈয়দ হোসেন শাহ।
১৩৮. কতজন হাবশী শাসক বাংলা শাসন করেন?
উত্তরঃ ৪ জন।
১৩৯. সর্বশেষ হাফশী শাসক কে ছিলেন?
উত্তরঃ মোজাফফর শাহ।
সুলতান আলাউদ্দিন হোসেন শাহ (১৪৯৩-১৫১৩)
১৪০. হোসেন শাহী বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহ।
১৪১. আলাউদ্দিন হোসেন শাহের আদিবাস ছিল কোথায়?
উত্তরঃ তুর্কিস্তানের তিরমিজ শহরে।
১৪২. আলাউদ্দিন হোসেন শাহ কত বছর রাজত্ব করেন?
উত্তরঃ ২৬ বছর।
১৪৩. গৌড়ের ছোট সোনা মসজিদের নির্মাতা কে?
উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহ।
১৪৪. "মনসা বিজয়" কার লেখা?
উত্তরঃ বিপ্রদাস এর।
১৪৫. হোসেন শাহ দিল্লির কোন সুলতানের বাংলা অভিযান ব্যর্থ করে দেন?
উত্তরঃ সিকান্দার লোদীর।
১৪৬. কোন সুলতান চট্টগ্রাম থেকে আরাকানদের বিতাড়িত করে চট্টগ্রাম পুনরাধিকার করেন?
উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহ।
১৪৭. আলাউদ্দিন হোসেন শাহ কখন ক্ষমতা গ্রহণ করেন?
উত্তর: ১৪৯৩ খ্রিস্টাব্দে।
১৪৮. আলাউদ্দিন হোসেন শাহ কোন অভিযানে ব্যর্থ হন?
উত্তরঃ আসাম অভিযান।
১৪৯. আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ একডালা।
১৫০. আলাউদ্দিন হোসেন শাহ কে কি উপাধি দেওয়া হয়েছিল?
উত্তরঃ নৃপতি তিলক, জগৎভূষণ, কৃষ্ণাবতার।
১৫১. হোসেন শাহের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন কে?
উত্তরঃ মুকুন্দ দাস।
১৫২. বাংলা সুলতানদের মধ্য বা হোসেন শাহী বংশের সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহ।
১৫৩. আলাউদ্দিন হোসেন শাহ কে নৃপতি তিলক ও জগৎভূষণ উপাধিতে ভূষিত করেন কারা?
উত্তরঃ হিন্দু প্রজাগণ।
১৫৪. মালদহের বড় পান্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদ কে নির্মাণ করেন?
উত্তরঃ সিকান্দার শাহ।
১৫৫. কাশ্মীরের আকবর বলা হয় কাকে?
উত্তরঃ জয়নুল আবেদিন কে।
১৫৬. বাংলার আকবর বলা হয় কাকে?
উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহ কে।
সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ (১৫১৯-১৫৩২)
১৫৭. আলাউদ্দিন হোসেন শাহ এর মৃত্যুর পর কে বাংলার সুলতান হন?
উত্তরঃ সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ।
১৫৮. দিল্লির কোন সম্রাটের সাথে নুসরাত শাহ সন্ধি করতে বাধ্য হন?
উত্তরঃ মোগল সম্রাট বাবর।
১৫৯. কোন কবি নুসরাত শাহের একজন কর্মচারী ছিলেন?
উত্তরঃ কবি শেখর।
১৫০. গৌড়ের বিখ্যাত বারদুয়ারী মসজিদ কে নির্মাণ করেন?
উত্তরঃ নুসরাত শাহ।
১৫১. গৌড়ের "বড় সোনা মসজিদ" ও "কদম রসুল" মসজিদ কে নির্মাণ করেন?
উত্তরঃ নুসরাত শাহ।
সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহ (১৫৩২-১৫৩৩)
১৫২. নুসরাত শাহের মৃত্যুর পর বাংলার সুলতান হন কে?
উত্তরঃ তার পুত্র আলাউদ্দিন ফিরোজ শাহ।
১৫৩. আলাউদ্দিন ফিরোজ শাহের উৎসাহে কোন কবি বিদ্যাসুন্দর কাব্য রচনা করেন?
উত্তরঃ শ্রীধর।
গিয়াস উদ্দিন মাহমুদ শাহ (১৫৩৩-১৫৩৮)
১৫৪. গিয়াস উদ্দিন মাহমুদ শাহ কে ছিলেন?
উত্তরঃ নুসরাত শাহের ছোট ভাই।
১৫৫. শেরশাহ কত সালে গৌড় দখল করেন?
উত্তরঃ ১৫৩৮ সালে।
১৫৬. কার মৃত্যুর মধ্য দিয়ে ২০০ বছরের স্বাধীন সুলতানি যুগের অবসান ঘটে?
উত্তরঃ গিয়াস উদ্দিন মোহাম্মদ শাহের।
১৫৭. তিনি কাকে হত্যা করে ক্ষমতায় বসেন?
উত্তরঃ ভাইয়ের ছেলে ফিরোজ শাহ কে।
১৫৮. কোন আফগান নেতার সাথে তার সংঘর্ষ বাধে?
উত্তরঃ শেরশাহ শূর।
পরিশেষেঃ
প্রিয় পাঠক আমি আজ মোটামুটি আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় পাঠকবৃন্দ আমার এই ওয়েবসাইটের তথ্যগুলো থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাদের ফেসবুক এ শেয়ার করে টাইমে রেখে দিতে পারেন এবং বন্ধুদের মাঝেও শেয়ার দিতে পারেন তাহলে অন্যরা উপকৃত হতে পারবে আপনার দ্বারা।