সাধারণ জ্ঞান কুইজ (প্রাচীন বাংলা - বর্তমান বাংলার ইতিহাস) পর্ব- ৩
হ্যালো ভিউয়ার্স, আশাকরি সবাই ভাল আছেন। আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা সবাই বাংলাদেশি। অথচ আমরা অনেকে জানিনা এই বাংলাদেশের উৎপত্তি কিভাবে হলো। কিভাবে প্রাচীন বাংলা থেকে ক্রমান্বয়ে ধীরে ধীরে আজ বর্তমান বাংলার রূপ লাভ করেছে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি- সাধারণ জ্ঞান MCQ (প্রাচীন বাংলা থেকে বর্তমান বাংলায় রূপান্তরের ইতিহাস) ৩য় পর্ব সম্পর্কে।
প্রিয় পাঠক, এর আগেও আমি প্রাচীন বাংলা থেকে বর্তমান বাংলার ইতিহাস সম্পর্কে আরো প্রথম এবং দ্বিতীয় পর্ব পোস্ট করেছি। আপনারা যদি কেউ আমার আগের পর্বগুলো পড়ে না থাকেন তাহলে এই ওয়েবসাইট থেকে পড়ে নিতে পারেন।
সাধারণ জ্ঞান কুইজ |
প্রাচীন ভারতের মৌর্য সাম্রাজ্য
১. মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য।
২. মৌর্য বংশের রাজত্বকাল ছিল কত?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ৩২৪ থেকে ১৮৫ খ্রিস্টপূর্ব অব্দ পর্যন্ত।
৩. চন্দ্রগুপ্ত মৌর্য কখন সিংহাসনে আরোহন করেন?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ৩২৪ শব্দে।
৪. চন্দ্রগুপ্তের রাজধানী ছিল কোথায়?
উত্তরঃ পাটলী পুত্রে।
৫. প্রাচীন ভারতে কে প্রথম সর্বভারতীয় ঐক্য রাষ্ট্র স্থাপন করেন?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য।
৬. বিন্দুসার ক্ষমতায় কত বছর ছিলেন?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ৩০০ শব্দ থেকে ২৭৩ অব্দ পর্যন্ত।
৭. চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতবর্ষে কয়টি প্রদেশ ছিল?
উত্তরঃ পাঁচটি।
৮. চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ের ভারতবর্ষের প্রদেশ গুলো কি কি?
উত্তরঃ উত্তরাপথ, দক্ষিণাপথ, প্রাচ্য, অবন্তী, কলিঙ্গ।
৯. চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর কে সিংহাসনে আরোহন করেন?
উত্তরঃ বিন্দুসার।
সম্রাট অশোক
১০. বিন্দুসারের মৃত্যুর পর কে ক্ষমতায় আরোহন করেন?
উত্তরঃ বিন্দুসারের পুত্র সম্রাট অশোক।
১১. বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে কোন সম্রাটের আমলে?
উত্তরঃ সম্রাট অশোকের।
১২. সম্রাট অশোকের রাজত্বকাল ছিল কত বছর?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ২৭৩ থেকে ২৩২ অব্দি পর্যন্ত।
১৩. কোন যুদ্ধের ভয়াবহতা দেখে অশোক বুদ্ধধর্ম গ্রহণ করেন?
উত্তরঃ কলিঙ্গ যুদ্ধ।
১৪. অশোক ক্ষমতা গ্রহণ করেন কবে?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ২৭৩ অব্দে।
১৫. কলিঙ্গ যুদ্ধ হয় কখন?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ২৬০ মনান্তরে ২৬১ অব্দে।
১৬. শাসন কার্য পরিচালনার সুবিধার্থে সম্রাট অশোক সাম্রাজ্য কে কয় ভাগে বিভক্ত করেন?
উত্তরঃ পাঁচ ভাগে।
১৭. কার প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মে পরিণত হয়?
উত্তরঃ সম্রাট অশোকের।
১৮. মৌর্য বংশের সর্বশেষ রাজা কে ছিলেন?
উত্তরঃ বৃহদ্রথ মৌর্য।
১৯. সম্রাট অশোক তার পুত্র ও কন্যাকে কোথায় এবং কেন পাঠান?
উত্তরঃ সিংহলে ধর্ম প্রচারের জন্য।
২০. তিব্বতের রাজার অনুরোধে বৌদ্ধ ধর্মকে দুর্নীতিমুক্ত করার জন্য সেখানে কোন বাঙালি যান?
উত্তরঃ অতীশ দীপঙ্কর।
গুপ্ত সাম্রাজ্য
২১. গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ প্রথম চন্দ্রগুপ্ত।
২২. গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উত্তরঃ সমুদ্রগুপ্ত।
২৩. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ পাটালিপুত্র।
২৪. প্রথম চন্দ্রগুপ্ত কত সালে গুপ্ত সাম্রাজ্যের গোড়াপত্তন করেন?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ৩২ সালে।
২৫. সমুদ্রগুপ্ত কত বছর রাজত্ব করেন?
উত্তরঃ ৪০ বছর।
২৬. গুপ্ত সম্রাটদের আদি বাসস্থান কোথায়?
উত্তরঃ উত্তর প্রদেশে।
২৭. ফা হিয়েন কোন দেশের পর্যটক ছিলেন?
উত্তরঃ চীনের।
২৮. গুপ্ত সম্রাটদের কাকে ভারতীয় নেপোলিয়ন বলা হয়?
উত্তরঃ সমুদ্রগুপ্ত কে।
২৯. দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে কোন বিখ্যাত চীনদেশীয় পরিব্রাজকে ভারত পরিদর্শন করেন?
উত্তরঃ ফা হিয়েন।
৩০. সমুদ্রগুপ্ত কাব্য রচনা করে কি উপাধি লাভ করেন?
উত্তরঃ কথিরাজ।
৩১. সমুদ্রগুপ্তের রাজধানী ছিল কোথায়?
উত্তরঃ পাটলিপুত্র।
৩২. ফা হিয়েন এর ভ্রমণ সংক্রান্ত গ্রন্থের নাম কি?
উত্তরঃফো-কুয়ো-কিং।
৩৩. কালিদাস কোন যুগের কবি ছিলেন?
উত্তরঃ গুপ্ত যুগের।
৩৪. কালিদাসের মহাকাব্যর নাম কি?
উত্তরঃ মেঘদূত।
৩৫. দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল?
উত্তরঃ বিক্রমাদিত্য।
৩৬. সমুদ্রগুপ্তের উদ্ভাবিত মুদ্রার নাম কি?
উত্তরঃ অশ্বমেদ পরিক্রমা।
৩৭. সমুদ্রগুপ্তের সাম্রাজ্যের সীমানা ছিল কোন পর্যন্ত?
উত্তরঃ উত্তরে হিমালয় এবং দক্ষিনে নর্মদা।
৩৮. দ্বিতীয় চন্দ্রগুপ্ত কখন ক্ষমতায় আরোহন করেন?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ৩৮০ সনে।
৩৯. সর্বপ্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন?
উত্তরঃ ফা হিয়েন।
৪০. ফা হিয়েন কার সময়ে ভারতবর্ষে আসেন?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
৪১. চীনা পরিব্রাজক হিউয়েন সাং কবে বাংলায় আগমন করেন?
উত্তরঃ সপ্তম শতকে (৬৩৪ সালে)।
৪২. 'বিক্রমাদিত্য' কার উপাধি ছিল?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের।
৪৩. 'সিংহবীর' কার উপাধি ছিল?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের।
গৌর বংশ
৪৪. গৌর বংশের শক্তিশালী রাজা কে ছিলেন?
উত্তরঃ শশাঙ্ক।
৪৫. স্বাধীন গৌড় রাজ্যের প্রথম সম্রাট ছিলেন কে?
উত্তরঃ সম্রাট শশাঙ্ক।
৪৬. শশাঙ্কের উপাধি কি ছিল?
উত্তরঃ মহাসামন্ত।
৪৭. শশাঙ্ক কত সাল পর্যন্ত প্রবল প্রতাপ এর সাথে ভারত শাসন করেন?
উত্তরঃ ৬১৯ সাল পর্যন্ত।
৪৮. কে স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ শশাঙ্ক।
৪৯. কত সালে গৌর রাজ্য প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ৬০৬ সালে।
৫০. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ কর্ণসুবর্ণ (মুর্শিদাবাদ)।
৫১. গৌরা রাজ্যকে শক্তিশালী রাজ্য পরিণত করার জন্য শশাঙ্ক কোন উপাধি ধারণ করেন?
উত্তরঃ রাজাধিরাজ।
৫২. কোন শাসক প্রাচীন জনপদ গুলোকে একত্রিত করেন?
উত্তরঃ শশাঙ্ক (৬০৬ সালে)।
৫৩. রাজা হর্ষবর্ধন কখন সিংহাসনে আরোহন করেন?
উত্তরঃ ৬০৬ খ্রিস্টাব্দে।
৫৪. স্বাধীন গৌর রাজ্যের রাজধানী ছিল কোথায়?
উত্তরঃ কর্ণসুবর্ণ (মুর্শিদাবাদ)।
৫৫. কর্ণসুবর্ণ বর্তমানে কোন অঞ্চলের নাম?
উত্তরঃ বর্তমান মুর্শিদাবাদ জেলা।
৫৬. হর্ষবর্ধন কোন অঞ্চলের রাজা ছিলেন?
উত্তরঃ থানেশ্বরের।
৫৭. হর্ষবর্ধনের সময় আগত চীনা পরিব্রাজকের নাম কি?
উত্তরঃ হিউয়েন সাং ।
৫৮. হিউয়েন সাং এর আগমনের সময়কাল ছিল কত?
উত্তরঃ ৬৩০ খ্রিস্টাব্দ।
৫৯. নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ রাজা হর্ষবর্ধন।
৬০. হর্ষবর্ধন কখন মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ৬৪৩ খ্রিস্টাব্দে।
৬১. হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ কনৌজে।
৬২. হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন?
উত্তরঃ বানভট্ট।
পাল বংশ
৬৩. বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি?
উত্তরঃ পাল বংশ।
৬৪. পাল বংশের রাজারা বাংলায় কত বছর রাজত্ব করেছেন?
উত্তরঃ প্রায় ৪০০ বছর।
৬৫. পাল বংশ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ৭৫০ সালে।
৬৬. পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ গোপাল পাল।
৬৭. পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উত্তরঃ ধর্মপাল।
৬৮. কবে পাল বংশের বিলুপ্তি ঘটে?
উত্তরঃ ১১২৪ সালে।
৬৯. গোপাল কখন সিংহাসনে আরোহন করেন?
উত্তরঃ আনুমানিক ৭৫৬ খ্রিস্টাব্দ হতে ৭৮১ খ্রিস্টাব্দ পর্যন্ত ২৫ বছর।
৭০. সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ধর্মপাল।
৭১. বাংলায় প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি?
উত্তরঃ পাল বংশ।
৭২. বাংলায় প্রথম বংশানুক্রমিক রাজবংশ চালু করে কারা?
উত্তরঃ পালরা (গোপাল)।
৭৩. সোমপুর বিহার কোথায় অবস্থিত?
উত্তরঃ নওগাঁ জেলার পাহাড়পুরে।
৭৪. দেবরাজাদের রাজধানী দেব পর্বত কোথায় অবস্থিত?
উত্তরঃ বর্তমান কুমিল্লা জেলার ময়নামতিতে।
৭৫. ধর্মপাল ধর্ম বিস্তারের জন্য কয়টি শিক্ষা কেন্দ্র স্থাপন করেন?
উত্তরঃ ৫০ টি।
৭৬. পাল বংশের সর্বশেষ রাজা কে?
উত্তরঃ রামপাল।
৭৭. বাংলা ভাষায় আদি নিদর্শন চর্যাপদ কোন বংশের সময় রচিত হয়?
উত্তরঃ পাল বংশের সময়।
সেন বংশ
৭৮. সেন বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ হেমন্ত সেন।
৭৯. সেন বংশের প্রতিষ্ঠা হয় কবে?
উত্তরঃ ১০৫০ সালে।
৮০. সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উত্তরঃ বিজয় সেন।
৮১. সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ বিজয় সেন।
৮২. বিজয় সেনের রাজত্বকাল কত বছর ছিল?
উত্তরঃ ১০৯৮-১১৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত।
৮৩. সেন বংশের প্রথম রাজা কে ছিলেন?
উত্তরঃ হেমন্ত সেন।
৮৪. বল্লাল সেনের উল্লেখযোগ্য রচনা গুলি কি?
উত্তরঃ দানসাগর ও অদ্ভুত সাগর।
৮৫. কার শাসনামলে বাংলা সর্বপ্রথম এক শাসন অধীনে আসে?
উত্তরঃ বিজয় সেনের শাসনামলে (১০৯৮-১১৬০ খ্রিস্টাব্দ)
৮৬. বল্লাল সেন কে ছিলেন?
উত্তরঃ বিজয় সেনের পুত্র।
৮৭. সেন বংশের সর্বশেষ রাজা কে?
উত্তরঃ লক্ষণ সেন।
৮৮. বক্তিয়ার খিলজী বাংলা আক্রমণ করেন কখন?
উত্তরঃ ১২০৪ খ্রিস্টাব্দে।
৮৯. সেন বংশের অবসান হয় কখন?
উত্তরঃ ১২০৪ খ্রিস্টাব্দে।
৯০. 'পরমেশ্বর', 'পরম ভট্টারক', 'মহারাজাধিরাজ' কার উপাধি ছিল?
উত্তরঃ বিজয় সেনের।
৯১. 'গৌড়েশ্বর' উপাধি কার ছিল?
উত্তরঃ লক্ষণ সেনের।
৯২. লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ গৌড় ও নদীয়াতে।
৯৩. বাংলার শেষ হিন্দু রাজা কে?
উত্তরঃ লক্ষণ সেন।
৯৪. দ্বারভাঙ্গা বা দার-ই-বঙ্গ নামে পরিচিত কোন স্থান?
উত্তরঃ ত্রিহুত।
৯৫. পূর্বে বোলঘকপুর বা বিদ্রোহের দেশ নামে পরিচিত ছিল কোন দেশ?
উত্তরঃ বাংলা।
পরিশেষেঃ
প্রিয় পাঠক, প্রাচীন বাংলা হতে বর্তমান বাংলা বা প্রাচীন বাংলা এবং বর্তমান বাংলার ইতিহাস সম্পর্কে বিস্তারিত ঘটনা সাধারণ জ্ঞান আকারে আমি পর্ব ভিত্তিকভাবে আর্টিকেল লিখে যাচ্ছি। আপনাদের মধ্যে যারা বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, বিসিএস প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার জন্য এই আর্টিকেল টিকে আপনাদের দৈনিক পাঠ্য তালিকায় রাখতে পারেন। নিয়মিত এই রকম কুইজ তথ্যে পেতে আমার এই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আরও তথ্যের জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।