সাধারণ জ্ঞান MCQ। (ব্রিটিশ বিরোধী আন্দোলনসমুহ)।

ব্রিটিশ বিরোধী আন্দোলন!

British Birodi Andolon
ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আআন্দোলন সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্নউত্তর MCQ

ফকির আন্দোলন 

১. বাংলায় ফকির সন্ন্যাসীদের আন্দোলন ছিল কাদের বিরুদ্ধে?

উত্তরঃ কোম্পানির শাসনের বিরুদ্ধে।

২. বাংলায় ফকির সন্ন্যাসীদের প্রধান নেতা কে ছিলেন?

উত্তরঃ ফকির মজনু শাহ।

৩. সন্ন্যাসীদের মধ্যে উল্লেখযোগ্য নেতা কে ছিলেন?

উত্তরঃ ভবানী পাঠক। 

৪. দিনাজপুর ফকির এবং কোম্পানির লোকদের মধ্যে সংঘর্ষে কারা পরাজিত হয়? 

উত্তরঃ কোম্পানির লোকেরা (১৭৭০ থেকে ১৭৭১ সালে)।

৫. কে ফকির সন্ন্যাসীদের দমন করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন? 

উত্তরঃ ওয়ারেন হেস্টিংস (তবে সবগুলোই ব্যর্থ হয়)।

৬. ফকির সম্প্রদায়ের নেতা ছিলেন কে?

উত্তরঃ মজনু শাহ (তিনি উভয় সম্প্রদায়ের প্রধান ছিলেন)।

৭. সন্ন্যাসীরা ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম সংগ্রাম শুরু করে কবে? 

উত্তরঃ 1760 সালে বর্ধমান জেলায়।

৮. 1763 সালে কারা বাকেরগঞ্জে কোম্পানির কুঠি লুট করে? 

উত্তরঃ একদল ফকির। 

৯. বাঙালি সন্ন্যাসীগণ ছিলেন কে? 

উত্তরঃ বেদান্তের মায়াবাদে বিশ্বাসী। 

১০. ফকির মজনু শাহ মৃত্যুবরণ করে কত সালে? 

উত্তরঃ 1787 সালে। 

১১. ফকিররা কত সালে চূড়ান্তভাবে পরাজিত হয়? 

উত্তরঃ 18০০ সালে । 

১২. ফকিররা কবে ঢাকায় কোম্পানির ফ্যাক্টরি আক্রমণ করে? 

উত্তরঃ 1763 সালে। 

১৩. ফকির আন্দোলনের নেতৃত্ব দেন কে? 

উত্তরঃ মজনুশাহ।

১৪. কোন সালে ফকিররা প্রথম ইংরেজদের উপর হামলা চালায়? 

উত্তরঃ 1763 সালে। 

তিতুমীরের আন্দোলন 

১৫. প্রথম দিকে ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন কে? 

উত্তরঃ তিতুমীর। 

১৬. তিতুমীরের প্রকৃত নাম কি? 

উত্তরঃ সৈয়দ নিসার আলী। 

১৭. তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?

উত্তরঃ নারিকেলবাড়িয়া। 

১৮. নারিকেলবাড়িয়ার বাঁশের কেল্লা ধ্বংস হয় কত সালে? 

উত্তরঃ ১৮৩১ সালে। 

১৯. কার নেতৃত্বে বাঁশের কেল্লা ধ্বংস হয়? 

উত্তরঃ লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ট। 

২০. কোন যুদ্ধের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা লুপ্ত হয়? 

উত্তরঃ পলাশীর যুদ্ধ। 

২১. তিতুমীরের অর্থনৈতিক ও সামাজিক জিহাদ ছিল কাদের বিরুদ্ধে? 

উত্তরঃ জমিদার ও নীলকর সাহেবদের বিরুদ্ধে। 

২২. কোন বাঙালি প্রথম ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে শহীদ হন? 

উত্তরঃ তিতুমীর। 

২৩. তিতুমীর কত সালে শাহাদাত বরণ করেন? 

উত্তরঃ ১৮৩১ সালে। 

২৪. কার নেতৃত্বে প্রথমে ইংরেজ সরকার তিতুমীরের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী পাঠায়? 

উত্তরঃ বারাসাতের ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার  (কিন্তু তার বাহিনী পরাজিত হয়)। 

২৫. তিতুমীর কার নেতৃত্বের কাছে পরাজিত ও নিহত হন? 

উত্তরঃ লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ট।

২৬. কার পরিকল্পনায় বাঁশের কেল্লা নির্মিত হয়? 

উত্তরঃ গোলাম মাসুম। 

২৭. ১৫ আগস্ট ১৯৪৭ সালে ভারতের কাছে ব্রিটিশরা কোথায় ক্ষমতা হস্তান্তর করে? 

উত্তরঃ দিল্লিতে। 

২৮. মক্কায় তিনি কার কাছে শিষ্যত্ব গ্রহণ করেন? 

উত্তরঃ সৈয়দ আহমদ বেরলভী। 

২৯. কোন বাঙালি প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে শহীদ হয়েছিলেন? 

উত্তরঃ শহীদ তিতুমীর (১৮৩১ সালে)। 

ফরায়েজী আন্দোলন 

৩০. ফরায়েজী আন্দোলনের প্রবর্তক কে? 

উত্তরঃ হাজী শরীয়ত উল্লাহ। 

৩১. তিনি কত বছর বয়সে মক্কায় যান? 

উত্তরঃ ১৮ বছর (সেখানে তিনি ২০ বছর অবস্থান করেন)। 

৩২. ফরজ কাজ মেনে চলার জন্য মুসলমানদেরকে আহ্বান করেন কে? 

উত্তরঃ হাজী শরীয়ত উল্লাহ (তবে ঈদ ও জুমার নামাজ প্রয়োজন নেই বলে তিনি ঘোষণা করে)। 

৩৩. হাজী শরীয়তুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? 

উত্তরঃ ১৭৮১ সালের শরীয়তপুর জেলায়। 

৩৪. মক্কায় অবস্থানকালে তিনি কোন আন্দোলনের সংস্পর্শে আসেন?

উত্তরঃ ওহাবী আন্দোলন। 

৩৫. হাজী শরীয়ত উল্লাহ কবে মৃত্যুবরণ করেন? 

উত্তরঃ ১৮৪০ সালে। 

দুদু মিয়া 

৩৬. দুদুমিয়া কে ছিলেন? 

উত্তরঃ হাজী শরীয়তুল্লাহর পুত্র। 

৩৭. দুদুমিয়ার আসল নাম কি? 

উত্তরঃ মোহাম্মদ মহসিন উদ্দিন। 

৩৮. ১৪ আগস্ট ১৯৪৭ সালে পাকিস্তানের কাছে ব্রিটিশরা কোথায় ক্ষমতা হস্তান্তর করেন? 

উত্তরঃ করাচিতে। 

৩৯. জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী এই মতবাদ প্রচার করেন কে? 

উত্তরঃ দুদুমিয়া। 

৪০. ভারত পাকিস্তান বিভক্তের সময় ব্রিটিশ গভর্নর কে ছিলেন? 

উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন। 

৪১. কোন আন্দোলন পরিচালনার জন্য চাঁদা আদায় করে কেন্দ্রীয় তহবিলের জমা দেয়া হতো? 

উত্তরঃ ফরায়েজী আন্দোলন। 

৪২. কার মৃত্যুর পর ফরায়েজী আন্দোলন দুর্বল হয়ে পড়ে? 

উত্তরঃ দুদুমিয়া (১৮৬২ সালে মৃত্যুবরণ করেন)।

সিপাহী বিদ্রোহ 

৪৩. সিপাহী বিপ্লব কত সালে সংঘটিত হয়? 

উত্তরঃ 1857 সালে। 

৪৪. সিপাহী বিদ্রোহকে কি বলা হয়? 

উত্তরঃ প্রথম স্বাধীনতা সংগ্রাম। 

৪৫. কোন রাইফেল ব্যবহারের কারণে সিপাহীদের মনে অসন্তোষ দেখা দেয়? 

উত্তরঃ এনফিল্ড রাইফেল।

৪৬. সিপাহী বিদ্রোহ প্রথমে শুরু হয় কোথায়? 

উত্তরঃ বঙ্গদেশের দমদমে এবং ব্যারাকপুরে। 

৪৭. ১৮৫৭ সালের মে মাসে অশ্বারোহী ও পদাতিক সৈন্যরা কোথায় বিদ্রোহ করে? 

উত্তরঃ মিরাটে। 

৪৮. উপমহাদেশের প্রধান শাসক কে ব্রিটিশ সরকার কর্তৃক কি উপাধি দেওয়া হয়? 

উত্তরঃ ভাইসরয়।

৪৯. সিপাহী বিদ্রোহ সমর্থন করায় কোন মোগল সম্রাট ক্ষমতা যুক্ত হন? 

উত্তরঃ দ্বিতীয় বাহাদুর শাহ। 

৫০. সিপাহী বিপ্লবের পর কত সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন সংক্রান্ত এক নতুন আইন পাশ হয়? 

উত্তরঃ 1858 সালে। 

৫১. কত সালে উপমহাদেশে কোম্পানি শাসনের অবসান ঘটে? 

উত্তরঃ 1858 সালে। 

৫২. ব্রিটিশ সরকার কত সালে সরাসরিভাবে ভারত শাসনের দায়িত্ব গ্রহণ করেন? 

উত্তরঃ ১৮৫৮ সালে। 

নীল বিদ্রোহ 

৫৩. নীল বিদ্রোহের অবসান ঘটে কত সালে? 

উত্তরঃ 1860 সালে। 

৫৪. নীলকরদের অত্যাচারের কাহিনী অবলম্বনে নীলদর্পণ নাটক কে রচনা করেন? 

উত্তরঃ দীনবন্ধু মিত্র। 

৫৫. ইংল্যান্ডের শিল্প বিপ্লব কোন শতকে সংঘটিত হয়? 

উত্তরঃ ১৮ শতকের শেষের দিকে। 

৫৬. নীল চাষে কাদের বিশেষ কোন দায়িত্ব ছিল না? 

উত্তরঃ নীলকর সাহেবদের। 

৫৭. নীল বিদ্রোহ ছিল_?

উত্তরঃ চাষীদের নীল চাষের বিরুদ্ধে ইংরেজ বণিকদের বিদ্রোহ? 

৫৮. নীল বিদ্রোহের অবসান ঘটে কত সালে? 

উত্তরঃ ১৮৫৯-৬০ সালে। 

৫৯. বাংলায় কত বছর পর্যন্ত নীল চাষ অব্যাহত থাকে? 

উত্তরঃ প্রায় ১০০ বছর। 

৬০. নীল চাষিরা বিদ্রোহের জন্য গঠন করেছিল কি?

উত্তরঃ লাঠিয়াল এবং বরকন্দাজ বাহিনী। 

বাংলার রাজনৈতিক আন্দোলন 

৬১. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে, কবে প্রতিষ্ঠা করেন? 

উত্তরঃ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ১৮৭৬ খ্রিস্টাব্দে। 

৬২. কংগ্রেস কখন প্রতিষ্ঠিত হয়? 

উত্তরঃ ১৮৮৫ খ্রিস্টাব্দে। 

৬৩. মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 

উত্তরঃ ১৯০৬ খ্রিস্টাব্দের ৩০ ডিসেম্বর। 

৬৪. মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রস্তাব পেশ করা হয় কখন? 

উত্তরঃ শাহবাগের শিক্ষা সম্মেলনে। 

৬৫. মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের সভাপতি হন কবে? 

উত্তরঃ ১৯১৫ খ্রিস্টাব্দে। 

৬৬. কে সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি নিযুক্ত হন? 

উত্তরঃ আগা খান।

৬৭. দ্বি-জাতিত্তত্বের প্রবক্তা কে?

উত্তরঃ মোহাম্মদ আলী জিন্নাহ। 

৬৮. কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? 

উত্তরঃ এ্যালান অক্টোভিয়ান হিউম। 

৬৯. মুসলিম লীগ গঠনের প্রস্তাব পেশ করেন কে? 

উত্তরঃ নবাব সলিমুল্লাহ। 

৭০. মুসলিম লীগের প্রকৃত নাম কি ছিল? 

উত্তরঃ নিখিল ভারত মুসলিম লীগ। 

৭১. "খেলাফত আন্দোলনের" নেতৃত্ব দেন কে? 

উত্তরঃ মাওলানা মোহাম্মদ আলী ও মাওলানা শওকত আলী এবং মাওলানা আবুল কালাম আজাদ ও একে ফজলুল হক। 

৭২. খেলাফত আন্দোলনের সূচনা হয় কবে?

উত্তরঃ ১৯২০ সালে। 

৭৩. লর্ড কার্জন ভারতের বড়লাট নিযুক্ত হন কবে? 

উত্তরঃ ১৮৯৮ খ্রিস্টাব্দে। 

৭৪. কে ভারতবর্ষে আদমশুমারি প্রবর্তন করেন? 

উত্তরঃ লর্ড ক্যানিং ১৮৬১ খ্রিস্টাব্দে। 

৭৫. উপমহাদেশে নিযুক্ত প্রথম ভাইসরয় কে? 

উত্তরঃ লর্ড ক্যানিং। 

৭৬. উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন কে? 

উত্তরঃ লর্ড ক্যানিং। 

৭৭. অহিংসা ও অসহযোগ আন্দোলনের জনক কে?

উত্তরঃ মহাত্মা গান্ধী। 

৭৮. মহাত্মা গান্ধীর প্রকৃত নাম কি? 

উত্তরঃ করম চাঁদ মোহনদাস গান্ধী। 

৭৯. মহাত্মা গান্ধী কবে ভারতের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করে? 

উত্তরঃ ১৯১৭ সালে। 

৮০. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কত সালে সংঘটিত হয়? 

উত্তরঃ ১৯১৯ সালে। 

৮১. রবীন্দ্রনাথ 'নাইট' উপাধি প্রত্যাখ্যান করেন কেন?

উত্তরঃ জালিয়ানওয়ালাবার্গ হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে। 

৮২. দ্বিজাতি তত্ত্ব কত সালে ঘোষণা করা হয়? 

উত্তরঃ ১৯৩৯ সালে। 

৮৩. 'লাহোর প্রস্তাব' ঘোষণা করা হয় কত সালে? 

উত্তরঃ ১৯৪০ সালের ২৩ মার্চ। 

৮৪. কে লাহোর প্রস্তাব ঘোষণা করেন? 

উত্তরঃ এ কে ফজলুল হক। 

৮৫. লাহোর প্রস্তাব অধিবেশনের সভাপতি কে ছিলেন? 

উত্তরঃ মোহাম্মদ আলী জিন্নাহ। 

৮৬. ভারত উপমহাদেশে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 

উত্তরঃ ১৯৩৭ সালে। 

৮৭. ১৯৩৭ সালের নির্বাচনে কোন দল সরকার গঠন করে? 

উত্তরঃ এ কে ফজলুল হকের নেতৃত্বে কৃষক প্রজা পার্টি। 

৮৮. অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে হন? 

উত্তরঃ এ কে ফজলুল হক। 

৮৯. সন্ত্রাসী কর্মকাণ্ডে কাকে ফাঁসি দেওয়া হয়? 

উত্তরঃ ক্ষুদিরামকে (১৯০৮ সালে)। 

৯০. মাস্টারদা সূর্য সেন কত সালে চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন করেন? 

উত্তরঃ ১৮ এপ্রিল ১৯৩০ সালে। 

৯১. মাস্টারদা সূর্য সেন কে কত সালে ফাঁসি দেওয়া হয়? 

উত্তরঃ ১৯৩১ সালে। 

৯২. বিপ্লবী "প্রীতিলতা ওয়াদ্দেদার" কিসের সাথে জড়িত ছিলেন? 

উত্তরঃ ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে। 

৯৩. 'রাখী বন্ধন' অনুষ্ঠান প্রচলন করেন কে? 

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর। 

৯৪. কত সালে ভারত স্বাধীন আইন পাশ করা হয়? 

উত্তরঃ ১৮ জুলাই ১৯৪৭ সালে। 

৯৫. স্বাধীন সার্বভৌম পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কবে? 

উত্তরঃ ১৪ আগস্ট ১৯৪৭ সালে। 

৯৬. ভারত পাকিস্তান বিভক্ত করে কোন কমিশন? 

উত্তরঃ র‍্যাডক্লিফ  কমিশন। 


পরিশেষেঃ

Next Post Previous Post