সাধারণ জ্ঞান MCQ | বাংলায় ইউরোপীয়দের আগমন।
সাধারণ জ্ঞান MCQ | বাংলায় ইউরোপীয়দের আগমন।
পর্তুগিজদের আগমন
১. ভারতের প্রাচীন নাম কি?
উত্তরঃ জম্মুদ্বীপ।
২. ভারতে আসার জলপথ আবিষ্কারের কৃতিত্ব কাদের?
উত্তরঃ পর্তুগিজদের।
৩. ইউরোপ থেকে ভারতে যাওয়ার সমুদ্রপথ কত সালে আবিষ্কৃত হয়?
উত্তরঃ ১৪৮৭ সালে।
৪. পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কোন সালে ভারতে আসেন?
উত্তরঃ ১৪৯৮ সালে।
৫. ইউরোপীয় বণিকদের মধ্যে কে প্রথম ভারতে বাণিজ্য করতে আসেন?
উত্তরঃ পর্তুগিজরা।
৬. পর্তুগিজরা কত সালে বাংলায় আসে?
উত্তরঃ ১৫১৬ সালে।
৭. পর্তুগিজ ন্যাভিগেটর ভাস্কো দা গামা ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে আসেন কত সালে?
উত্তরঃ ১৪৯৮ সালে।
৮. পর্তুগিজ নাবিক ব্যর্থলোমিউ দিয়াজ কত সালে আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে উত্তমাশা অন্তরীপ এ পৌঁছেন?
উত্তরঃ ১৪৮৭ সালে।
৯. হুগলি হতে পর্তুগীজদের বিতাড়িত করেন কে?
উত্তরঃ বাংলার সুবেদার কাসেম খান (সম্রাট শাহজাহানের প্রতিনিধি)।
১০. পর্তুগিজদের সম্পূর্ণরূপে দমন করেন কে?
উত্তরঃ সুবেদার শায়েস্তা খান।
১১. কার আমলে পর্তুগিজরা এদেশে ব্যবসায় বাণিজ্য করার অনুমতি পায়?
উত্তরঃ সম্রাট আকবর।
১২. পর্তুগিজগণ প্রথম কত সালে বাংলায় ঘাঁটি স্থাপন করেন?
উত্তরঃ ১৫১৬ সালে।
১৩. ভাস্কো দা গামা কাদের সাহায্যে ভারতে আসেন?
উত্তরঃ বার্থলেমিউ দিয়াজের প্রদর্শিত পথে আরব নাবিকদের সাহায্য।
১৪. পর্তুগিজগণ কত সালে গোয়াতে ঘাঁটি স্থাপন করেন?
উত্তরঃ ১৫১০ সালে।
ওলন্দাজদের আগমন
১৫. পর্তুগিজদের পর কারা বাণিজ্যের জন্য বাংলায় আসেন?
উত্তরঃ ওলন্দাজরা/ ডাচরা (১৬০২ সালে)।
১৬. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাণিজ্যের জন্য বাংলায় আসেন?
উত্তরঃ ১৬০৮ সালে।
১৭. ওলন্দাজরা কত সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে?
উত্তরঃ ১৬০২ সালে।
১৮. কার শাসনামলে ওলন্দাজরা বিধরের যুদ্ধে ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়?
উত্তরঃ ১৭৫৬ সালে।
১৯. ওলন্দাজগন ১৬০৫ সালে বাংলাদেশের কোথায় ঘাঁটি স্থাপন করেন?
উত্তরঃ মুসলিপট্টমে (1610 সালে পুলিকটে)।
২০. ওলন্দাজদের বাণিজ্য কুঠি গুলো কাদের হস্তগত হয়?
উত্তরঃ ইংরেজদের।
২১. বাংলায় ওলন্দাজদের উল্লেখযোগ্য কুঠি ছিল কোনগুলো?
উত্তরঃ চুঁচুড়া, বালেশ্বর, কাশিমবাজার এবং বরানগর।
বাংলায় দিনেমারদের আগমন
২২. উপমহাদেশে কারা দিনেমার নামে পরিচিত ছিল?
উত্তরঃ ডেনমার্কের অধিবাসী।
২৩. দিনেমারগণ কাদের নিকট বাণিজ্য কুঠির বিক্রি করে চলে যায়?
উত্তরঃ ইংরেজদের নিকট ১৭৪৫ সালে।
২৪. দিনেমারগণ কত সালে ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে?
উত্তরঃ ১৬১৬ সালে।
বাংলায় ইংরেজদের আগমন
২৫. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়?
উত্তরঃ ১৬০০ সালে।
২৬. কোন মুঘল সম্রাট ইংরেজদের বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন?
উত্তরঃ সম্রাট জাহাঙ্গীর।
২৭. রানী প্রথম এলিজাবেথ কোম্পানিকে কত বছরে বাণিজ্য করা সনদ প্রদান করেন?
উত্তরঃ ১৫ বছর।
২৮. ইংরেজরা কত সালে উপমহাদেশে বাণিজ্য কুঠি নির্মাণ করে?
উত্তরঃ ১৬০৮ সালে সুরাটে।
২৯. কিসের উদ্দেশ্য নিয়ে ইংরেজরা প্রথমে উপমহাদেশে আগমন করে?
উত্তরঃ বাণিজ্য।
৩০. কোন ইংরেজ জাহাঙ্গীরের দরবারে রাষ্ট্রদূত হিসেবে আসেন?
উত্তরঃ রাজা প্রথম জেমস এর রাষ্ট্রদূত টমাস রো ১৬১৫ সালে।
৩১. ইংরেজগণ কত সালে বালেশ্বরে কুঠি স্থাপন করেন?
উত্তরঃ ১৬৩৩ সালে এবং হুগলিতে ১৬৫১ সালে।
৩২. ইংরেজগণ কত সালে মোগলদের কয়েকটি দুর্গ আক্রমণ করে?
উত্তরঃ ১৬৮৬ সালে।
৩৩. কোন হটকারিতার জন্য ইংরেজগণকে বাংলা ছাড়তে হয়?
উত্তরঃ মোগলদের দুর্গ আক্রমণ ১৬৮৬ সালে।
৩৪. দ্বিতীয়বার এসে কোন ইংরেজ কুঠি স্থাপনের অনুমতি পান?
উত্তরঃ জজ চার্নক।
৩৫. কার কাছ থেকে ইংরেজরা কলকাতার আশেপাশের ৪৮ টি গ্রাম ক্রয়ের অনুমতি পায়?
উত্তরঃ সম্রাট ফররুকশিয়ার। কিন্তু মুর্শিদকুলি খাঁ এর বিরোধিতা করেছিলেন।
৩৬. ইংরেজরা কত সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে?
উত্তরঃ ১৭০০ সালে।
৩৭. বার্ষিক কত টাকার বিনিময়ে ইংরেজগণ কিছু জমিদারি ক্রয় করতে সক্ষম হন?
উত্তরঃ ৩০০০ টাকা।
৩৮. বার্ষিক ৩০০০ টাকার বিনিময়ে ইংরেজরা মোগলদের কাছ থেকে কোন কোন জমিদারি ক্রয় করে?
উত্তরঃ কলকাতা, সুলতানটি এবং গোবিন্দপুর।
৩৯. কত বছর পর ইংরেজরা আবার মোগলদের সাথে সন্ধি করে?
উত্তরঃ চার বছর।
৪০. ইংরেজরা প্রথম বাংলায় কুঠি স্থাপন করে?
উত্তরঃ সুরাটে ১৬০৮ সালে।
৪১. ইংরেজরা সুরাটে কঠিন নির্মাণের জন্য কোন মুঘল সম্রাটের অনুমতি নেয়?
উত্তরঃ সম্রাট জাহাঙ্গীরের।
বাংলায় ফরাসিগণের আগমন
৪২. উপমহাদেশে ইউরোপীয় সাম্রাজ্য স্থাপনের প্রথম চেষ্টা করেছিল কারা?
উত্তরঃ ফরাসিরা।
৪৩. ইউরোপীয়দের মধ্যে কারা সর্বশেষ উপমহাদেশে আগমন করে?
উত্তরঃ ফরাসিরা।
৪৪. ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়?
উত্তরঃ ১৬৬৪ সালে।
৪৫. ফরাসিরা কত সালে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে?
উত্তরঃ ১৬৬৮ সালে (মুসলিম্পটমে ১৬৬৯ এবং পন্ডিচেরিতে ১৬৭৩ সাল)।
৪৬. ১৬৯০- ৯২ সালের মধ্যে ফরাসিরা কোথায় তাদের ফ্যাক্টরি নির্মাণ করেন?
উত্তরঃ চন্দননগর।
৪৭. ব্রিটিশ সেনাপতি আয়ারকোট কোন যুদ্ধের মাধ্যমে ফরাসিদের কাছ থেকে পন্ডিচেরি দখল করে নেয়?
উত্তরঃ বন্দিবাসের যুদ্ধে।
৪৮. উপমহাদেশে কোন দুই ভিন্ন জাতি পরস্পর যুদ্ধে লিপ্ত ছিল?
উত্তরঃ ইংরেজ ও ফরাসি।
৪৯. বাংলায় ফরাসিদের শ্রেষ্ঠ কুঠি চন্দননগর ইংরেজরা কত সালে দখল করে?
উত্তরঃ ১৭৫৭ সালে।
৫০. বাংলায় ফরাসিদের উল্লেখযোগ্য কুঠি গুলো কোথায় ছিল?
উত্তরঃ বালেশ্বর, কাশিমবাজার এবং চন্দননগর।
৫১. ডুপ্লে কত সালে ফরাসিদের প্রধান হয়ে এ দেশে আসেন?
উত্তরঃ ১৭৪১ সালে।
৫২. ফরাসিরা কত সালে বাংলায় আসেন?
উত্তরঃ ১৬৬৮ সালে।
বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠা
৫৩. মুর্শিদকুলি খান কত সালে বাংলার সুবাদার নিযুক্ত হন?
উত্তরঃ ১৭১৭ খ্রিস্টাব্দে।
৫৪. মুর্শিদকুলি খানের পর বাংলার সুবেদার নিযুক্ত হন কে?
উত্তরঃ সুজা উদ্দিন।
৫৫. কোন সুবেদারকে পরাজিত করে আলীবর্দী খান বাংলার কৃতিত্ব লাভ করেন?
উত্তরঃ সরফরাজ খান কে।
৫৬. আলীবর্দী খানের রাজত্বকাল ছিল কত বছর?
উত্তরঃ ১৭৪০ থেকে ১৭৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত।
৫৭. আলীবর্দী খান কখন ক্ষমতায় অধিষ্ঠিত হন?
উত্তরঃ ১৭৪০ খ্রিস্টাব্দে।
নবাব সিরাজ- উদ-দৌলা
৫৮. নবাব সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি?
উত্তরঃ মির্জা মুহাম্মদ।
৫৯. সিরাজের পিতার নাম কি ছিল?
উত্তরঃ মির্জা মোহাম্মদ হাসিম জয়নুদ্দিন খান মাতা আমেনা বেগম।
৬০. নবাব আলীবর্দী খান মৃত্যুবরণ করেন কত সালে?
উত্তরঃ ১৭৫৬ সালে তিনি ছিলেন সিরাজের নানা।
৬১. সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন কত সালে?
উত্তরঃ ১৭৫৬ সালে।
৬২. কে নবাবের রাজ কোষাগার থেকে অর্থ আত্মসাৎ করে ইংরেজদের কাছে আশ্রয় গ্রহণ করেন?
উত্তরঃ রাজ বল্লভের পুত্র কৃষ্ণদাস।
৬৩. সিরাজ কত সালে কাশিমবাজার দুর্গ অধিকার করেন?
উত্তরঃ ১৭৫৬ সালে এবং ফোর্ট উইলিয়ামো অধিকার করেন।
৬৪. কখন পলাশীর যুদ্ধ হয়?
উত্তরঃ ২৩ জুন ১৭৫৭ সালে বৃহস্পতিবার সকাল ৯ টায়।
৬৫. আলীবর্দী খানের অন্যতম দৌহিত্র ছিলেন কে?
উত্তরঃ শওকত জং।
৬৬. ঘসেটি বেগম কে ছিলেন?
উত্তরঃ আলীবর্দী খানের কন্যা।
৬৭. সিরাজউদ্দৌলা কখন কলকাতা নগরী দখল করেন?
উত্তরঃ ২০ জুন ১৭৫৬ খ্রিস্টাব্দে।
৬৮. নবাব ও ইংরেজদের মধ্যে সন্ধি হয় কখন?
উত্তরঃ ১৭৫৭ সালের ৯ ফেব্রুয়ারি।
৬৯. পলাশীর যুদ্ধে কে পরাজয় বরণ করেন?
উত্তরঃ নবাব সিরাজ-উদ-দৌলা।
৭০. পলাশীর যুদ্ধে পরাজয়ের মূল কারণ কি?
উত্তরঃ প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতা।
৭১. মীরজাফর কখন বাংলার নাম মাত্র নবাব হয়?
উত্তরঃ ২৯ জুন ১৭৫৭ সালে।
৭২. বাংলার প্রথম স্বাধীন নবাব কে?
উত্তরঃ মুর্শিদকুলি খান।
৭৩. কোন সালে বাংলার প্রথম স্বাধীন নবাব সিংহাসন আরোহন করেন?
উত্তরঃ ১৭১৭ সালে।
৭৪. বাংলার শেষ স্বাধীন নবাব কে?
উত্তরঃ নবাব সিরাজ-উদ-দ্দৌলা।
৭৫. নবাব সিরাজ-উদ-দ্দৌলা বাংলার সিংহাসন আরোহন করেন কবে?
উত্তরঃ ১৭৫৬ সালে।
৭৬. কত সালে নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন?
উত্তরঃ ২০ জুন ১৭৫৬ সালে।
৭৭. বাংলার শেষ নবাব কে?
উত্তরঃ নিজামউদ্দৌলা।
৭৮. বক্সাসের যুদ্ধ হয়েছিল কবে?
উত্তরঃ ১৭৬৪ সালে।
৭৯. বক্সারের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
উত্তরঃ ইংরেজ ও মীর কাসিম।
৮০. বর্গী নামে পরিচিত কারা?
উত্তরঃ মারাঠারা।
৮১. কলকাতার নাম পরিবর্তন করে সিরাজউদ্দৌলা কি রাখেন?
উত্তরঃ আলিনগর (1756 সালে)।
৮২. সিরাজউদ্দৌলার হত্যাকারী কে?
উত্তরঃ মহম্মদী বেগ।
৮৩. ওলন্দাজের প্রধান ঘাটি ছিল কোথায়?
উত্তরঃ মাদ্রাজে।
৮৪. পলাশীর যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিল কে?
উত্তরঃ রবার্ট ক্লাইভ।
৮৫. কোন যুদ্ধে পরাজয়ের ফলে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়?
উত্তরঃ পলাশীর যুদ্ধে।
৮৬. কে ইংরেজদের কে বিনাশুলকে বাংলায় বাণিজ্য করার অনুমতি দেন?
উত্তরঃ শায়েস্তা খান।
৮৭. কে কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ জর্জ চার্নক।
৮৮. কে কলকাতা নগরীর নাম আলিনগর রাখেন?
উত্তরঃ সিরাজ-উদ-দ্দৌলা।
৮৯. সিরাজউদ্দৌলা কে ছিলেন?
উত্তরঃ আলীবর্দী খানের নাতি।
৯০. ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয় কখন?
উত্তরঃ ১৭০০ সালে।
৯১. কে দশসালা বন্দোবস্ত ব্যবস্থা চালু করেন?
উত্তরঃ কর্নওয়ালিস (১৭৯০ সালে)।
৯২. কে ঢাকার নাম পরিবর্তন করে জাহাঙ্গীরনগর নাম রাখেন?
উত্তরঃ ইসলাম খান।
বাংলায় ইংরেজদের প্রভুত্ব বিস্তার
৯৩. দ্বৈত শাসন কি?
উত্তরঃ ইঙ্গ মুঘল যৌথ শাসন। অর্থাৎ শাসন ব্যবস্থা থাকবে নবাবের হাতে আর রাজস্ব আদায়ের দায়িত্ব থাকবে ইংরেজদের হাতে।
৯৪. দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন কে?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস।
৯৫. বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
উত্তরঃ লর্ড কর্নওয়ালিস।
৯৬. বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করা হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৩ সালের ২৩ শে মার্চ।
৯৭. পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তক কে?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস।
৯৮. আদালতে ফারসি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন শুরু হয় কত সালে?
উত্তরঃ ১৮৩৫ সালে।
৯৯. মোগলদের আমলে রাজস্ব দিতে না পারলে জমিদারদের কে কি করা হতো?
উত্তরঃ শাস্তি দেওয়া হতো।
১০০. "সূর্যাস্ত আইন" চালু হয় কার সময়ে?
উত্তরঃ লর্ড কর্নওয়ালিস (১৭৯৩ সালে) এর আমলে।
১০১. কে "সতীদাহ প্রথার" বিলোপ সাধন করেন?
উত্তরঃ লর্ড বেন্টিঙ্ক।
১০২. "বিধবা বিবাহ" আইন প্রচলন করা হয় কত সাল থেকে?
উত্তরঃ ১৮৫৬ সাল থেকে।
১০৩. দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে?
উত্তরঃ লর্ড ক্লাইভ।
১০৪. দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় কত সালে?
উত্তরঃ ১৭৬৫ সালে।
১০৫. "দ্বৈত শাসন ব্যবস্থা" কে বিলোপ করেন?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস (১৭৭২ সালে)।
১০৬. উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন কে?
উত্তরঃ লর্ড ক্যানিং (১৮৫৭ সাল)।
১০৭. ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কবে?
উত্তরঃ ১৮৫৮ সালে।
১০৮. রানী ভিক্টোরিয়া কত সালে উপমহাদেশের শাসন ক্ষমতা গ্রহণ করেন?
উত্তরঃ ১৮৫৮ সালে।
১০৯. উপমহাদেশের সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করা হয় কত সালে?
উত্তরঃ ১৮৫৩ সালে।
১১০. উপমহাদেশের সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন কে?
উত্তরঃ লর্ড ডালহৌসী।
১১১. সাম্রাজ্যবাদী স্বত্ববিলোপ নীতির প্রবর্তক কে?
উত্তরঃ লর্ড ডালহৌসী।
১১২. উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস।
১১৩. সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল কবে?
উত্তরঃ ১৮৫৭ সালে।
১১৪. সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল কোথায়?
উত্তরঃ বঙ্গদেশের ব্যারাকপুরে (৯ মার্চ ১৮৫৭ সাল)।
১১৫. উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর কে?
উত্তরঃ লর্ড ক্লাইভ।
১১৬. ইতিহাস খ্যাত দুর্ভিক্ষ "ছিয়াত্তরের মন্বন্তর" হয়েছিল বাংলা কত সালে?
উত্তরঃ ১১৭৬ সালে।
১১৭. "পঞ্চাশের মন্বন্তর" হয়েছিল ইংরেজি কত সালে?
উত্তরঃ ১৯৪৩ সালে (বাংলা ১৩৫০ সালে)।
১১৮. লর্ড কর্নওয়ালিস কত সালে গভর্নর জেনারেল নিযুক্ত হন?
উত্তরঃ ১৮৮৬ সালে।
১১৯. ব্রিটিশ পার্লামেন্টের "রেগুলেটিং অ্যাক্ট" পাস হয় কত সালে?
উত্তরঃ ১৭৮৪ সালে।
১২০. ভারতে 'সিভিল সার্ভিস' পরীক্ষার প্রচলন করেছিলেন কোন গভর্নর জেনারেল?
উত্তরঃ লর্ড কর্নওয়ালিস।
১২১. 'অন্ধকূপ হত্যা' কি?
উত্তরঃ হলওয়ের কর্তৃক সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ফোর্ট উইলিয়াম দুর্গে ১২৩ জন ইংরেজকে হত্যার মিথ্যা প্রচার।
১২২. 'অন্ধকূপ হত্যা' সংঘটিত হয় কত সালে?
উত্তরঃ ১৭৫৬ সালে।
১২৩. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত বছর উপমহাদেশ শাসন করেছিল?
উত্তরঃ 190 বছর (১৭৫৭ থেকে ১৯৪৭)।
১২৪. টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন?
উত্তরঃ মহীশূরের।
১২৫. উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
উত্তরঃ লর্ড মাউন্ট ব্যাটেন।
১২৬. বঙ্গভঙ্গ হয় কত সালে?
উত্তরঃ ১৯০৫ সালে।
১২৭. বঙ্গভঙ্গ করেন কোন ইংরেজ শাসক?
উত্তরঃ লর্ড কার্জন।
১২৮. বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার বা বঙ্গ প্রদেশের রাজধানী কোথায় হয়?
উত্তরঃ ঢাকা (দ্বিতীয়বার রাজধানী)।
১২৯. বঙ্গভঙ্গ রদ করেন কোন ইংরেজ শাসক?
উত্তরঃ লর্ড হার্ডিঞ্জ।
১৩০. চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কারা জমির মালিকানা লাভ করে?
উত্তরঃ জমিদারগণ।
১৩১. দশসালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্ত করেন কে?
উত্তরঃ লর্ড কর্নওয়ালিস (১৭৯৩ সালের ২২ মার্চ)।
১৩২. কত সালে কোম্পানি বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে?
উত্তরঃ ১৭৬৫ সালে।
১৩৩. মীরজাফরকে সরিয়ে কাকে বাংলার মসনদে বসানো হয়?
উত্তরঃ মীরজাফরের জামাতা মীর কাসিম কে।
১৩৪. মীরজাফরের মৃত্যুর পর কে বাংলার মসনদ লাভ করেন?
উত্তরঃ মীরজাফরের পুত্র নিজাম উদ দৌলা।
১৩৫. বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে?
উত্তরঃ লর্ড ক্লাইভ।
১৩৬. কোন যুদ্ধে মীর কাসিম ইংরেজদের কাছে সম্পূর্ণরূপে পরাজিত হয়?
উত্তরঃ বক্সারের যুদ্ধে।
১৩৭. বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তরঃ ১৭৬৪ সালে।
১৩৮. বক্সারের যুদ্ধের পর কাকে বাংলার মসনদে বসানো হয়?
উত্তরঃ মীরজাফর কে।
১৩৯. কার সাথে চুক্তির মাধ্যমে ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন?
উত্তরঃ মোগল সম্রাট শাহ আলম।
১৪০. কোন ব্রিটিশ সরকার সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাস করেন?
উত্তরঃ লর্ড বেন্টিঙ্ক।
১৪১. সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাস হয় কত সালে?
উত্তরঃ ১৮২৯ সালে।
১৪২. লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ করেন কে?
উত্তরঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।
১৪৩. দ্বৈত শাসন ব্যবস্থার ফলে বিচার ও শাসন বিভাগের দায়িত্ব কার উপর ন্যস্ত হয়?
উত্তরঃ নবাবের উপর।
১৪৪. কোম্পানির হাতে কোন দায়িত্ব আসে দ্বৈত শাসন ব্যবস্থার ফলে?
উত্তরঃ রাজস্ব আদায় এবং দেশরক্ষা।
১৪৫. সতীদাহ প্রথা বাতিল করা হয় কবে?
উত্তরঃ ১৮২৯ সালে।
১৪৬. শাসন কার্য পরিচালনার জন্য নবাবকে বাৎসরিক কত টাকা দেওয়া হয়?
উত্তরঃ ৫৩ লক্ষ টাকা (সম্রাটকে দেওয়া হয় বাৎসরিক ২৬ লক্ষ টাক)।
১৪৭. ইংরেজ শাসনামলে ১৭৭০ সালে যে দুর্ভিক্ষটি হয় তা কি নামে পরিচিত?
উত্তরঃ ছিয়াত্তরের মন্বন্তর।
১৪৮. দুর্ভিক্ষের কারণে বাংলায় কত লোক মৃত্যুবরণ করে?
উত্তরঃ কোম্পানির হিসাব মতে প্রায় ১ কোটি।
১৪৯. ছিয়াত্তরের দুর্ভিক্ষের সময় বাংলার গভর্নর ছিলেন কে?
উত্তরঃ কার্টিয়ার।
১৫০. ছিয়াত্তরের মন্বন্তর ইংরেজি কত সালে সংঘটিত হয়?
উত্তরঃ ১৭৭০ সালে।
১৫১. ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কত সালে সংঘটিত হয়?
উত্তরঃ ১১৭৬ সালে।
১৫২. খাজনা আদায়ের সুবিধার্থে কে প্রথমে পাঁচশালা এবং পরে একসনা বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করেন?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস।
১৫৩. সূর্যাস্ত আইন অনুযায়ী রাজস্ব দিতে না পারলে কি করা হতো?
উত্তরঃ জমিদারি নিলামে দেওয়া হতো।
পরিশেষেঃ