বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসঃ (সাধারণ জ্ঞান MCQ)
হেলো ভিউয়ার, আশা করি সবাই ভাল আছেন। প্রিয় পাঠক, দেখতে দেখতে আজ আমরা প্রাচীন বাংলা হতে বর্তমান বাংলার ইতিহাসের ১০ম পর্বে, অর্থাৎ প্রায় শেষ অংশে চলে এসেছি। গত পর্বে আমি আলোচনা করেছিলাম বাংলায় ধর্মীয় এবং সামাজিক সংস্কারসমুহ নিয়ে। আজ আলোচনা করবো বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সম্পর্কে। অর্থাৎ পাকিস্তান হতে স্বাধীন বাংলাদেশ রূপান্তরের খুটিনাটি সকল বিষয় নিয়ে। যদিও আজকের পর্বটি একটু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে তবুও আশাকরি আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক-
(প্রাচীন বাংলা হতে বর্তমান বাংলার ইতিহাস)-১০ম পর্ব। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (সাধারণ জ্ঞান MCQ) |
১. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বীজ বপন হয় কত সালে?
উত্তরঃ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে।
২. অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে?
উত্তরঃ শেরে বাংলা একে ফজলুল হক।
৩. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ লর্ড মাউন্ট ব্যাটেন।
৪. স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ।
৫. বাংলাদেশ কতকাল পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল?
উত্তরঃ ২৪ বছর।
৬. পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ লিয়াকত আলি খান।
৭. পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তরঃ ইসকান্দার মির্জা।
৮. পাকিস্তানের প্রথম সামরিক আইন কে জারি করেন?
উত্তরঃ ইসকান্দার মির্জা।
৯. পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি হয় কবে?
উত্তরঃ ৭ অক্টোবর ১৯৮৫ সালে।
১০. পাকিস্তানের প্রথম সামরিক আইনের প্রধান প্রশাসক কে নিযুক্ত হন?
উত্তরঃ জেনারেল মুহাম্মদ আইয়ুব খান।
১১. আইয়ুব খান কবে ইস্কান্দার মির্জার স্থলাভিষিক্ত হন?
উত্তরঃ ২৭ অক্টোবর ১৯৫৮ সালে।
১২. আইয়ুব খান কেন ও কবে পদত্যাগ করেন?
উত্তরঃ দেশের রাজনৈতিক সংকটের মুখে ২৫ মার্চ ১৯৬৯ সালে।
১৩. পাকিস্তানের দ্বিতীয় সামরিক আইন কে জারি করেন?
উত্তরঃ আগা মোহাম্মদ ইয়াহিয়া খান।
১৪. পাকিস্তানের দ্বিতীয় সামরিক আইন জারি হয় কবে?
উত্তরঃ ২৫ মার্চ ১৯৬৯ সালে।
১৫. পূর্ববঙ্গ প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী কে হন?
উত্তরঃ খাজা নাজিম উদ্দিন।
১৬. পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে?
উত্তরঃ ২৩ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে।
১৭. পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে?
উত্তরঃ করাচিতে।
১৮. পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে করেছিলেন?
উত্তরঃ দিরেন্দ্রনাথ দত্ত ২৩ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে।
১৯. কবে পাকিস্তানের গণপরিষদ বাতিল করা হয়?
উত্তরঃ ১৪ অক্টোবর ১৯৫৪ সালে।
২০. যুক্তফ্রন্ট কবে গঠিত হয়?
উত্তরঃ ৪ ডিসেম্বর ১৯৫৩ সালে।
২১. যুক্তফ্রন্ট পূর্ব বাংলার গণমানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত করার জন্য কত দফাভিত্তিক নির্বাচনে ইশতেহার ঘোষণা করেন?
উত্তরঃ ২১ দফা।
২২. ২১ দফার প্রথম দফা কি ছিল?
উত্তরঃ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা।
২৩. ১৯৫৪ সালে নির্বাচনে পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট ২৩৭ টি আসনের মধ্যে কয়টি আসন লাভ করে?
উত্তরঃ ২২৩ টি।
২৪. যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করে কবে?
উত্তরঃ ৩ এপ্রিল ১৯৫৪ সালে।
২৫. কোন কোন দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়?
উত্তরঃ আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজাম এ ইসলাম, বামপন্থী গণতন্ত্র দল।
২৬. ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব বাংলায় আইন পরিষদের মোট কতটি আসন ছিল?
উত্তরঃ ৩০৯ টি (৯ টি মহিলা আসন)।
২৭. কার নেতৃত্বে যুক্তফ্রন্ট সরকার গঠন করে?
উত্তরঃ শেরে বাংলা একে ফজলুল হকের।
২৮. বাংলাদেশ আওয়ামী লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৯ সালের ২৩ জুন।
২৯. আওয়ামী লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তরঃ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
৩০. আওয়ামী লীগের প্রথম সেক্রেটারি বা সাধারণ সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ শামসুল হক।
৩১. আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সমূহের শেখ মুজিবুর রহমান কি ছিলেন?
উত্তরঃ যুগ্ম সম্পাদক।
৩২. শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন কবে?
উত্তরঃ ১৯৫৩ সালে।
৩৩. শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন কবে?
উত্তরঃ ১ মাস ১৯৬৬ সালে।
৩৪. আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় কবে?
উত্তরঃ ১৯৫৫ সালে।
৩৫. ন্যাশনাল আওয়ামী পার্টি (NAP) কবে গঠিত হয়?
উত্তরঃ ১৯৫৭ সালে।
৩৬. পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কবে গণপরিষদে গৃহীত হয়?
উত্তরঃ ২৯ ফেব্রুয়ারি ১৯৫৬ সালে।
৩৭. পাকিস্তানের শাসনতন্ত্র কবে কার্যকর হয়?
উত্তরঃ ২৩ মার্চ ১৯৫৬ সালে।
৩৮. পূর্ব বাংলার নাম কবে পূর্ব পাকিস্তান হয়?
উত্তরঃ ২৩ মার্চ ১৯৫৬ সালে।
৩৯. বাংলা কে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হয় কবে?
উত্তরঃ ২৩ মার্চ ১৯৫৬ সালে।
৪০. পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কবে বাতিল করা হয়?
উত্তরঃ ৭ অক্টোবর ১৯৯৮ সালে।
৪১. পাকিস্তানের দ্বিতীয় শাসনতন্ত্র কে কবে ঘোষণা করেন?
উত্তরঃ আইয়ুব খান ১৯৬২ সালে।
৪২. কোন নির্বাচনে প্রেসিডেন্ট আইয়ুব খানের বিরুদ্ধে ফাতেমা জিন্নাহ দাঁড়িয়েছিলেন?
উত্তরঃ প্রেসিডেন্ট নির্বাচনে, জানুয়ারি ১৯৬৫ সালে।
৪৩. কত সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট সরকারকে বাতিল করে?
উত্তরঃ ৩০ মে ১৯৫৪ সালে।
৪৪. উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে, কোথায় গৃহীত হয়?
উত্তরঃ ডিসেম্বর ১৯৪৭ সালে করাচিতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনে।
৪৫. উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে কবে কোথায় "রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ" গঠিত হয়?
উত্তরঃ জানুয়ারি ১৯৪৮ সালে ঢাকায়।
৪৬. 'উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা' কে কবে কোথায় ঘোষণা করেছিল?
উত্তরঃ মোহাম্মদ আলী জিন্নাহ ২১ মার্চ ১৯৪৮ সালে রেসকোর্স ময়দানে।
৪৭. 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' গ্রন্থের লেখক কে?
উত্তরঃ ড. মোঃ শহীদুল্লাহ।
৪৮. ৫২ এর ভাষা আন্দোলনের সময় তৎকালীন পাকিস্তানের জনসংখ্যার শতকরা কত ভাগ মানুষের মাতৃভাষা ছিল বাংলা?
উত্তরঃ ৫৬ ভাগ।
৪৯. পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন কবে, কোথায় ঘোষণা দেন 'উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা'?
উত্তরঃ ২৬ জানুয়ারি, ১৯৫২ সালে ঢাকায়।
৫০. 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' কবে গঠিত হয়?
উত্তরঃ ৩০ জানুয়ারি, ১৯৫২ সালে।
৫১. একুশে ফেব্রুয়ারি কি ভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত কে, কবে নেন?
উত্তরঃ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি, ৩০ জানুয়ারি ১৯৫২ সালে।
৫২. ৫২ এর ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ নুরুল আমিন।
৫৩. ৫২ এর ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ খাজা নাজিমউদ্দিন।
৫৪. কেন্দ্রীয় শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে কবে উদ্বোধন করা হয়?
উত্তরঃ ২৩ ফেব্রুয়ারি ১৯৫২ সালে।
৫৫. কে কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেন?
উত্তরঃ শহীদ শফিউরের পিতা মৌলভী মাহবুবুর রহমান।
৫৬. ঐতিহাসিক 'ছয় দফা' কে ঘোষণা করেন?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান।
৫৭. 'ছয় দফা' শেখ মুজিবুর রহমান প্রথম কবে ঘোষণা করেন?
উত্তরঃ ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে।
৫৮. বিরোধী দলের সম্মেলনের শেখ মুজিবুর ৬ দফা উথাপন করেন কবে?
উত্তরঃ ১৩ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে।
৫৯. শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে 'ছয় দফা ঘোষণা' করেন?
উত্তরঃ ২৩ মার্চ ১৯৬৬ সালে।
৬০. কোন প্রস্তাবের ভিত্তিতে 'ছয় দফা' রচিত হয়?
উত্তরঃ লাহোর প্রস্তাব।
৬১. 'ছয় দফা' কোথায় ঘোষণা করা হয়?
উত্তরঃ লাহোরে।
৬২. 'ছয় দফার প্রথম দফা কি' ছিল?
উত্তরঃ স্বায়ত্তশাসন।
৬৩. 'বাঙালি জাতির মুক্তির সনদ' হিসেবে পরিচিত কোনটি?
উত্তরঃ ছয় দফা।
৬৪. আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে?
উত্তরঃ ৩ জানুয়ারি ১৯৬৮ সালে।
৬৫. আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি কতজন ছিল?
উত্তরঃ ৩৫ জন শেখ মুজিব সহ।
৬৬. আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিল?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান।
৬৭. আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসেবে শেখ মুজিবকে কবে গ্রেফতার করা হয়?
উত্তরঃ ১৮ জানুয়ারি ১৯৬৮ সালে।
৬৮. আগরতলা ষড়যন্ত্র মামলা কি নামে দায়ের করা হয়েছিল?
উত্তরঃ রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।
৬৯. আগরতলা ষড়যন্ত্র কে পাস করে দেন?
উত্তরঃ আমির হোসেন।
৭০. আগরতলা ষড়যন্ত্র মামলা বিচারের জন্য গঠিত 'বিশেষ আদালতের' বিচারপতি কে ছিলেন?
উত্তরঃ এস এ রহমান।
৭১. শেখ মুজিবের পক্ষ থেকে আগরতলা মামলা পরিচালনা করেন কে?
উত্তরঃ শহীদ ময়েজ উদ্দিন।
৭২. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয় কবে?
উত্তরঃ ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।
৭৩. আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় কবে?
উত্তরঃ ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।
৭৪. আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেয়া হয় কবে?
উত্তরঃ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।
৭৫. আগরতলা ষড়যন্ত্র মামলা কেন প্রত্যাহার করা হয়?
উত্তরঃ জনগণের চাপের মুখে।
৭৬. শেখ মুজিবকে 'বঙ্গবন্ধু উপাধি' দেয়া হয় কবে?
উত্তরঃ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।
৭৭. শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি কে দেন?
উত্তরঃ তোফায়েল আহম্মেদ।
৭৮. শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি কোথায় ঘোষণা করেছিলেন?
উত্তরঃ রেসকোর্স ময়দানে।
৭৯. নব কুমার ইনস্টিটিউট এর ছাত্র মতিউর নিহত হয় কবে?
উত্তরঃ ২০ জানুয়ারি ১৯৬৯ সালে।
৮০. শহীদ আসাদ নিহত হয় কবে?
উত্তরঃ ২০ জানুয়ারি ১৯৬৯ সালে।
৮১. ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?
উত্তরঃ ৫ জানুয়ারি ১৯৬৯ সালে।
৮২. ছাত্র সংগ্রাম পরিষদের কর্মসূচিতে কত দফা অন্তর্ভুক্ত হয়?
উত্তরঃ ১১ দফা।
৮৩. গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?
উত্তরঃ ৮ জানুয়ারি ১৯৬৯ সালে।
৮৪. পূর্ব পাকিস্তানের নামকরণ 'বাংলাদেশ' করা হয় কবে?
উত্তরঃ ৫ ডিসেম্বর ১৯৬৯ সালে।
৮৫. কে বাংলাদেশ নামকরণ করেন?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান।
৮৬. শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' ঘোষণা করা হয় কবে?
উত্তরঃ ৩ মার্চ ১৯৭১ সালে।
৮৭. কে শেখ মুজিবকে জাতির জনক ঘোষণা করেন?
উত্তরঃ আ স ম আব্দুর রব।
৮৮. শেখ মুজিবকে জাতির জনক ঘোষণা করা হয় কোথায়?
উত্তরঃ পল্টন ময়দানে।
৮৯. পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ৭ ডিসেম্বর ১৯৭০ সালে।
৯০. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে কতটি আসনে জয়ী হয়?
উত্তরঃ ১৬৭ টি (১৬৯ টির মধ্যে)।
৯১. ১৯৭০ এর নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টি জাতীয় পরিষদের কতটি আসন পায়?
উত্তরঃ ৮৮ টি।
৯২. ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল?
উত্তরঃ ৩১৩ টি (১৩ টি মহিলা আসন)।
৯৩. ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ কতটি আসন পায়?
উত্তরঃ ২৮৮ টি।
৯৪. জাতীয় পরিষদের প্রথম অধিবেশনের স্থান ও তারিখ কবে, কোথায় হবে বলে ঘোষণা করা হয়?
উত্তরঃ ঢাকায়, ৩ মার্চ ১৯৭১ সালে।
৯৫. প্রেসিডেন্ট কবে জাতীয় পরিষদের অধিবেশনের নতুন তারিখ ঘোষণা দেন?
উত্তরঃ ৬ মার্চ ১৯৭১ সালে।
৯৬. ৬ মার্চ ১৯৭১ এর ঘোষণা অনুযায়ী জাতীয় পরিষদের অধিবেশন কবে বসার কথা?
উত্তরঃ ২৪ মার্চ ১৯৭১।
৯৭. ঢাকায় মুজিব ইয়াহিয়া বৈঠক শুরু হয় কবে?
উত্তরঃ ১৬ই মার্চ ১৯৭১ থেকে ২৫ মার্চ ১৯৭১ পর্যন্ত মোট ১০ দিন।
৯৮. আলোচনা ভেঙে দিয়ে ইয়াহিয়া খান কবে ঢাকা ত্যাগ করেন?
উত্তরঃ ২৫ মার্চ ১৯৭১ সালে রাতে।
৯৯. ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কবে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে?
উত্তরঃ ১৯ মার্চ ১৯৭১ সালে।
পরিশেষেঃ