বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস (সাধারণ জ্ঞান MCQ)

প্রিয় পাঠক, পর্ব ভিত্তিক আলোচনা চলছে- সাধারণ জ্ঞান MCQ "প্রাচীন বাংলা হতে বর্তমান বাংলার ইতিহাস" এবং আজ হচ্ছে তার শেষ পর্ব অর্থাৎ ১১তম পর্ব। আমরা ইতিমধ্যে এর আগে এই সিরিজের আরও ১০ টি আর্টিকেল পোস্ট করেছি। আপনারা যারা এই পর্বে নতুন তারা চাইলে পুর্বের পর্বগুলো পড়ে নিতে পারেন। তাছাড়া গত পর্বে আমরা আলোচনা করেছিলাম "বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সম্পর্কে" এবং ইনশাআল্লাহ আজ আমরা আলোচনা করবো "বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস সম্পর্কে"। আশাকরি আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক-

History of the Liberation War and Independence of Bangladesh
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস

১. ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম মৃত্যুবরণ করেন কে? 

উত্তরঃ মোঃ মোস্তফা কামাল (৮ এপ্রিল ১৯৭১)।

২. বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের সর্বাধিনায়ক কে? 

উত্তরঃ শেখ মুজিবুর রহমান। 

৩. কবে, কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? 

উত্তরঃ ১৯৭১ সালে ২৫ মার্চ রাত বারোটার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। 

৪. কে প্রথম স্বাধীনতার ঘোষনা প্রচার করেন? 

উত্তরঃ চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম এ হান্নান, চট্টগ্রাম বেতার হতে ২৬ মার্চ ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা প্রচার করেন। 

৫. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রথম, কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা ঘোষণা প্রচার করেন? 

উত্তরঃ তদানীন্তন মেজর পরবর্তীতে সেনাবাহিনীর প্রধান এবং সাবেক প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান ২৭ মার্চ ১৯৭১ সালে। 

৬. বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কে? 

উত্তরঃ শহিদুল ইসলাম চৌধুরী। 

৭. চট্টগ্রামের কালুরঘাটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয় কবে? 

উত্তরঃ ২৬ মার্চ ১৯৭১ সালে। 

৮. ইন্দিরা গান্ধীর পক্ষে বাংলাদেশের স্বাধীনতার সম্মাননা পুরস্কার গ্রহণ করেন কে? 

উত্তরঃ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। 

৯. মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কখন কোথায় সংঘটিত হয়? 

উত্তরঃ ১৯ মার্চ ১৯৭১ সালে গাজীপুরে। 

১০. মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কারা গড়ে তোলেন? 

উত্তরঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। 

১১. শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় কবে? 

উত্তরঃ ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে। 

১২. যুদ্ধের সময় শেখ মুজিবুর রহমানকে কোথায় বন্দী করে রাখা হয়েছিল? 

উত্তরঃ পাকিস্তানের করাচি শহরের মিয়াওয়ালি কারাগারে। 

১৩. শেখ মুজিবুর রহমানকে কবে মুক্তি দেয়া হয়? 

উত্তরঃ ৮ জানুয়ারি ১৯৭২ সালে। 

১৪. শেখ মুজিবুর রহমান কবে স্বদেশ প্রত্যাবর্তন করেন? 

উত্তরঃ ১০ জানুয়ারি ১৯৭২ সালে। 

১৫. স্বদেশ প্রত্যাবর্তনকালীন শেখ মুজিব কোন কোন দেশ সফর করেছিলেন?

উত্তরঃ ব্রিটেন ও ভারত (লন্ডন ও নয়াদিল্লি)।

১৬. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে কোথায়? 

উত্তরঃ ২ মার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে।  

১৭. বাংলাদেশের পতাকা প্রথম কে উত্তোলন করেন? 

উত্তরঃ আ স ম আব্দুর রব। 

১৮. শেখ মুজিবুর রহমানের কোন ঐতিহাসিক ভাষণের মধ্যে স্বাধীনতার পরোক্ষ ঘোষনা উপ্ত ছিল? 

উত্তরঃ রেসকোর্স ময়দানের ৭ মার্চ 1971 সালের ভাষণ। 

১৯. বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?

উত্তরঃ মেহেরপুর জেলার মুজিবনগর। 

২০. মুজিবনগর এর পুরাতন নাম কি ছিল? 

উত্তরঃ বৈদ্যনাথ তলার ভবেরপাড়া। 

২১. কে বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন? 

উত্তরঃ তাজউদ্দিন আহমেদ। 

২২. মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল? 

উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১ সালে। 

২৩. বাংলাদেশ প্রজাতন্ত্র ঘোষণা হয়েছিল কোন তারিখে? 

উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১ সালে। 

২৪. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কবে? 

উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১ সালে। 

২৫. মুজিবনগর পূর্বে কোন জেলার অধীনে ছিল? 

উত্তরঃ কুষ্টিয়া জেলার। 

২৬. সম্প্রতি বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধে অনন্য অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার "বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা" প্রদান করেন কাকে? 

উত্তরঃ ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে।

২৭. অস্থায়ী সরকারের শপথ বাক্য কে পাঠ করান?

উত্তরঃ অধ্যাপক ইউসুফ আলী। 

২৮. অস্থায়ী সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে?

উত্তরঃ অধ্যাপক ইউসুফ আলী। 

২৯. অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল? 

উত্তরঃ ৬ জন। 

৩০. অস্থায়ী সরকারের প্রধান কে ছিলেন? 

উত্তরঃ শেখ মুজিবুর রহমান (রাষ্ট্রপতি)।

৩২. বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? 

উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম। 

৩৩. অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? 

উত্তরঃ তাজউদ্দিন আহমেদ। 

৩৪. 'অপারেশন ক্লোজডোর' কেন পরিচালনা করা হয়? 

উত্তরঃ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর সকল প্রকার অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য 'অপারেশন ক্লোজডোর' পরিচালনা করা হয়। 

৩৫. দেশের বাইরে প্রথম মুক্তিযুদ্ধ লাইবেরি উদ্বোধন করা হয় কোথায়? 

উত্তরঃ লন্ডনে (৫ মে ২০১১)। 

৩৬. কে কোন তারিখে বিদেশে মিশনেজ বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন? 

উত্তরঃ এম হোসেন আলী ১৮ই এপ্রিল ১৯৭১ সালে।

৩৭. পাকিস্তান হাইকমিশন অফিস প্রধানদের মধ্যে কে প্রথম বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন? 

উত্তরঃ ভারতের কলকাতাস্ত পাকিস্তান ডেপুটি হাইকমিশন অফিসের প্রধান এম হোসেন আলী ১৯৭১ সালের ১৮ এপ্রিল বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন। 

৩৮. নিহত মুক্তিযোদ্ধাদের সম্মানে 'জাতীয় শোক দিবস' পালিত হয় ১৯৭২ সালের কত তারিখে? 

উত্তরঃ ১৪ জানুয়ারি। 

৩৯. কার নির্দেশে, কে দেশকে ১১ টি সেক্টরে ভাগ করেছিলেন? 

উত্তরঃ তাজউদ্দীন আহমদের নির্দেশে এমএজি ওসমানী দেশকে ১১ টি সেক্টরে ভাগ করেন। 

৪০. কোন সেক্টরটি ব্যতিক্রমধর্মী সেক্টর ছিল? 

উত্তরঃ ১০ নং সেক্টর। 

৪১. বাংলাদেশ একমাত্র নৌ সেক্টর কোনটি?

উত্তরঃ ১০ নং সেক্টর। 

৪২. মুক্তিযুদ্ধে যোগ দেয়ার জন্য মতিউর রহমান যে বিমানটি ছিনিয়ে নিয়ে দেশে ফিরতে চেয়েছিলেন তার নাম কি? 

উত্তরঃ টি ৩৩ (এর ছদ্মনাম ব্লু বার্ড)।

৪৩. ১৯৯৭ সালে সিলেটে যে মহিলা মুক্তিযোদ্ধার সন্ধান পাওয়া যায় তার নাম কি? 

উত্তরঃ কাকন বিবি।

৪৪. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করে কতজন?

উত্তরঃ ৭ জন। 

৪৫. বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান কোথায় বিমান বিধ্বস্ত হয়ে মারা যান? 

উত্তরঃ পাকিস্তানে। 

৪৬. সর্বশেষ বীর উত্তম উপাধি দেয়া হয় কাকে? 

উত্তরঃ ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমদকে। 

৪৭. ৭ জন বীরশ্রেষ্ঠের মতো সর্বশেষ মৃত্যুবরণ করেন কে? 

উত্তরঃ মফিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর ১৯৭১)।

৪৮. মুক্তিযুদ্ধে যোগ দেয়ার জন্য মতিউর রহমান যে বিমানটি ছিনিয়ে নিয়ে দেশে ফিরতে চেয়েছিলেন তার নাম কি? 

উত্তরঃ টি ৩৩ (এর ছদ্মনাম ব্লু বার্ড)।

৪৯. স্বাধীনতা যুদ্ধ অবদানের জন্য মোট কতজনকে রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয়? 

উত্তরঃ ৬৭৭ জনকে। 

৫০. বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানের শূন্য কত ছিল? 

উত্তরঃ ২ লাখ ৩৮ হাজার। 

৫১. কোন মহিলা মুক্তিযোদ্ধা কোনো রাষ্ট্রের খেতাব পাননি?

উত্তরঃ কাকন বিবি। 

৫২. তারামন বিবি কত নং সেক্টরে যুদ্ধ করেন?

উত্তরঃ ১১ নং সেক্টরে (ময়মনসিংহ ও টাঙ্গাইল)।

৫৩. তারামন বিবির বাড়ি কোথায়? 

উত্তরঃ কুড়িগ্রাম। 

৫৪. তারামন বিবিকে সরকার কোথায় বাড়ি প্রদান করেন? 

উত্তরঃ কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানায়। 

৫৫. সেতারা বেগম কোন সেক্টরে যুদ্ধ করেন? 

উত্তরঃ ৪ নং সেক্টরে (সিলেট)। 

৫৬. সেতারা বেগমের বাড়ি কোথায়? 

উত্তরঃ কিশোরগঞ্জ (বৃহত্তর ময়মনসিংহ)। 

৫৭. কাকন বিবির বাড়ি কোন জেলায়? 

উত্তরঃ সিলেট। 

৫৮. দেশের একমাত্র আদিবাসী বা উপজাতি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কে? 

উত্তরঃ ইউ কে চীং বীর বিক্রম। 

৫৯. বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কবর কোথায়? 

উত্তরঃ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নৌবাহিনীর জাহাজ বিএনএস পর্যায়ে কর্মরত অবস্থায় জাহাজের ইঞ্জিনে আগুন লেগে পুড়ে মারা যান। প্রথম অবস্থায় তার মৃতদেহ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাকে তুলে খুলনার রূপসা নদীর তীরে কবর দেয়া হয়। 

৬০. বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল? 

উত্তরঃ পাকিস্তানের করাচির মাশরুর বিমান ঘাঁটিতে। 

৬১. বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর (মৃতদেহ)কবে বাংলাদেশে নিয়ে আসা হয়? 

উত্তরঃ ২৪ জন ২০০৬ সালে। 

৬২. বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কে যথাযথ মর্যাদায় কবে, কোথায় সমাহিত করা হয়? 

উত্তরঃ ২৫ জন ২০০৬ সালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। 

৬৩. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল? 

উত্তরঃ ভারতের আমবাসা এলাকায়। 

৬৪. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর (মৃতদেহ) কবে বাংলাদেশের নিয়ে আসা হয়? 

উত্তরঃ ১০ ডিসেম্বর ২০০৭ সালে। 

৬৫. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে যথার্থ মর্যাদা কবে, কোথায় সময়িত করা হয়? 

উত্তরঃ ১১ ডিসেম্বর ২০০৭ সালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। 

৬৬. ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে কতজন কোন বাহিনীর ছিলেন? 

উত্তরঃ ৩ জন সেনাবাহিনী, ২ জন ইপিআর ১ জন নৌবাহিনী ও ১ জন বিমান বাহিনী। 

৬৭. জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন? 

উত্তরঃ ১৮ এপ্রিল ১৯৭১ সালে। 

৬৮. বাংলাদেশ অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন? 

উত্তরঃ ক্যাপ্টেন এ কে খন্দকার। 

৬৯. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ব্রিগেড আকারে কয়টি ফোর্স গঠিত হয়েছিল এবং কি কি? 

উত্তরঃ ৩ টি। যথা- 

ক) জেড ফোর্স- মেজর জিয়াউর রহমান 

খ) এস ফোর্স- মেজর শফিউল্লাহ 

গ) কে ফোর্স- মেজর খালেদ মোশারফ। 

৭০. বাংলাদেশের অভ্যন্তর থেকে কারা মুক্তিযুদ্ধ করে? 

উত্তরঃ টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনী, বরিশালের হেমায়েত বাহিনী, কমরেড তোহা ও সিরাজ শিকদার। 

৭১. বাংলাদেশের মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারান? 

উত্তরঃ প্রায় ৩০ লক্ষ। 

৭২. সাইমন ড্রিং কে? 

উত্তরঃ ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক, যিনি বহির্বিশ্বের সর্বপ্রথম বাংলাদেশে পাকিস্তানি বর্বরতার খবর প্রকাশ করেন। 

৭৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাইমন ড্রিং এর অবদান কি? 

উত্তরঃ ১৯৭১ সালে জীবনে ঝুঁকি নিয়ে তিনি পাক দখলদার বাহিনীর হত্যাযজ্ঞ প্রত্যক্ষ করেন এবং বিদেশী সংবাদ মাধ্যমে প্রচার করেন। 

৭৪. অপারেশন সার্চলাইট কি?

উত্তরঃ নিরীহ বাঙালি জনগোষ্ঠীর উপর পাকিস্তানি হানাদার বাহিনীর 1971 সালের 25 মার্চ কাল রাতে পরিচালিত সামরিক আগ্রাসন বা হত্যাযজ্ঞ। 

৭৫. অপারেশন জ্যাকপট কি?

উত্তরঃ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি নৌ শক্তিকে ধ্বংস করার জন্য পরিচালিত অভিযান। 

৭৬. একমাত্র বিদেশী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কে? 

উত্তরঃ বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হচ্ছেন হোয়াইল হ্যামার ওয়াডারল্যান্ড। 

৭৭. হোয়াইল হ্যামার ওয়াডারল্যান্ড কোন দেশের নাগরিক?  

উত্তরঃ অস্ট্রেলিয়ার জন্ম নেদারল্যান্ড। 

৭৮. হোয়াইল হ্যামার ওয়াডারল্যান্ড কবে মৃত্যুবরণ করেন? 

উত্তরঃ ১৮ মে ২০০১ সালে। 

৭৯. মুক্তিযুদ্ধ চলাকালীন যে বিদেশি নাগরিক মারা যান তার নাম কি? 

উত্তরঃ মাদার মারিও ভেরেনজি। 

৮০. মাদার মারিও বেরেনজি কবে মৃত্যুবরণ করেন এবং কোন দেশি?

উত্তরঃ ৪ এপ্রিল ১৯৭১ সালে ইতালির নাগরিক। 

৮১. স্বাধীনতা যুদ্ধে অর্থ সংগ্রহের জন্য কারা কবিতা পাঠের আয়োজন করেন তারা কোন দেশের এবং কে কে? 

উত্তরঃ ইয়েভগেনি ইয়েভ তুসোস্কোর (রাশিয়া), এলেন গিনেসবার্গ আমেরিকা। 

৮২. "September on Jessore road" বইটি কে রচনা করেন? 

উত্তরঃ মার্কিন কবি অ্যালেন গিনেসবার্গ। 

৮৩. জর্জ হ্যারিসন কে কোথায় বিসর্জন দেয়া হয়েছে? 

উত্তরঃ গঙ্গা নদীতে (ভারতে)। 

৮৪. জাতিসংঘের কোন দুটি শক্তিশালী দেশ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে বিরোধিতা করে? 

উত্তরঃ যুক্তরাষ্ট্র ও চীন। 

৮৫. জাতিসংঘের কোন শক্তিশালী দেশ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহযোগিতা করে? 

উত্তরঃ সাবেক সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া)। 

৮৬. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের যুবকদের নিয়ে যে বাহিনী গঠন করা হয় তার নাম কি? 

উত্তরঃ মুজিব বাহিনী (বিএলএফ)। 

৮৭. ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযোদ্ধা জাদুঘরের নাম কি? 

উত্তরঃ বিজয় কেতন। 

৮৮. মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি এবং কত তারিখে? 

উত্তরঃ যশোর। ৭ ডিসেম্বর ১৯৭১ সাল। 

৮৯. মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গন কোনটি এবং কবে শত্রুমুক্ত হয়? 

উত্তরঃ ঢাকার মিরপুর, শত্রুমুক্ত হয় ৩১ জানুয়ারি ১৯৭১ সাল। 

৯০. মুক্তিযুদ্ধ চলাকালীন শহীদুল ইসলামের বয়স কত ছিল? 

উত্তরঃ ১২ বছর।

৯১. মুক্তিযুদ্ধে অবদানের জন্য শহিদুল ইসলামকে কি খেতাব দেওয়া হয়? 

উত্তরঃ বীর প্রতীক। 

৯২. শহিদুল ইসলাম কত নং সেক্টরে যুদ্ধ করেন? 

উত্তরঃ ১১ নং সেক্টরের (ময়মনসিংহ ও টাঙ্গাইল)। 

৯৩. "এ দেশের মাটি চাই, মানুষ নয়" এ উক্তিটি কার? 

উত্তরঃ ইয়াহিয়া খানের। 

৯৪. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি? 

উত্তরঃ বীরশ্রেষ্ঠ। 

৯৫. ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী কবে গঠিত হয়? 

উত্তরঃ ২১ নভেম্বর ১৯৭১ সাল। 

৯৬. ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মিত্রবাহিনীর প্রধান কে ছিলেন? 

উত্তরঃ ভারতীয় সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশ।

৯৭. বাংলাদেশ ভারত যৌথ কমান্ডের সেরা দক্ষ কে ছিলেন? 

উত্তরঃ জেনারেল জগজিৎ সিং অরোরা। 

৯৮. পাকিস্তানি পক্ষের নেতৃত্বে কে ছিলেন? 

উত্তরঃ জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজী। 

৯৯. মুক্তিযুদ্ধে আত্মসমর্পণের ঐতিহাসিক দলিলে কে কে স্বাক্ষর করেন? 

উত্তরঃ বাংলাদেশের পক্ষে বাংলাদেশ-ভারত যৌথ কমান্ডের প্রধান জেনারেল সিং অরোরা ও পাকিস্তানের পক্ষে জেনারেল এ কে নিয়াজী।

১০০. মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ রেসকোর্স ময়দানে। 

১০১. কতজন পাকিস্তানের শূন্য যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে? 

উত্তরঃ ৯৩ হাজার। 

১০২. ১৬ ডিসেম্বর ১৯৭১ আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বা মুক্তিবাহিনীর পক্ষে কে নেতৃত্ব দেন? 

উত্তরঃ তৎকালীন বিমান বাহিনীর প্রধান এয়ার কমোডর এ কে খন্দকার। 

১০৩. কোন ফরাসি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন? 

উত্তরঃ আদ্রে মায়ারা। 

১০৪. কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন? 

উত্তরঃ আব্দুস সাত্তার। 

১০৫. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে 'চরমপত্র' নামক একটি কথিকা প্রচারিত হতো সেই কথিকার পাঠক কে ছিলেন? 

উত্তরঃ এম আর আখতার মুকুল। 

১০৬. মুক্তিযুদ্ধ চলাকালীন কলকাতায় অবস্থিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পরিচালক কে ছিলেন? 

উত্তরঃ শামসুর রহমান চৌধুরী। 

১০৭. অস্থায়ী সরকারের সচিবালয় কোথায় ছিল? 

উত্তরঃ ৮ থিয়েটার রোড, কলকাতা। 

১০৮. মহান মুক্তিযুদ্ধে কতটি সাংগঠনিক শ্রেণী ছিল ও কি কি? 

উত্তরঃ তিনটি। যথা- 

ক) নিয়মিত বাহিনী 

খ) সেক্টর বাহিনী 

গ) গেরিলা বাহিনী 

১০৯. অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অফ অনার্স দেয়া হয় কার নেতৃত্বে? 

উত্তরঃ ইপি আর এর ৪ নং উইংয়ের একটি সুসজ্জিত দল ক্যাপ্টেন মাহবুবুল হাসানের নেতৃত্বে। 

১১০. ছাত্রলীগের জয় বাংলা বাহিনী প্রদত্ত কুচকাওয়াজে বঙ্গবন্ধুকে দেয়া সালামের নেতৃত্ব দেন কারা?

উত্তরঃ নূরে আলম সিদ্দিকী, আ.স.ম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ।

১১১. কার অসম সাহসিকতায় বাঙালি জাতি জেনেছিল যে, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন এবং প্রতিরোধমুক্ত শুরু হয়ে গেছে?

উত্তরঃ মেজর জিয়াউর রহমান। 

১১২. বি.এল.এফ (বাংলাদেশ লিবারেশন ফোর্স) গঠিত হয়েছিল কাদেরকে নিয়ে?

উত্তরঃ বাংলাদেশের যুবকদের নিয়ে। 

১১৩. বি.এল.এফ এর প্রধান প্রশিক্ষনে কে ছিলেন? 

উত্তরঃ হাসানুল হক ইনু। 

১১৪. মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কে প্রতিষ্ঠা করেন? 

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

১১৫. মুক্তিযুদ্ধ সংসদ কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি? 

উত্তরঃ মুক্তিবার্তা (সাপ্তাহিক)।

১১৬. মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? 

উত্তরঃ ১৪ই ডিসেম্বর ১৯৭১ সালে। 

১১৭. বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস কোন তারিখে? 

উত্তরঃ ১৪ই ডিসেম্বর। 

১১৮. ডাক্তার সেতারা বেগম সেনাবাহিনীতে কি পদে ছিলেন? 

উত্তরঃ ক্যাপ্টেন। 

১১৯. বাংলাদেশ কবে পাক হানাদার মুক্ত হয়? 

উত্তরঃ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। 

১২০. ২৬ মার্চকে 'জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস হিসেবে' ঘোষণা করা হয় কখন? 

উত্তরঃ ১৯৮০ সালে।

১২১. মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? 

উত্তরঃ তানভীর কবির।

১২২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? 

উত্তরঃ ২ নং সেক্টরের। 

১২৩. বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন কবে? 

উত্তরঃ ১২ জানুয়ারি ১৯৭২ সালে। 

১২৪. মুক্তিযুদ্ধের সময় পার্বত্য চট্টগ্রাম ফেনী প্রভৃতি এলাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 

উত্তরঃ ১ নং সেক্টরের। 

১২৫. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নং সেক্টরে ছিল? 

উত্তরঃ ৮ নং সেক্টরে। 

১২৬. মুক্তিযুদ্ধের জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? 

উত্তরঃ সেগুন বাগিচা। 

১২৭. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে কে বলেছে 'লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু এবার তারা শাস্তি এড়াতে পারবে না'।

উত্তরঃ জেনারেল টিক্কা খান। 

১২৮. ১৯৭১ সালের কত তারিখে বাংলাদেশ হতে বিদেশীদের সরিয়ে নেওয়ার জন্য বিমান হামলা বন্ধ রাখা হয় ? 

উত্তরঃ ১০ ডিসেম্বর। 

১২৯. প্রবাসী সরকারের সচিবালের মুখ্য সচিব কে ছিলেন? 

উত্তরঃ রুহুল কুদ্দুস।


পরিশেষেঃ প্রিয় পাঠক, দেখতে দেখতে আমরা আজ "প্রাচীন বাংলা হতে বর্তমান বাংলার ইতিহাস" পর্বভিত্তিক সিরিজের একদম সর্বশেষ পর্যায়ে আছি। আপনারা যারা এই সিরিজের অন্যান্য পর্বগুলো পড়তে পারেন নাই, তারা চাইলে উপরের দেওয়া লিংকে ক্লিক করে এই সিরিজের অন্যান্য পর্বগুলো পড়তে নিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকেও পড়ে নিতে পারবেন।

Next Post Previous Post