বাংলায় ধর্মীয় এবং সামাজিক সংস্কার।
প্রিয় পাঠক, আমি আশা করছি আপনারা পূর্ব থেকেই অবগত আছেন, আমি বেশ কিছুদিন যাবত প্রাচীন বাংলা হতে বর্তমান বাংলার ইতিহাস সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্নউত্তর নিয়ে পর্বভিত্তিক ভাবে আলোচনা করে যাচ্ছি। আজ তার নবম পর্ব এবং আজ আলোচনার বিষয় হচ্ছে- বাংলায় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যেসকল সংস্কারকগন বাংলার ধর্মীয় এবং সামাজিক সংস্কারের ক্ষেত্রে যেসকল অনস্বীকার্য অবদান রেখে গেছেন সে সম্পর্কে আলোচনা।
যদিও এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের অনেকেরই অধিকাংশই জানা আছে তবুও আলোচনা করছি, কারন যাদের জানা আছে তারা জ্বালাই করে নিবেন আর যাদের কাছে একদমই নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা, আজকের এই সাধারণ জ্ঞান প্রশ্নগুলো প্রায় সময়ই বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গিয়েছে।
বাংলায় ধর্মীয় এবং সামাজিক সংস্কারকদের অবদান সম্পর্কে সাধারণ জ্ঞান MCQ
বাংলায় ধর্মীয় এবং সামাজিক সংস্কারকদের অবদান সম্পর্কে সাধারণ জ্ঞান MCQ |
সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় (১৭৭২-১৮৩৩)
১. ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ রাজা রামমোহন রায়।
২. রামমোহন রায় কত সালে ব্রাহ্মণ সমাজ প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ১৮২৮ সালে।
৩. রাজা রামমোহন রায় কোন ক্ষেত্রে অবদান রাখেন?
উত্তরঃ শিক্ষা সংস্কার, ধর্ম সংস্কার ও সামাজিক সংস্কার।
৪. রামমোহন রায়কে 'রাজা' উপাধি কে অলংকৃত করেন কে?
উত্তরঃ দ্বিতীয় আকবর।
৫. রাজা রামমোহন রায়ের অমর কীর্তি কি?
উত্তরঃ ব্রাহ্মণ ধর্ম ও ব্রাহ্মণ সমাজ প্রতিষ্ঠা।
৬. 'আত্মীয় সভা' নামে এক ধর্ম আলোচনা সভা প্রতিষ্ঠা করেন কে?
উত্তরঃ রাজা রামমোহন রায়।
৭. এদেশে ইংরেজি শিক্ষা প্রবর্তনের অগ্রদূত ছিলেন কে?
উত্তরঃ রাজা রামমোহন রায়।
৮. রামমোহন রায়কে কে 'রাজা' উপাধি দেন?
উত্তরঃ দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। (1830 সালে)।
৯. রাজা রামমোহন রায় কিসের ভিত্তিতে হিন্দু ধর্ম ও হিন্দু সমাজকে গড়ে তুলতে চেয়েছিলেন?
উত্তরঃ একেশ্বরবাদ।
১০. কোন বাঙালি সতীদাহ বা সহমরণ প্রথা রহিত করার জন্য আন্দোলন করেন?
উত্তরঃ রাজা রামমোহন রায়।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-৯১)
১১. কার প্রচেষ্টায় 'বিধবা বিবাহ' আইন প্রবর্তিত হয়?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৫৬ সালে ।
১২. বিদ্যাসাগর কোন কলেজের হেড পন্ডিত ছিলেন?
উত্তরঃ ফোর্ট উইলিয়াম কলেজ ১৮৪৯ সালে নিযুক্ত হন।
১৩. কে হিন্দু বিধবা বিবাহ প্রথা প্রচলন করেন?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৪. কার তত্ত্বাবধানে বাংলায় প্রথম বিধবা বিবাহ প্রচলিত হয়?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৫. কে বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রথা রহিত করার জন্য জোর আন্দোলন করেন?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৬. কত সালে হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রথা আইন সম্মত হয়?
উত্তরঃ ১৮৫৬ সালে।
১৭. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন কবে?
উত্তরঃ ১৮৫১ সালে।
১৮. কোন কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত করা হয়?
উত্তরঃ হিন্দু কলেজকে।
১৯. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ মেদিনীপুর।
হাজী মুহম্মদ মহসিন (১৭৩০-১৮৩২
২০. কে মুসলমানদের শিক্ষার জন্য সর্বস্ব উইল করে যান?
উত্তরঃ হাজী মুহম্মদ মহসিন।
২১. হুগলিতে অবস্থিত সুপ্রসিদ্ধ ইমামবাড়া কে তৈরি করেন?
উত্তরঃ হাজী মুহম্মদ মহসিন।
২২. মহসিনের মৃত্যুর পর কে তার সম্পত্তির ভার গ্রহণ করে?
উত্তরঃ ইংরেজ সরকার।
নওয়াব আব্দুল লতিফ (১৮২৮-১৮৯৩)
২৩. নওয়াব আব্দুল লতিফ বর্তমান কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ বর্তমান শরীয়তপুর।
২৪. নওয়াব আব্দুল লতিফ ১৮৪৮ সালে কোথায় ইংরেজি ও আরবির অধ্যাপক হিসেবে যোগ দেন?
উত্তরঃ কলকাতা মাদ্রাসায়।
২৫. কে কলকাতা মাদ্রাসায় অ্যাংলো ফারসিয়ান বিভাগ হলেন?
উত্তরঃ নওয়াব আব্দুল লতিফ।
২৬. মোহামেডান লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ নওয়াব আব্দুল লতিফ।
২৭. কত সালে মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮৬৩ সালে।
২৮. মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮৬৩ সালে।
২৯. কার প্রচেষ্টায় মহসিন তহবিলের অর্থ মুসলমান ছাত্রদের মধ্যে বিতরণের ব্যবস্থা করা হয়?
উত্তরঃ নওয়াব আব্দুল লতিফ।
৩০. "মুসলিম সাহিত্য সমাজ" এর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ নওয়াব আব্দুল লতিফ।
৩১. ১৯৩৭ সালে প্রকাশিত মুসলমানদের বাংলা মুখপত্র টির নাম কি?
উত্তরঃ দৈনিক আজাদ।
৩২. মুসলমানদের পৃথক নির্বাচনের দাবি কোন আইন দ্বারা স্বীকৃত হয়?
উত্তরঃ মর্লি মিন্টো।
সৈয়দ আমির আলী (১৮৪৯-১৯২৮)
৩৩. কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি কে ছিলেন?
উত্তরঃ সৈয়দ মাহমুদ।
৩৪. ভারত উপমহাদেশের কোন মনীষী প্রথম প্রিভি কাউন্সিলের সদস্য হন?
উত্তরঃ সৈয়দ আমির আলী।
৩৫. ভারত উপমহাদেশীয়দের মধ্যে সর্বপ্রথম কে প্রিভি কাউন্সিলের সদস্যপদ লাভ করেন?
উত্তরঃ সৈয়দ আমির আলী।
৩৬. কলকাতার সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ সৈয়দীর আলী ১৮৭৭ সালে।
৩৭. দি স্পিরিট অফ ইসলাম এবং এ শর্ট স্টোরি অফ দি সেরাসিন্স কার বিখ্যাত রচনা?
উত্তরঃ সৈয়দ আমির আলী।
স্যার সৈয়দ আহমদ খান
৩৮. আলীগড় আন্দোলনের প্রবক্তা কে?
উত্তরঃ স্যার সৈয়দ আহমদ খান।
৩৯. ১৮৫৭ সালে বিপ্লব কালে কে ইংরেজ সরকারের একজন কর্মচারী ছিলেন?
উত্তরঃ স্যার সৈয়দ আহমদ খান।
৪০. মুসলমানদের পাশ্চাত্য শিক্ষার অনুগামী করার জন্য কে বিজ্ঞান সমিতি প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ স্যার সৈয়দ আহমদ খান।
৪১. আহমদ খান কত সালে আলিগড় মোহামেডান এডুকেশন কনফারেন্স নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ১৮৮৬ সালে।
৪২. আহমদ খান কত সালে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ১৮৭৭ সালে।
বঙ্গভঙ্গ
৪৩. বঙ্গভঙ্গ কি?
উত্তরঃ অবিভক্ত বাংলাকে বিভক্ত করে পৃথক প্রদেশ সৃষ্টি করা।
৪৪. কোন কোন অঞ্চল নিয়ে বঙ্গভঙ্গ হয়?
উত্তরঃ উত্তর পূর্ব বাংলা ও আসাম অঞ্চল নিয়ে।
৪৫. কে বঙ্গভঙ্গ রদ করেন?
উত্তরঃ লর্ড হার্ডিঞ্জ।
৪৬. বঙ্গভঙ্গের ফলে কার স্বার্থ সংরক্ষণ হয়?
উত্তরঃ মুসলমানদের।
৪৭. কার সময়ে বঙ্গভঙ্গ হয়?
উত্তরঃ লর্ড কার্জনের সময়।
৪৮. বঙ্গভঙ্গ কার্যকর হয় কখন?
উত্তরঃ ১৯০৫ খ্রিস্টাব্দে।
৪৯. বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট নতুন প্রদেশের রাজধানী ছিল কোথায়?
উত্তরঃ ঢাকায়।
৫০. বঙ্গভঙ্গ রদ করা হয় কখন?
উত্তরঃ ১৯১১ খ্রিস্টাব্দের ২২ ডিসেম্বর।
ইংরেজ শাসনের অবসান
৫১. সাইমন কমিশন গঠিত হয় কবে?
উত্তরঃ ১৯২৭ সালে।
৫২. কখন লাহোর প্রস্তাব পেশ করা হয়?
উত্তরঃ ১৯৪০ সালের ২৩ মার্চ।
৫৩. লাহোর প্রস্তাব কোথায় পেশ করা হয়?
উত্তরঃ লাহোরে মুসলিম লীগের অধিবেশনে।
৫৪. লাহোর প্রস্তাবে কি ছিল?
উত্তরঃ উপমহাদেশের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বতন্ত্র রাষ্ট্র গঠন।
৫৫. কোন আইনের ফলে মুসলমানগণ পৃথক নির্বাচনের সুযোগ পায়?
উত্তরঃ ১৯০৯ সালের মর্লি মিন্টো আইন।
৫৬. বাংলায় প্রথম প্রাদেশিক মন্ত্রিসভা গঠন করেন__?
উত্তরঃ মুসলিম লীগ ও কৃষক প্রজা পার্টির কোয়ালিশনে একে ফজলুল হক।
৫৭. বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে?
উত্তরঃ একে ফজলুল হক।
৫৮. কোন প্রস্তাবে স্বতন্ত্র বাংলাদেশের বীজ লুকায়িত ছিল?
উত্তরঃ লাহোর প্রস্তাবে।
৫৯. "ভারত ছাড়" আন্দোলনের সূচনা হয় কবে?
উত্তরঃ ১৯৪২ সালে।
৬০. বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয় কখন?
উত্তরঃ ১৯৪৩ সালে।
৬১. ১৯৪৩ সালের দুর্ভিক্ষে কত লোক মারা যায়?
উত্তরঃ ৩০-৩৮ লক্ষ।
৬২. ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর ছিলেন কে?
উত্তরঃ লর্ড মাউন্ট ব্যাটেন।
৬৩. ভারত স্বাধীনতা আইন পাশ হয় কবে?
উত্তরঃ ১৯৪৭ সালের ১৮ জুলাই।
৬৪. "প্রত্যক্ষ সংগ্রাম" সূচনা হয় কবে?
উত্তরঃ ১৯৪৬ সালের ১৬ আগস্ট।
৬৫. ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কবে?
উত্তরঃ ১৯৪৭ সালের ১৪ আগস্ট।
৬৬. ভারত স্বাধীনতা লাভ করে কবে?
উত্তরঃ ১৯৪৭ সালের ১৫ আগস্ট।
৬৭. পাকিস্তান স্বাধীনতা লাভ করে কবে?
উত্তরঃ ১৯৪৭ সালের ১৪ আগস্ট।
পরিশেষেঃ প্রিয় পাঠক, আলোচনার পরিশেষে বলতে চাই যে, আমার আজকের আলোচনা থেকে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে অনুগ্রহ করে আমার ওয়েবসাইটের পোস্টগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং সাধারন জ্ঞান সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে যাবেন, আপনার মুল্যবান প্রশ্নের উত্তর দেওয়ার চেস্টা করবো ইনশাআল্লাহ। তাছাড়া আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলেও যুক্ত হতে পারেন।