বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলের ভূমিকা

বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সংসদীয় গণতন্ত্র বিদ্যমান থাকায় বিরোধী দলকে বিকল্প বা ছায়া সরকার হিসেবে বিবেচনা করা হয়। এখানকার শাসনব্যবস্থায় সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের ভূমিকাও অপরিসীম। যুক্তরাজ্যে সংসদীয় গণতান্ত্রিক ধারায় বিরোধী দল যে রকম ভূমিকা পালন করে বাংলাদেশেও বিরোধী দল একই রকম ভূমিকা পালন করতে পারত। কিন্তু বিভিন্ন কারণে এদেশে বিরোধী দল যথার্থ ভূমিকা পালন করতে পারছে না। তবে গণতান্ত্রিক সাফল্যের জন্য শাসনব্যবস্থায় অবশ্যই বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ আবশ্যক।


বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলের কার্যাবলী
বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলের ভূমিকা


বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলের ভূমিকা

আধুনিক রাষ্ট্রের শাসন ব্যবস্থায় বিরোধী দল অত্যন্ত উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। নির্বাচনে যে দল সংখ্যালঘু সে দল বিরোধী দল হিসেবে সংসদে অবস্থান নেয়। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকারি দলের তুলনায় বিরোধী দলের ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশে সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান থাকায় এদেশের রাজনীতিতে বিরোধী দলের ভূমিকা অনস্বীকার্য। নিচে বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলের ভূমিকা ব্যাখ্যা করা হলো-


১. জনমত গঠন

বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দল সুষ্ঠু জনমত গঠনে সাহায্য করে থাকে। ভবিষ্যতে ক্ষমতা লাভের আশায় বিরোধী দল জনগণের আশা-আকাঙ্ক্ষার সাথে সংহতি রেখে নীতি ও কর্মসূচি প্রণয়ন করে।


২. জনগণের অধিকার রক্ষা 

বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দল জনগণের অধিকার রক্ষাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জনগণের অধিকার যাতে সরকার ক্ষুণ্ণ করতে না পারে সে দিকে বিরোধী দল অত্যন্ত সজাগ দৃষ্টি রাখে।

৩. জাতীয় ঐকমত্য সৃষ্টি

বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ও উন্নত করার জন্য বিরোধী দলঙ্গ জাতীয় ঐকমত্য সৃষ্টির প্রয়াস চালায়। যা দেশের জন্য কল্যাণকর।

৪. গণতন্ত্র রক্ষা 

গণতন্ত্র রক্ষার অগ্রদূত হিসেবে এদেশের বিরোধী দল কাজ করে থাকে। এখানে শক্তিশালী বিরোধী দল থাকায় গণতন্ত্রের ধারা সচল রয়েছে।

৫. সরকারকে চাপ প্রয়োগ 

বাংলাদেশে বিরাজমান বিভিন্ন সমস্যা নির্ধারণ ও তার প্রতিকারের সঠিক উপায় নির্ণয় করে বিরোধী দল সমগ্র জাতিকে প্রভাবিত করার চেষ্টা করে। বিরোধী দল সরকারকে সমস্যা সমাধানের জন্য চাপ সৃষ্টি করে থাকে।

৬. সরকারকে আইন প্রণয়নে সহায়তা 

এখানে সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য সরকারের সংখ্যাগরিষ্ঠতা আইন প্রণয়নে যথেষ্ট না হলে বিরোধী দল সেক্ষেত্রে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসে। এক্ষেত্রে বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনীতে আওয়ামী লীগের সমর্থনের কথা উল্লেখ করা যায়।

৭. সরকারি নীতি সংগঠনে সহায়তা 

এদেশের বিরোধী দল সরকারের কোনো আপত্তিকর নীতির দুর্বলতা জনসম্মুখে এমনভাবে তুলে ধরে যার ফলে সরকার উক্ত নীতি বাতিল করে দিতে বাধ্য হয়।

৮. সরকারের স্বৈরাচারিতা রোধ 

বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করে সরকারের স্বৈরাচারী পথকে রুদ্ধ করে দেয়। সরকারি দল বিরোধী দলের সমালোচনার ভয়ে স্বৈরাচারী হতে পারে না। ফলে দেশে শান্তি বজায় থাকে।

৯. সরকারের পরামর্শদাতা 

বাংলাদেশের বিরোধী দল অনেক সময় বিভিন্ন সমস্যার প্রকৃতি নির্ধারণ ও উক্ত সমস্যাগুলোর সমাধান কল্পে সরকারকে সহযোগিতা ও পরামর্শ প্রদান করে থাকে। এভাবে বিরোধী দল রাজনীতিতে ভূমিকা রাখে।

১০. ন্যায়সঙ্গত অভিযোগ তুলে ধরা 

বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দল জনগণের ন্যায়সঙ্গত অভাব অভিযোগ তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

১১. সরকারের দুর্নীতি রোধ 

এদেশের বিরোধী দল সরকারের দুর্নীতি রোধে আপ্রাণ চেষ্টা করে। এজন্য তারা জনগণকে সাথে নিয়ে সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মসূচি করে থাকে।

১২. শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা পরিবর্তন

বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দল নির্বাচনে জয়লাভ করলে ক্ষমতা লাভ বা সরকার গঠনের সুযোগ পায়। যার ফলশ্রুতিতে শান্তিপূর্ণ উপায়ে সরকার পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়।

১৩. রাজনৈতিক শিক্ষার বিস্তার 

'বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দল আইনসভায় সরকারি নীতি ও করাচির গঠনমূলক সমালোচনা করে থাকে। সরকার কী করছে, সে সম্পর্কে জনগণ বিরোধী দলের সভা-সমাবেশ, প্রলোচনা ও সেমিনারের মাধ্যমে অবহিত হয়। যা জনগণকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হতে সহায়তা প্রদান করে। এভাবে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতারও সৃষ্টি হয়।

১৪. বিকল্প কর্মসূচি পেশ 

বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় বিরোধী দল জনগণের সামনে রকারি কর্মসূচির পাশাপাশি বিকল্প কর্মসচি পেশ করে থাকে। এর ফলে জনগণ একের অধিক কর্মসূচি থেকে যে কানোটিকে বেছে নেওয়ার সুযোগ পায়।

১৫. সংসদীয় কাজে অংশগ্রহণ 

বাংলাদেশের বিরোধী দল স্বতঃস্ফূর্তভাবে সংসদীয় কাজে অংশগ্রহণ করে (কে এবং এর মাধ্যমে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণত সংসদের কর্মসূচি বিরোধী দলের এথ আলাপ-আলোচনার মাধ্যমে নির্ধারিত হয়।

১৬. ছায়া সরকার 

বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দল বিকল্প সরকার বা ছায়া সরকার হিসেবে দায়িত্ব এলন করে থাকে। বিরোধী দল কোনো নির্বাচনে বিজয়ী হলে সরকারি দল হিসেবে ক্ষমতায় আসীন হওয়ার সুযোগ পায়। এজন্য বিরোধী দল সব সময় তৎপর থাকে।

উপসংহার 

পরিশেষে বলা যায় যে, উপর্যুক্ত কার্যক্রমের মাধ্যমে বিরোধী দল বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা কেন করে থাকে। বিরোধী দলের উপর্যুক্ত কার্যক্রম দেশের সংসদীয় গণতন্ত্রের সাফল্যের জন্য মুখ্য ভূমিকা পালন করে। আমাদের রাজনৈতিক সংস্কৃতির উন্নয়নে তাই বিরোধী দলের ভূমিকাকে অস্বীকার করা যায় না। এজন্য বিরোধী দলকে মনকে বিকল্প বা ছায়া সরকার হিসেবে অবহিত করে। সর্বোপরি রাজনীতিতে তাদের ভূমিকা পালন দেশের কল্যাণ বয়ে মনে। তাঁই দেশের উন্নয়নে বিরোধী দলকে আরো রাজনীতিতে সক্রিয় হতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post